মাধ্যমিকমাধ্যমিক সাজেশন

বংশগতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

বংশগতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরঃ মাধ্যমিক ( দশম শ্রেণীর ) ছাত্র ছাত্রীদের জন্য বংশগতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত প্রশ্ন ও উত্তরগুলি মাধ্যমিক পরীক্ষায় খুবই সহায়ক হবে। এর আগের পোষ্টে মাধ্যমিক পরীক্ষার্থীদের ভৌতবিজ্ঞান বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা সম্পর্কে আলোচনা করা হয়েছে চাইলে ভৌত বিজ্ঞানে ভাল ফল পেতে উক্ত কথাগুলি জেনে নিত পারো।

বংশগতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

  • পলিডাকটাইলি, বিচ্ছিন্ন প্রকরণ, রােলার জিভ, সংযুক্ত কানের লতি এর মধ্যে সঠিক উত্তর কোনটি?
    উত্তর:-   বিচ্ছিন্ন প্রকরণ।
  • মসৃণ চুল, সংযুক্ত কানের লতি, প্রচ্ছন্নবৈশিষ্ট্য, বর্ণান্ধতা এর মধ্যে সঠিক উত্তর কোনটি?
    উত্তর:-   প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
  • রােলার জিভ, প্রকট স্বাভাবিক দৃষ্টিশক্তি এর মধ্যে সঠিক উত্তর কোনটি?
    উত্তর:-  প্রকট বৈশিষ্ট্য।
  • বৈশিষ্ট্য, মুক্ত কানের লতি, মিরাবিলিস জালাপা, আন্ডালুসিয়ান মুরগি, অসম্পূর্ণ প্রকটতা, স্নাপড্রাগন এর মধ্যে সঠিক উত্তর কোনটি?
    উত্তর:-  অসম্পূর্ণ প্রকটতা।
  • বংশগতি কাকে বলে ?
    উত্তর:- > যে-পদ্ধতিতে জনিতৃ চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশানুক্রমে তার অপত্যের মধ্যে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলে।
  • বংশগতিবিদ্যা বা জেনেটিক্স কাকে বলে ?
    উত্তর:- > জীবন বিজ্ঞানের যে-শাখায় জীবের চারিত্রিক বৈশিষ্ট্য গুলির বংশানুক্রমে সঞ্রণ এবং প্রকরণ ইত্যাদি সম্পর্কে আলােচনা করা হয়, তাকে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলে।
  • ‘সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয় ? অথবা, সুপ্রজননবিদ্যার জনকের পুরাে নাম কী ?
    উত্তর:-  গ্রেগর জোহান মেন্ডেল।
  • মেন্ডেল তত্ত্ব বা মেন্ডেলিজম (Mendelism) কাকে বলে ?
    উত্তর:- মেন্ডেল সর্বপ্রথম বংশগতির বৈশিষ্ট্যের সঞ্চারণ এবং তার প্রকাশের সুচিন্তিত ও সুস্পষ্ট ব্যাখ্যা দেন। তাঁর পরীক্ষার ফলাফল, বিশ্লেষণ ও সূত্রগুলিকে মেন্ডেল তত্ত্ব Mendelism বলে।
  •  মেন্ডেল তার বংশগতির পরীক্ষার জন্য মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন ?
    উত্তর:- সাত জোড়া।
  • কে সর্বপ্রথম ‘জেনেটিক্স (Genetics) কথাটি ব্যবহার করেন ?
    উত্তর:- > বেটসন (Bateson, 1906)।
  • জিনের অবস্থান কোথায়?
    উত্তর:- > ক্রোমোজোমে।
  • কে সর্বপ্রথম ‘জিন’ শব্দটি ব্যবহার করেন ?
    উত্তর:- বিজ্ঞানী উইলহেলম এল জোহানসেন (1900) ।
  • বংশগতির ধারক ও বাহক কাকে বলে ?
    উত্তর:- > জিনকে।
  •  জীবের মূল জেনেটিক পদার্থ কী ?
    উত্তর:-  জীবের মূল জেনেটিক পদার্থ হল DNA (ডিঅক্সি রাইবাে নিউক্লিক অ্যাসিড)।
  • মানুষের দেহকোশে অটোজোমের সংখ্যা কত ?
    উত্তর:- > 22 জোড়া বা 44 টি।
  •  মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ?
    উত্তর:- > ডাচ জীববিজ্ঞানী হুগাে দ্য ভ্রিস 1901 খ্রিস্টাব্দে ইনােথেরা ল্যামার্কিয়ানা (Oenothera lamarckiana) উদ্ভিদের মধ্যে আকস্মিক পরিবর্তন লক্ষ করে মিউটেশন তত্ত্বের প্রবর্তন করেন।
  • স্ত্রীলােককে হােমােগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন?
    উত্তর:-  স্ত্রীলােকের গ্যামেট সমপ্রকৃতিবিশিষ্ট অর্থাৎ XX হয়।
  • মানুষের দেহকোশে যৌন ক্রোমোজোমের সংখ্যা কত ?
    উত্তর:- > এক জোড়া বা 2টি।
  •  পুরুষ এবং স্ত্রীলােকের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোর কি কি?
    উত্তর:- > পুরুষের ক্ষেত্রে X এবং Y অর্থাৎ XY, স্ত্রীলােকের ক্ষেত্রে X এবং X অর্থাৎ XX।
  •  পুরুষ ও স্ত্রীদের X ক্রোমোজোম সংখ্যা কটি ?
    উত্তর:-  পুরুষের X ক্রোমােজোম সংখ্যা একটি, স্ত্রীদের দুটি।
  •  মানুষের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের ভূমিকা প্রধান ?
    উত্তর:- > Y ক্রোমোজোম।
  • হোলানড্রিক জিন কী ?
    উত্তর:- > যে-সমস্ত জিন কেবলমাত্র Y ক্রোমোজোমে অবস্থান করে, তাকে হােল্যাকি জিন বলে।
  • পুরুষের দেহে একটি বৈশিষ্ট্যের উল্লেখ করাে যা Y ক্রোমোজোম দ্বারা বাহিত হয়।
    উত্তর:- > পুরুষের কানের লতিতে চুল।
  • জিনােটাইপ কাকে বলে ?
    উত্তর:-  জীবের জিন সংযুক্তির মাধ্যমে যে-বৈশিষ্ট্যগুলি নির্ধারিত হয়, তাকে জিনােটাইপ বলে।
  • ফিনােটাইপ কাকে বলে ?
    উত্তর:- > জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে ফিনােটাইপ বলে?
  • ফিনােটাইপ এবং জিনােটাইপের মধ্যে সম্পর্ক কী ?
    উত্তর:-  ফিনােটাইপের কারণ হল জিনোটাইপ এবং জিনােটাইপের ফলাফল হল ফিনােটাইপ।
  • লােকাস কী ?
    উত্তর:-  ক্রোমোজোমের যে-নির্দিষ্ট অংশ বা বিন্দুতে জিন অবস্থান করে, তাকে লােকাস বলে।
  • অ্যালিল কী ?
    উত্তর:-  একই জিনের পৃথক পৃথক রূপগুলিকে অ্যালিল বলে।
  •  হােমােজাইগােট কাকে বলে?
    উত্তর:- দুটি সমবৈশিষ্ট্যসম্পন্ন গ্যামেটের মিলনের ফলে সৃষ্ট জাইগোটকে হােমােজাইগােট বলে।
  • হেটেরােজাইগােট কাকে বলে ?
    উত্তর:- দুটি বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন গ্যামেটের মিলনের ফলে সৃষ্ট জাইগোট হেটেরােজাইগােট বলে।
  •  এক জোড়া পরস্পর বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ণ ঘটানাের প্রতীকে কী বলে ?
    উত্তর:- একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস।
  • দু-জোড়া পরস্পর বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবের মধ্যে সংকরায়ণ ঘটানাের প্তিকে কী বলে?
    উত্তর:- > দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস।
  • হােমােজাইগাস কাকে বলে ?
    উত্তর:- হেমিজাইগাস থেকে উৎপন্ন জীবকে হােমােজাইগাস বলে।
  • হেটেরােজাইগােট থেকে উৎপন্ন জীবকে কী বলে ?
    উত্তর:- > হেটারো জাইগোট থেকে উৎপন্ন জীবের হেটেরো জাইগাস বলে।
  • মানবদেহে X ক্রোমোজোম বাহিত একটি রোগের নাম লেখাে।
    উত্তর:- হিমোফিলিয়া বা বর্ণান্ধতা।
  • মেন্ডেলের একসংকর জননের F2, জনুতে উৎপন্ন মটর গাছগুলির ফিনােটাইপিক অনুপাত কত?
    উত্তর:- > লম্বা মটর গাছ : বেঁটে মটর গাছ = 3 : 1।
  • মেন্ডেলের একসংকর জননের F2, জনুতে উৎপন্ন3 মটর গাছগুলির জিনােটাইপ অনুপাত কত?
    উত্তর:- > বিশুদ্ধ লম্বা মটর গাছ : সংকর লম্বা মটর গাছ : বিশুদ্ধ বেঁটে মটর গাছ 1 : 2 : 1 ||
  • জনিতৃ জনু বা P জনু কাকে বলে ?
    উত্তর:- > সংকরায়ণ পদ্ধতিতে অংশগ্রহণকারী চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবকে জনিতৃ জনু বা P জনু বলে।
  • প্রথম অপত্য জনু বা F জনু কাকে বলে ?
    উত্তর:-  সংকরায়ণ পদ্ধতিতে যোনিতে জীব থেকে সৃষ্ট অপত্য জীবের জনুকে প্রথম অপত্য জনু বা F জনু বলে।
  • দুটি সংকর লম্বা মটর উদ্ভিদের মধ্যে সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে শতকরা কত ভাগ সংকর লম্বা মটর উদ্ভিদ জন্মাবে ?
    উত্তর:- শতকরা পঞ্চাশ ভাগ (50%) সংকর লম্বা মটর উদ্ভিদ জন্মাবে।

এটিও পড়ুন – পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমুহ

  • DNA, জিন, ক্রোমোজোমের, অ্যালিল এর মধ্যে সঠিক উত্তর কোনটি?
    উত্তর:-  ক্রোমোজোম।
  •  বীজের আকৃতি, ফুলের বর্ণ, কাণ্ডের দৈর্ঘ্য, মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্য এর মধ্যে সঠিক উত্তর কোনটি?
    উত্তর:- > মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্য।
  • গােল বীজ, বেগুনি ফুল, লম্বাকাণ্ড, মটর গাছের প্রকট বৈশিষ্ট্য এর মধ্যে সঠিক উত্তর কোনটি?
    উত্তর:- > মটর গাছের প্রকটবৈশিষ্ট্য।
  • ডিলিশান, জিন মিউটেশন, ইনভারশন, ট্রান্সভারশন এর মধ্যে সঠিক উত্তর কোনটি?
    উত্তর:- জিন মিউটেশন।
  • কুঞ্চিত বীজ, সাদা ফুল, হলুদ ফল, মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এর মধ্যে সঠিক উত্তর কোনটি?
    উত্তর:- মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
  •  ইমাসকুলেশন, মেন্ডেলের মটর গাছের উপর পরীক্ষা, ইতর পরাগযোগ, ব্যাগিংএর মধ্যে সঠিক উত্তর কোনটি?
    উত্তর:- মেন্ডেলের মটর গাছের উপর পরীক্ষা।
  • মটর গাছের উভলিঙ্গতা, মটরগাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য, মটর ফুলের বড়া আকৃতির জননাঙ্গ, মেন্ডেলের সাফল্যলাভের কারণ এর মধ্যে সঠিক উত্তর কোনটি?
    উত্তর:- মেন্ডেলের সাফল্যলাভের কারণ।
  • কোঁকড়ানাে চুল, চোখের মণির রং, বংশগত বৈশিষ্ট্য, উচ্চতা এর মধ্যে সঠিক উত্তর কোনটি?
    উত্তর:-  বংশগত বৈশিষ্ট্য।
  • TDF ফ্যাক্টর, লিঙ্গ নির্ধারণ, SRY-জিন, Y-ক্রোমোজোম এর মধ্যে সঠিক উত্তর কোনটি?
    উত্তর:-  লিঙ্গ নির্ধারণ।
  • দ্বিতীয় অপত্য জনু বা F, জনু কাকে বলে ?
    উত্তর:-  সংকরায়ণ পদ্ধতিতে প্রথম অপত্য জনু বা F জনু থেকে সৃষ্ট অপত্য জীবের জনুকে দ্বিতীয় অপত্য জনু বা F, জনু বলে।
  • সংকরায়ণ পরীক্ষার ফলাফল কীসের সাহায্যে বা কীভাবে লেখা হয় ?
    উত্তর:- একটি বিশেষ চেকারবাের্ডের সাহায্যে লেখা হয়।
  • মেন্ডেলের গবেষণার ফলাফল কত খ্রিস্টাব্দে, কোথায় প্রকাশিত হয়েছিল ?
    উত্তর:-  1865 খ্রিস্টাব্দে, ব্রুনের ন্যাচারাল হিস্ট্রি সােসাইটির একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
  • মটর গাছের দীর্ঘাকার (লম্বা) এবং খর্বাকার (বেঁটে) বৈশিষ্ট্যগুলির মধ্যে কোটি প্রকট গুণ এবং কোটি প্রচ্ছন্ন গুণ?
    উত্তর:- > মটর গাছের দীর্ঘাকার (লম্বা) বৈশিষ্ট্যটি হল প্রকট গুণ এবং খর্বাকার (বেঁটে) বৈশিষ্ট্যটি হল প্রচ্ছন্ন গুণ।
  • মেন্ডেলের দ্বিসংকর জননের F, জনুতে ফিনােটাইপিক অনুপাত কত ছিল?
    উত্তর:- > হলুদ গায়ে : হলুদ কুর্তি : সবুজ গােল : সবুজ কুঞ্চিত = 9:3:3 :11
  • একটি বিশুদ্ধ লম্বা ও একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটালে F, জনুতে কীরকম মটর গাছ পাওয়া যাবে ?
    উত্তর:-  সমস্ত সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে।
  • মেন্ডেলের একসংকর জননের মাধ্যমে কোন্ সূত্রটি পাওয়া যায় ?
    উত্তর:- প্রথম সূত্র অর্থাৎ, পৃথকভবন সূত্রটি পাওয়া যায় ।
  • মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষার দ্বারা কোন সূত্রটি পাওয়া যায় ?
    উত্তর:-  দ্বিতীয় সূত্র অর্থাৎ, স্বাধীনবিন্যাস সূত্রটি পাওয়া যায়।
  • মিউটেশনের ফলে সৃষ্ট নতুন ফিনােটাইপকে বলা হয় ?
    উত্তর:- মিউট্যান্ট।
  • দ্বিসংকর জনন F, জনু থেকে কত ধরনের গ্যামেট তৈরি হয় ?
    উত্তর:-  চার ধরনের।
  • হেটেরােজাইগােট জীবে প্রকট জিনের প্রকট ফিনাে টাইপরূপে সম্পূর্ণভাবে প্রকাশ না পাওয়ার ঘটনাকে কী বলে ?
    উত্তর:- * অসম্পূর্ণ প্রকটতা।
  • জেনেটিক কোড কী ?
    উত্তর:-  জেনেটিক কোড হল DNA এবং RNA অণুর সুনির্দিষ্ট বিন্যাস।
  • একটি TT জিনােটাইপযুক্ত মটর উদ্ভিদের সঙ্গে অপর একটি Tt জিনােটাইপযুক্ত মটর উদ্ভিদের সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে প্রতিটি জিনােটাইপের শতকরা কত ভাগ করে পাওয়া যাবে?
    উত্তর:- > প্রতিটি জিনােটাইপের শতকরা 50 ভাগ (50%) করে পাওয়া যাবে |
  •  একটি Tt জিনােটাইপযুক্ত এবং একটি tt জিনােটাইপযুক্ত মটর উদ্ভিদের সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে শতকরা কতভাগ লম্বা প্রলক্ষণ যুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ?
    উত্তর:- শতকরা পঞ্চাশ ভাগ (50%) লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে।
  • Tt x TT-এই সংকরায়ণে শতকরা কতভাগ লম্বা উদ্ভিদ পাওয়া যাবে ?
    উত্তর:- শতকরা একশাে ভাগ (100%)।
  • বংশগতিতে ‘ক্রস (Cross) কথাটির অর্থ কী ?
    উত্তর:- > ক্রস’ কথাটির অর্থ হল যৌন জনন। একটি পুংগ্যামেট ও একটি স্ত্রীগ্যামেটের নিষিক্তকরণ বা মিলনই হল ক্রস।
  • অটোজোমাল জিন কাকে বলে ?
    উত্তর:- > যে-সমস্ত জিনগুলি অটোজোমের মাধ্যমে বংশপরম্পরায় বাহিত হয়, তাদের অটোজোমাল জিন বলে।
  •  পিতা তার পুত্রসন্তানকে কোন প্রকৃতির গ্যামেট প্রদান করেন ?
    উত্তর:-  পিতা তার পুত্রসন্তানকে 22A + Y প্রকৃতির গ্যামেট প্রদান করেন।
  •  মিউটন কী ?
    উত্তর:- মিউটেশনে সক্ষম, RNA-এর ক্ষুদ্রতম অংশটি হল মিউটন।

এটিও পড়ুন –  চাকুরী পরীক্ষার যে কোন ধরনের জিকে পড়তে এখানে ক্লিক করুন। 

ট্যাগঃ

বংশগতির প্রশ্ন, বংশগতি কি, বংশগতি মানে কি,বংশগতির একক, বংশগতির সংজ্ঞা, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, বংশগতি ও পরিবেশ, বংশগতির বৈশিষ্ট্য

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button