জি কেইতিহাসজানা অজানা

উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জিকে প্রশ্ন উত্তর, Top 1K+ Latest GK

উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে সধারন জ্ঞান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জিকে প্রশ্ন উত্তর , দিনাজপুরে জিকে প্রশ্ন উত্তর, লেটেস্ট ১০০০+ দিনাজপুরে জিকে প্রশ্ন উত্তর, Top 1K+ Latest GK, Top 1০০০০+ Latest GK Question and Answers

উত্তর দিনাজপুর

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা বিভাগের একটি জেলা উত্তর দিনাজপুর। এই জেলার জন্ম হয় ১৮ই চৈত্র ১৩৯৮ বঙ্গাব্দে (১৯৯২ সালের ১লা এপ্রিল), পুর্ব্বতন দিনাজপুর জেলাকে দুটি ভাগে বিভক্ত করে। এটি রায়গঞ্জ মহকুমা এবং ইসলামপুর মহকুমা নিয়ে গঠিত। এই জেলার জেলাসদর হল রায়গঞ্জ৷

উত্তর দিনাজপুরে জিকে প্রশ্ন উত্তর

উত্তর দিনাজপুর= 1992 সালে 1লা এপ্রিল পশ্চিম  দিনাজপুর জেলাকে দ্বিবিভত্ত করে দুটি জেলার সৃস্টি করা হয়। এর একটি জেলার নাম উত্তর- দিনাজপুর।

সীমানা– উত্তরে- দার্জিলিং,পশ্চিমে- বিহারে, দক্ষিণে-  মালদা ও দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব ও উত্তর-পূর্বে -বাংলাদেশে অবস্থিত।

আয়তন-3180 বর্গ কিমি.উত্তর দিনাজপুর জেলার চোপড়াব কাছে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম চওড়া অংশ,মাত্র 9কিমি.।

অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থান– 250 17’10” উত্তর অক্ষরেখা থেকে 260 35’15” উত্তর অংশরেখা এবং 870 48’37” পূর্ব দ্রাঘিমা থেকে 880 20’10” পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তত।

ভূমিরূপ – এই জেলার উত্তরাংশ তাল নামে পরিচিত এবং দক্ষিণ  অংশ বারেন্দ্রভূমি নামে পরিচিত।

নদ-নদী– মহানন্দা, এছাড়া কুলিক, সুই, সামার নদী উল্লেখযোগ্য।

জলবায়ু– উপ-ত্রান্তীয় জলবায়ু আঞ্চলে অবস্থিত, গ্রীষ্মকালে সর্বোচ্চ উষ্ণতা 370- 40 0 সেঃ এবং শীতকাল 150 সেঃ থাকে । বার্ষিক বৃষ্টিপাতে পরিমাণ 1971 মিলিমিটার।

স্বাভাবিক উদ্ভিদ– প্রধানত শাল গাছ দেখা যায়।

আরণ্যাঞ্চলঃ 0.19 শতাংশ।

ব্যাঙ্ক ও  সমবায়– ব্যাঙ্কের সংখ্যা -81,প্রথমিক কৃষি সমবায় সংস্থা- 194

জনসংখ্যা- মোট জনসংখ্যা – ৩০,০৭,১৩৪ জন (২০১১ আদম শুমারির তথ্য অনুযায়ী )।

জনসংখ্যার ঘনত্ব– প্রতিবর্গ কিমিতে -277

প্রশাসনিক বিভাগ -মহকুমা-2টি ,জেলাসদর-রায়গাঞ্জ, গ্রাম পঞ্চায়েত- 99টি, থানা -10টি, ব্লক- 9টি,

পুরসভা-3টি, বিধানসভার আসন -7টি, লোকসভার আসন-1টি।

শিক্ষা প্রতিষ্ঠান– প্রথমিক বিদ্যালয় প্রথমিক বিদ্যালয়-1,459 টি, মাধ্যামিক-63 টি উচ্চ- মাধ্যামিক 61টি ।

উৎসব– রাজবংশী সমাজের ক্ষণগান , নটুয়া গান , বোলভাই গান।

পর্যটন কেন্দ্র -উত্তর দিনাজপুরে সদর দপ্তর রায়গাঞ্জের কাছেই কুলিক নদী কুলিক অভয়ারণ্য অবস্থিত।

দক্ষিণ দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) ভারতের পশ্চিমবঙ্গের মালদা বিভাগের অন্তর্গত একটি জেলা।  ১ লা এপ্রিল ১৯৯২ সালে ( ১৮ই চৈত্র ১৩৯৮ বঙ্গাব্দে ) পশ্চিম দিনাজপুর জেলা দ্বিখণ্ডিত হয়ে ওই জেলার দক্ষিণাংশ নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা স্থাপিত হয়। এই জেলার জেলাসদর হল বালুরঘাট। বালুরঘাট এবং গঙ্গারামপুর এই দুই মহকুমা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত।

দক্ষিণ দিনাজপুর সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

দক্ষিণ দিনাজপুরের আয়তন -2,219 বর্গ কিমি.।

অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থান -25 0 10′ 55″ উত্তর অক্ষরেখা থেকে 25 0 37’30” উত্তর অক্ষরেখা এবং88 0 7’30” পূর্ব  দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তত।

দক্ষিণ দিনাজপুরের ভূমিরূপ-উত্তর সমভূমি আঞ্চলে আন্তর্গত।এখানে 30 মিটার উঁচু ঢ়িবি দেখা যায়।

দক্ষিণ দিনাজপুরের নদ-নদী-পুনর্ভবা, তপন ও আত্রেয়ী জেলার প্রঢাণ নদী।

দক্ষিণ দিনাজপুরের জলবায়ু– উপ-ক্রান্তীয় জালবায়ু আঞ্চলের আন্তর্গত। গ্রীষ্মকালে সর্বাধিক উষ্ণতা 37 0সেঃ ও সর্বনিম্ন উষ্ণতা16 0 সেঃএবং শীতকালে জানুয়ারী মাসে সর্বনিম্ন  উষ্ণতা হয় 8 0 সেঃ, মোট বার্ষিক  বৃষ্টিপাত 1600 মিমি.

দক্ষিণ দিনাজপুরের মৃত্তিকা-(1)পলি মাটি ও (2)ল্যাটেরাইট মাটি।

দক্ষিণ দিনাজপুরের স্বাভাবিক উদ্ভিদ – এই জেলায় 0.93 হাজার হেক্টর জমিতে অরণ্য আছে। সামাজিক বনসৃজনের মাধ্যমে জেলায় ইউক্যালিপ্‌টাস,বাবলা,শিশু,শিমুল,শিরীষ প্রভৃতি গাছ লাগানো হয়েছে।

দক্ষিণ দিনাজপুরের ব্যাঙ্ক ও সমবায়– ব্যাঙ্কের সংখ্যা-63, প্রাথমিক কৃষি  সমবায় সংস্থা- 122

দক্ষিণ দিনাজপুরের জনসংখ্যা– মোট জনসংখ্যা -15,02,647,

জনসংখ্যা ঘনত্ব-প্রতি বর্গ কিমিতে 677জন, সাক্ষরতার হার-53.19 শতাংশ।

দক্ষিণ দিনাজপুরের হাসপাতাল-4টি।

প্রশাসনিক বিভাগ-মহকুমা -2টি , গ্রাম পঞ্চায়েত-65 টি , পৌরসভা -2 টি, থানা-7টি , বিধানসভার আসন – 7 টি , লোকসভার আসন-1টি।

শিক্ষা প্রতিষ্ঠান– প্রথমিক বিদ্যালয়-1191টি ,মাধ্যামিক বিদ্যালয়-102টি ,উচ্চ- মাধ্যামিক -43টি।

পর্যটন- তপনদীঘি, কালোদীঘি, ধলাদীঘি এছাড়া ও অনেক বড়ো বড়ো দীঘি আছে।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button