পূজার দিন ও তারিখভ্রমণ

কলকাতায় কালী মন্দির সমূহ

কলকাতায় কালী মন্দির সমূহ নিয়ে এই পোষ্ট, আপনারা যারা কলকাতায় কালী মন্দির সমূহ খুঁজছেন তাদের জন্য এই পোষ্ট। নিম্নে কলকাতায় কালী মন্দির সমূহ এবং ঠিকানা আলোচনা করা হল। এটিও পড়ুন – ভারতের দর্শনীয় স্থান সমূহ কোন রাজ্যে কী কী

কলকাতায় কালী মন্দির সমূহ

কালীঘাটের কালী মন্দির
সতীর দক্ষিণ পদের চারটি অঙ্গুলী পশ্চিমবাংলার দক্ষিণ-পশ্চিম প্রান্তে আদি গঙ্গার তীরে এসে পড়েছিল। তপস্যারত সিদ্ধিযােগী আত্মারাম ব্রহ্মচারী ও ব্রহ্মানন্দ গিরি দেখতে পেয়েছিলেন দীপ্তিসম্পন্ন এক প্রস্তর- খােদিত দেবীর মুখ, জ্যোতির্ময় প্রস্তরীভূত পদাঙ্গুলি। দেবীর মুখমণ্ডল ও পদাঙ্গুলি তারা পূজা বেদি প্রতিষ্ঠা করেন। এই পুণ্যপীঠের নাম হয় কালীক্ষেত্র। আনুমানিক ১৮০৯ খ্রিস্টাব্দে সাবর্ণ -গােত্রীয় সত্তোষ রায়চৌধুরী তিরিশ হাজার টাকা ব্যয়ে নতুন মন্দির। তৈরি করিয়ে দেন।
দক্ষিণেশ্বর (ভবতারিণী)
১২৫৪ সালের মাঝামাঝি (ইং ১৮৪৭-এর ৬ সেপ্টেম্বর) কলকাতার ৮ কিমি উত্তরে দক্ষিণেশ্বর গ্রামে ৬০ বিঘা জমি প্রায় ৬০ হাজার টাকায় কিনেছিলেন রাণি রাসমণি।১২৬২ বঙ্গাব্দের ১৮ জ্যৈষ্ঠ (ইং ১৮৫৫-এর ৩১ মে) বৃহস্পতিবার স্নানযাত্রার পুণ্যলগ্নে তিনি জগজ্জননী কালিকার মূর্তি স্থাপন করেন। ১৭৫৭-৫৮ খ্রিস্টাব্দে এই মুন্দিরে পূজার কাজে ব্রতী হন যুগাবতার শ্রীরামকৃষ্ণ দেব।

আদ্যাপীঠ (আদ্যা মা)
রাণি রাসমণি- প্রতিষ্ঠিত ভবতারিণী মন্দিরের প্রায় ২ কিমি দূরত্বে দক্ষিণেশ্বর গ্রামে অবস্থিত আদ্যাপীঠ।

চিত্তেশ্বরী দুর্গা ও সর্বমঙ্গলা কালী (কাশীপুর)
কাশীপুর বিবিবাজারের সন্নিকটেই খগেন্দ্র চ্যাটার্জী রেড়ের উপর রয়েছে কাশীপুরের প্রাচীন শ্রীশ্রী চিত্তেশ্বরী দুর্গার মন্দির। দেবীর নাম অনুযায়ী সংলগ্ন অঞ্চলের নাম হয় চিৎপুর।
জমিদার জয় নারায়ণ মিত্র কৃপাময়ী কালী (বরাহনগর)
মন্দিরের ঠিকানা, ৩৯ নং, হরকুমার স্ট্যান্ড, বরানগর (পুরানা থানার পাশে), কুঠিঘাট, কলকাতা-৭০০ ০৩৬।
বামনদাস কালীবাড়ি
কাশীপুর উদ্যানবাটী থেকে মাত্র সাত-আট মিনিটের পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে বামনদাস মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত বিশাল কালী মন্দির। তিনি ১৮৯৪ খ্রীঃ কাশীপুরে ৩৫ বিঘা জমি কিনে ৮৫ নং কাশীপুর রােডে কালী মন্দির স্থাপন করেন।
এটিও পড়ুন – ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন দেবদেবীর মন্দির

সিদ্ধেশ্বরী কালী (কুঠিঘাট)
কুঠিঘাট বি কে মৈত্র রােডের উপর অবস্থিত প্রায় ৩ ० ০ বছরের পুরানাে সিদ্ধেশ্বরী কালীবাড়ি।
তারাশংকর  পীঠ বা পরেশ কালীবাড়ি (দক্ষিণ দ্বারে)
দত্ত বাগান মিল্ককলােনির এম-আকৃতির গেট থেকে এই মন্দিরের দূরত্ব হাঁটাপথে মিনিট দশ-বারাে। মন্দিরটি অবস্থিত বেলগাছিয়ার দক্ষিণদ্বারীর রেল কোয়ার্টার অঞ্চলে।
ব্রহ্মময়ী কালী মন্দির (প্রামানিক ঘাট রােড, কাশীপুর)
জয়মিত্র কৃপাময়ী কালীবাড়ি থেকে হাঁটা পথে মিনিট দশেক দূরত্বে, ২২৫ নং প্রামাণিক ঘাট রােডে প্রামাণিক কালীবাড়ি অবস্থিত। নবীন ভাস্করের দ্বিতীয় মূর্তিটি প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরে। নবীন ভাস্করের প্রথম মূর্তি উত্তর কলকাতার গোয়াবাগান শিব গুহ এর পৈতৃক মন্দিরে (১১ বৃন্দাবন বােস লেন, কলকাতা-৬) শ্রীশ্রীনিস্তারিণী কালী নামে প্রতিষ্ঠা করেন।
বাগবাজার ব্যোম কালিতলা
বাগবাজারের ২৩ নং চিৎপুর ব্রীজ অ্যাপ্রােচ রােডে অবস্থিত এই মন্দির।

জয়কালী (শ্যামবাজার পাঁচমাথার মোড়) শ্যামবাজার পাঁচমাথার মােড়ে আর জি কর রােডের উপর একটি চাদনিজাতীয় কালীমন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে শতাধিক বছরের প্রাচীন এক দক্ষিণা কালী বিগ্রহ।
সিদ্ধেশ্বরী কালী (কুমারটুলি) এই মন্দির এবং দেবীবিগ্রহ বহু প্রাচীন উত্তর কলকাতার কুমারটুলির কাছে ৫১২ নং রবীন্দ্র সরণিতে মন্দির অবস্থিত।
সিদ্ধেশ্বরী কালী (ঠনঠনিয়া) মন্দিরের ঠিকানা রাজেন্দ্র দেব রােড, কলকাতা-৭।
ফিরিঙ্গি কালী (ফিরিঙ্গি কালী) মন্দিরের ঠিকানা, ২৪৪ নং বিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা-১২।

পুঁটেকলী (শোভাবাজার অঞ্চল, সেন্ট্রাল অ্যাভিনিউ) মন্দিরের ঠিকানা ২৩/২, রাজা নবকৃষ্ণ স্ট্রিট, কলকাতা – ৫।
পূঁটেকালী (কালী-কৃষ্ণ ঠাকুর ষ্ট্রীট ) পােস্তার তারাসুন্দরী পার্কের উল্টোদিকে ২০নং কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট, কলকাতা-৭। ও

আনন্দময়ী বসা-কালী তলা (রামদুলাল সরকারী) ১৬০/২, রামদুলাল সরকার স্ট্রীট, কলকাতা-৬।
সিদ্ধেশ্বরী বামাকালী (বেহালা) দক্ষিণ শহরতলির বেহালা ট্রাম্পের কাছে অবস্থিত এই মন্দির। মন্দিরের ঠিকানা ৪৮৫ ডায়মন্ড হারবার রোড, কলকাতা-৩৪।
অষ্টাদশ ভূজা গুহ্যকালী (মূক্তরামবাবু স্ট্রিট) ১৪০ মুক্তারাম স্ট্রীট, কলকাতা-৩৪। অষ্টাদশ ভূজা গুহ্যকালী (মুক্তি রামবাবু স্ট্রিট)১৪০ মুক্তারামবাবু স্ট্রীট, কলকাতা-৭।
করুণাময়ী কালী (টালিগঞ্জ) মন্দিরের ঠিকানা, ৩২ মহাত্মা গান্ধী রোড (টালিগঞ্জ), কলকাতা-৮২।
চামেলীদেবীর কালী (মির্জা গালিব স্ত্রীট, নিউ মার্কেট ঠিক পিছনে কোরাবাগান লেনে (৮ কোরাবাগান লেন, কলকাতা-৮৭)। ঢাকুরিয়া কালীবাড়ি: ঢাকুরিয়া উড়ালপুলের ঠিক পাশে, বাসস্টপ থেকে মাত্র মিনিট পাঁচেকের হাঁটাপথে মন্দির অবস্থিত।
চাকা কোনাবাড়ি (প্রিন্স আনোয়ার শাহ রোড) ১৯৫৬-৫৯ সালে প্রতিষ্ঠিত।
সিদ্ধেশ্বরী কালী (টালিগঞ্জ) মন্দিরের ঠিকানা ৮৩৭ মহাত্মা গান্ধী রোড, কলকাতা-৪১।
গড়িয়া শ্মশানকালী আদি গড়িয়া মহাশ্মশান অবস্থিত শ্মশানকালী অতি প্রাচীন মন্দির।
লেক কালীবাড়ি:  ঠিকানা ১০৭/১, ড. মেঘনাদ সাহা সরণি, কলকাতা-২৯

এটিও পড়ুন – কান্তজীউ মন্দির এর জানা অজানা

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button