Newsস্বাস্থ্য

করোনা ভাইরাস রিপোর্ট চার্ট কোন দেশে – COVID-19 Coronavirus

করোনা ভাইরাস হল একই শ্রেণীভুক্ত ভাইরাস যারা স্তন্যপায়ী প্রাণী এবং পাখি আক্রান্ত করে। মানুষের মধ্যে করোনাভাইরাস শ্বাসনালী সংক্রমণ ঘটায়। এই সংক্রমণের লক্ষণ মৃদু হতে পারে, অনেকসময় যা সাধারণ ঠাণ্ডাজ্বরের ন্যায় মনে হয় (এছাড়া অন্য কিছুও হতে পারে, যেমন রাইনোভাইরাস), কিছু ক্ষেত্রে তা অন্যান্য মারাত্মক ভাইরাসের জন্য হয়ে থাকে, যেমন সার্স, মার্স এবং কোভিড-১৯। অন্যান্য প্রজাতিতে এই লক্ষণের তারতম্য দেখা যায়। যেমন মুরগির মধ্যে এটা উর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ ঘটায়, আবার গরু ও শূকরে এটি ডায়রিয়া সৃষ্টি করে। মানবদেহে সৃষ্ট করোনাভাইরাস সংক্রমণ এড়ানোর মত কোনো ভ্যাক্সিন বা অ্যান্টিভাইরাল ওষুধ আজও আবিষ্কৃত হয়নি। [এটি ও পড়ুন – করোনা ভাইরাস সম্পর্কে তথ্য – Corona Virus]  source: উইকিপিডিয়া  

করোনা ভাইরাস রিপোর্ট চার্ট কোন দেশে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য অনুযায়ী

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( World Health Organization) রিপোর্ট অনুযায়ী মোট আক্রান্ত, নতুন আক্রান্ত, মৃত্যুর সংখ্যা

[cov2019]

পরীক্ষা করুন শেষ সাম্প্রতিক উপডেট – Check Update

WHO এর হোয়াটসঅ্যাপ নাম্বার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( World Health Organization) তথা হু (WHO) একটি Whatsapp নাম্বার চালু করেছেন, যে কেউ 9013151515 ম্যাসেজ করলে তৎক্ষণাৎ উত্তর পাবেন। আপনারা 9013151515 এই নম্বর ফোনের কন্টাক্ট লিস্টে WHO এর নামে Save করুন।
এরপর Whatsapp এ গিয়ে Hi লিখে পাঠান। Automatically সমস্ত সঠিক তথ্য পেতে থাকবেন।

ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক

ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ( Ministry of Health and Family Welfare | GOI RSS ) এর হেল্প নাম্বার ও ইমেল –

  • Helpline Number Toll free: 1075 Or +91-11-23978046
  • Helpline Email ID : ncov2019@gov.in OR ncov2019@gmail.com
  • Central Helpline Number for corona-virus: +91-11-23978046

Helpline Numbers of States & Union Territories (UTs) – Download List

Check – World Health Organization Report List

Website – https://www.mohfw.gov.in

ওয়ার্ল্ডওমিটার রিপোর্ট অনুযায়ী

ওয়ার্ল্ডওমিটার (worldometers ) এর তথ্য অনুযায়ী পৃথিবীতে করোনা ভাইরাস মোট আক্রান্ত এর সংখ্যা। নিম্নে ভারতবর্ষ ও সারা বিশ্বে মোট আক্রান্ত, নতুন আক্রান্ত, মৃত্যুর সংখ্যা, মোট সুস্থ্য এর তালিকা নিম্নে দেওয়া হল –

[cov2019all]

ওয়ার্ল্ডওমিটার (worldometers ) এর তথ্য অনুযায়ী পৃথিবীতে করোনা ভাইরাস মোট আক্রান্ত, মোট মৃত্যুর সংখ্যা, মোট সুস্থ্য এর তালিকা নিম্নে দেওয়া হল –

সোর্স – worldometers.info

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button