কম্পিউটার শিক্ষার আসরcar techকম্পিউটার সফটওয়্যার

কম্পিউটার সাধারন সমস্যা এবং তাদের সমাধান

কম্পিউটার সাধারন সমস্যা এবং তাদের সমাধান: কম বেশি প্রায় সকলের বাড়ীতেই ল্যাপটপ কিংবা ডেস্কটপ রয়েছে। এগুলো চালাতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কম্পিউটার সাধারন সমস্যা এবং তাদের সমাধান দিতেই আজকের এই পোষ্ট। এর আগের পোষ্টে Excel এ ম্যাথের সুত্র প্রয়োগ Excel Math Low নিয়ে পোষ্ট করা হয়েছে , Excel সম্পর্কে জানতে চাইলে এই পোষ্টটি খুব কাজে আসবে।

কম্পিউটার সাধারন সমস্যা এবং তাদের সমাধান

  • মনিটর এর আলো যাওয়া আসা করা

মনিটর ক্যাবল, ডাটা ক্যাবল, RAM, ডিসপ্লে কার্ড, সি পি উ সংযোগ সহ সকল সংযোগ পরীক্ষা করুন। অনেক সময় হাল্কা সংযোগ এর কারনে এই সমস্যা হয়।

  • চলমান ৩ টা বিপ শব্দ

সমস্যা RAM সংযোগ এ। বিপ শব্দগুলো সাধারণত RAM এ তৈরি হয়।

  • তিনটা বিপ শব্দ (১ টা বড়, ২ টা ছোটো)

ডিসপ্লে কার্ড এর সংযোগ এ সমস্যা। এটা পরিষ্কার করুন।

  • কিছু সময় পর পর তিনটা বিপ শব্দ

সমস্যা BIOS অথবা RAM এ। (Basic Input Output System)(Random Access Memory)

  • চলমান ননস্টপ বিপ এর শব্দ

কীবোর্ড এর সমস্যা। কোন একটা কী অনেক সময় যাবত প্রেস করা আছে।

  • FDD LED চলমান ভাবে উজ্জ্বল হয়ে থাকা

ডাটা ক্যাবল টা ঠিক মত সংযোগ পেতে হবে (Twisted Cable)। ভেঙ্গে যায় এমন তার ব্যবহার করা ঠিক না।

  • স্ক্রীন এ কোন ডিসপ্লে না থাকা

হার্ড ডিস্ক ক্যাবল ভুলভাবে লাগানো হয়েছে। রেড মার্ক দেখে ভালভাবে লাগিয়ে নতুন করে কম্পিউটার অন করতে হবে।

  • পাওয়ার এল ই ডি বন্ধ হলে

* মেইন পাওয়ার কার্ড পরীক্ষা করুন

* S. M. P. S পরীক্ষা করুন

* মাদার বোর্ড এর সংযোগ পরীক্ষা করুন

* সি পি ইউ এবং মনিটর এর সুইচগুলো আবার পরীক্ষা করুন

কম্পিউটার সাধারন সমস্যা

এটিও পড়ুন – মাইক্রোসফট অ্যাক্সেস পরিচিতি ও ব্যবহার

  • CMOS ভুল দেখানো

মাদার বোর্ড এর ৩ ভোল্ট ব্যাটারি রিপ্লেস করুন। ম্যানুয়ালি আসল সেটিংস্‌ টা করুন। (refer-CMOS Setup Chart). আপনার সার্চ নাম টা লিখুন এবং সার্চ ফর্ম টা জমা দিন।

  • FDD ভুল অথবা ফ্লপি ড্রাইভ টা ঠিক মত কাজ করছে না

FDD এর পাওয়ার কর্ড, ডাটা ক্যাবলস পরীক্ষা করুন। CMOS টা সেট করুন এবং শেষবারের মত ড্রাইভ টা পরীক্ষা করুন

  • HDD error এবং হার্ড ডিস্ক failure

পাওয়ার কর্ড, HDD সংযোগ, ডাটা ক্যাবল পরীক্ষা করুন
CMOS এ হার্ড ডিস্ক প্যারামিটারস  এবং Auto detecting Partitions by Fdisk command পরীক্ষা করুন, তারপর set track 0 তে সেট করুন।

  • পাওয়ার সাপ্লাই এর সমস্যার কারনে মাদার বোর্ড হাং করলে

S.M.P.S পরীক্ষা করুন
RAM  ঠিক মত কাজ করছে না
সফটওয়্যার সমস্যা (নকল সফটওয়্যার ব্যবহার করার কারনে)
CPU ফ্যান ঠিক মত কাজ না করলে
CPU এর ভিতরে গরম বাতাস থাকা উচিত না

  • লাফানো স্ক্রীন

ডিসপ্লে কার্ড এর সংযোগ পরীক্ষা করুন
ভাইরাস এর সমস্যা
ভিডিও মেমোরি সমস্যা

  • স্ক্রীন নড়াচড়া করা

আরথিং সমস্যা
ম্যাগ্নেটিক ঢেউ আসা

  •  সিপিইউ ক্যাবিনেট শক

আরথিং পরীক্ষা করুন
মেইন পাওয়ার কর্ড টা পরীক্ষা করুন

  • নন-সিস্টেম ডিস্ক এরর

ফ্লপি ড্রাইভ এ অন্য কোন ডিস্ক থাকা (Non-bootable) অথবা হার্ড ডিস্ক এর জন্য CMOS এর প্যারামিটার ঠিকমত সেট করা না
হার্ড ডিস্ক এর পারটিশন নাও হতে পারে
হার্ড ডিস্ক মুছে ফেলা নাও যেতে পারে

  • Operating system খুজে না পাওয়া
    কিছু সিস্টেম ফাইল যেমন {command.com}- {User File IO.SYS & MS_ DOS.SYS}- Hidden files খুজে পাওয়া যায় না।এই তিনটি ফাইল সিস্টেম এর স্টার্ট এর জন্য দরকার হয়, যেটা SYS C: command অথবা ফরম্যাটিং টাইম   বাই ফরম্যাট c:/u/s ব্যবহার করে ট্রান্সফার করা যায়।
  •  কমান্ড ইন্টারপ্রেটর খুজে না পাওয়া

Command.com ফাইল টি ভাইরাস এ আক্রান্ত হইছে অথবা কেউ ডিলিট করে দিছে।

  • I/O ERROR দেখানো

CMOS এ হার্ড ডিস্ক ঠিকমত সেট করা নাও হতে পারে
ফরম্যাট এর জন্য যে operating system ব্যবহার করা হয় সেটা বৈধ নাও হতে পারে

  • DEVINE OVER-FLOW MESSAGE দেখানো

কিছু directories অথবা ফাইল অন্য কোন ফাইল এর সাথে ক্রাশ করা
CHKDSK/F অথবা SCANDISK কমান্ড ব্যবহার করুন সঠিক করার জন্য

  •  প্রসেসিং এর সময় হার্ড ডিস্ক এ গোলযোগ হওয়া

পাওয়ার সাপ্লাই ঠিকমত না থাকা
সংযোগ দুর্বল হয়ে গেছে কিনা পরীক্ষা করা
হার্ড ডিস্ক এর জন্য Y connectors ব্যবহার না করা
এটা খারাপ সেক্টর অথবা দুর্বল হার্ড ডিস্ক তৈরি করতে পারে

  • প্রসেসিং এর সময় হার্ড ডিস্ক হাং করলে

CHKDSK or SCANDISK Command দিয়ে Bad Sector পরীক্ষা করুন। যদি পান, তাহলে হার্ড ডিস্ক ফরম্যাট করুন এবং ঐ এরিয়ার পূর্বে পার্টিশন সেট করুন। (Bad Sector এর সাথে হার্ড ডিস্ক ব্যবহার করার জন্য এই পদ্ধতি) অথবা (Bad Sector যেন Standard Power Supply ব্যবহার করতে না পারে)

  • হার্ড ডিস্ক ডিটেকট করতে না পারা

পাওয়ার কানেক্টর পরীক্ষা করা
ডাটা ক্যাবল পরীক্ষা করা
জাম্পার পরীক্ষা করা

  • পার্টিশন না দেখানো

operating system এর যেখানে হার্ড ডিস্ক ফরম্যাট করা সেটা বর্তমান মাদার বোর্ড সাথে সাপোর্ট করে না। উদাহরন সরূপঃ Pentium এর সাথে যে হার্ড ডিস্ক ফরম্যাট করা হয়েছে, সেটার পার্টিশনগুলো 486 system এ লুকান থাকবে।

  • MMX/DLL ফাইল গুলো খুজে না পাওয়া

পাওয়ার ফেইলর অথবা ভাইরাস এর কারনে ফাইল গুলো corrupted হয়ে যেতে পারে। ফাইল গুলো অন্য কম্পিউটার থেকে আনতে হবে। অথবা Windows 98 operating system আবার ইন্সটল দিতে হবে। ( এই পদ্ধতিতে কম্পিউটার এ থাকা কোন ডাটা কে পরিবর্তন করবে না)

  • উইন্ডোজ রেজিস্ট্রি এরর

হটাৎ করে সিস্টেম এর অন/অফ এর কারনে এটা হয়। সর্বশেষ সমাধান হল operating system কে পুনরায় ইন্সটল করা।

  •  ডিসপ্লের  রঙ না মিললে

ডিসপ্লে কার্ড সঠিকভাবে তাদের CD র সাথে স্থাপন করা
স্ট্যান্ডার্ড সেটিংস্‌ ফর উইন্ডোজ  কে ৮০০*৬০০ তে সেট করা। এটা ভালভাবে চলতে সাহায্য করে

  • Unknown device found

ড্রাইভার ইউটিলিটি operating system এর সাথে দেওয়া না ও থাকতে পারে। ঐ device টির জন্য driver CD থেকে সফটওয়্যার install করতে হবে।

এটিও পড়ুন – ফটোশপ কীবোর্ড শর্টকাট কি ? Photoshop Shortcut

ট্যাগঃ কম্পিউটার সাধারন সমস্যা PDF, জেনে নিন কম্পিউটার সাধারন সমস্যা

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button