উচ্চ মাধ্যমিক সাজেশনপড়াশোনা

2022 উচ্চ মাধ্যমিক এডুকেশন সাজেশন সম্ভাব্য প্রশ্ন

উচ্চ মাধ্যমিক এডুকেশন সাজেশন

উচ্চ মাধ্যমিক এডুকেশন সাজেশন, 2022 উচ্চ মাধ্যমিক এডুকেশন সাজেশন, সম্ভাব্য প্রশ্ন 2022, উচ্চ মাধ্যমিক প্রশ্ন পত্র, এডুকেশন লাস্ট মিনিট সাজেশন।

উচ্চ মাধ্যমিক এডুকেশন সাজেশন

PART –B (Marks-40)

1.বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ                                                  1×24=24

  1. শিখন অনুশীলনের ওপর –
  2. নির্ভর করে b. নির্ভর করে না c. আংশিক নির্ভর করে d. এর কোনটিই নয়
  3. পরিভ্রমণ হল একটি-

a.অর্জিত প্রক্রিয়া b. আংশিক অর্জিত প্রক্রিয়া c. স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া d. মানসিক প্রক্রিয়া

iii. গ্রুপ ফ্যাক্টর তত্ত্বের প্রবক্তা হলেন-

a.স্ফিয়ারম্যান b.থর্নডাইক c.পিঁয়াজে d. থাস্টোন

  1. কোন শিক্ষা বিজ্ঞানী পরীক্ষার জন্য বিড়াল ব্যবহার করেছিলেন।

a.থর্নডাইক b. স্কিনার c. প্যাভলপ d. কোসনোগর্স্কি ।

  1. “Animal Intelligence” বইটি প্রকাশিত হয়-
  2. 1999 সালে b. 1899 সালে c. 1799 সালে d 2009 সালে
  3. প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের ওপর নাম কি-
  4. Operant Conditioning b. Bond Theory c. Clanical conditioning d. Mechanism Experiment

vii. “50-59” শ্রনিটির ঊর্দ্ধসীমা হল-

  1. 5 b. 59.5 c58.5 d. 50.5

viii.পরিসংখ্যা বহুভুজ আঁকার সময় লেখচিত্রে ‘X’- অক্ষে এবং ‘Y’ অক্ষে পরিবেশন করতে হয়-

a.মধ্যবিন্দু Vs পরিসংখ্যা b. নিম্নসীমা Vs পরিসংখ্যা c. উচ্চসীমা Vs পরিসংখ্যা d. গড় Vs পরিসংখ্যা

  1. পরিসংখ্যানে ‘Σ’ চিহ্নটি দ্বারা কি বোঝায়

a.বিয়োগফলকে b. যোগফলকে c.ভাগফলকে d. গুণফলকে

x.ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হল-

a.রাজ্য তালিকাভুক্ত b.কেন্দ্রীয় তালিকাভুক্ত c. যুগ্ম তালিকাভুক্ত d. কোনটিই নয়।

  1. ভারতীয় সংবিধানের কততম ধারায় তপসিলি জাতি, তপসিলি উপজাতি এবং দুর্বল শ্রেনির শিক্ষাগত ও আর্থিক সুযোগদানের কথা উল্লেখ করা হয়েছে-

a.30 নং b. 46 নং c. 45 নং d. 14 নং   

xii. রাধাকৃষ্ণান কমিশন নীচের কোন্‌টি গঠন করার সুপারিশ করে?

a.গ্রামীণ বিশ্ববিদ্যালয় b.বহুগঠন বিদ্যালয় c. সাধারণ বিদ্যালয় d. অগ্রবর্তী বিদ্যালয় (Pace Setting School)

xiii.Pre-University কোর্স শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন-

  1. রাধাকৃষ্ণান কমিশন মুদালিয়র কমিশন c. কোঠারি কমিশন d. জাতীয় শিক্ষানীতি

xiv. 10+2+3 শিক্ষাবর্ষের কাঠামোটির প্রস্তাব করে-

  1. রাধাকৃষ্ণান কমিশন b. কোঠারি কমিশন মুদালিয়র কমিশন d. জনার্দন রেড্ডি কমিশন
  2. স্বশাসিত মহাবিদ্যালয় (Autonomous College) স্বীকৃতির কথা কোন্‌ কমিশনে বলা হয়েছে?

a.জাতীয় শিক্ষানীতি 1986 b. জাতীয় শিক্ষানীতি 1968  c. কোঠারি কমিশন d. বিশ্ববিদ্যালয় কমিশন

xvi.ব্রেইল পদ্ধতিতে লেখার কলমটির নাম কী?

a.গ্লুকোমা b. স্টাইলাস c. ডেসিবল্‌ d. কোনটিই নয়।

xvii. “School Complex” গঠনের সুপারিশ করেছিল

  1. রাধাকৃষ্ণান কমিশন মিত্র কমিশন c. মুদালিয়র কমিশন d. কোঠারি কমিশন

xviii. “Our secondary education remains the weakert link our educational machinery and needs urgent referms “ –উক্তিটি করেছিলেন

a.ডঃ ডি এস কোঠারি b. ড. লক্ষনস্বামী মুদালিয়র c. ড. সর্বপল্লী রাধাকৃষ্ণান d. ড. মেঘনাথ সাহা.

xix.  রাধা কৃষ্ণান কমিশনের সুপারিশে বলা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের উন্নতিকল্পে বার্ষিক অতিরিক্ত বরাদ্দের পরিমাণ হবে –

a.10 কোটি টাকা b. 15 কোটি টাকা c. 20 কোটি টাকা d. 25 কোটি টাকা

  1. Inclusive education হল-

a.কেবলমাত্র অন্ধ শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা b. বিশেষ ধরনের শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা c. সব ধরনের শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা d. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা

xxi. “Each one teach one” কোন্‌ অন্দোলনের স্লোগান-

a.ভাষা আন্দোলন b. ন্যাশনাল লাকি মিশন c. ন্যাশনাশ ন্যাংগুয়েজ মিশন d. শিক্ষা আন্দোলন 

xxii. শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তা ছিল-

  1. Salamanca b. S.S.A c. Delor’s commission d.Sadler commission

xxiii. Technology in Education হল

a.ET1  b. ET2    c. ET3    d.    ET4   

xxiv. এক “Byte” কত “Bit” এর সমান

  1. 10 11 c. 8    d. 9
  2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষেপে উত্তর দাও (বিকপ্ল প্রশ্নগুলি লক্ষনীয়) 1×16=16
  3. CLASS কী ? অথবা Teaching Machine এর দুইটি সুবিধা লেখ?
  4. UNESCO র মতানু্যায়ী ICT এর একটি উদ্দেশ্য লেখ।

অথবা- “জ্ঞান মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোয় আনে” – উক্তিটি কার?

iii. ‘UNO’ এর সম্পূর্ণ নাম কী?

  1. শিক্ষার Stagnation বলতে কী বোঝ?

অথবা- বয়স্ক শিক্ষার দুটি সমস্যা লেখ?

  1. “National Literacy Mission” কবে গঠিত হয়?

অথবা- ওঠপনি পদ্ধতি কী?

  1. NAEP এর সম্পূর্ণ নাম কী?

অথবা- সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় কত সালে?

vii.  নবোদয় বিদ্যালয় কী?

অথবা- 1989 সালে জাতীয় শিক্ষানীতিটি কী নামে প্রকাশিত হয়?

viii. MLL এর সম্পূর্ণ নাম কী ?

অথবা- NCERT কত সালে স্থাপিত হয়?

  1. “Three Language Formula” (ত্রিভাষা সুত্র) –র কথা কোন কমিশন বলেছেন?
  2. সংবিধান 45 নং ধারায় কী বলা হয়েছে?

অথবা – ‘CRC’ কী?

  1. DPI এর পুরো কথাটি কী?

অথবা- সংখ্যালুঘুদের শিক্ষাসংক্রান্ত সমানাধিকারের বিষয়টি ভারতীয় সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে?

xii.লেখচিত্রের দুটি প্রয়োজনীয়তা লেখ?

অথবা- মধ্যমানের দুটি সুবিধা লেখ?

xiii. 9,7,7,8,11,13,11,10,7 রাশিমালার ভুষিকি কত?

xiv. থর্নডাইকের শিখনের একটি মুখ্য সুত্র লেখ?

অথবা- অপানুবর্তন কাকে বলে?

  1. Skinere Box কী

অথবা- সংযোজন তত্ত্বের প্রবক্তা কে?

xvi. “কেলাসিত বুদ্ধি” কথাটির প্রবক্তা কে?

অথবা- শিখন কী?

এখানে উচ্চ মাধ্যমিক সমস্ত প্রশ্ন পত্র।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button