Othersপঞ্চম শ্রেণীরপড়াশোনাবাংলা ব্যাকরণমাধ্যমিক সাজেশন

1000+ এক কথায় প্রকাশ অ থেকে ঔ পর্যন্ত

ই অক্ষর দিয়ে

» ইতিহাস রচনা করেন যিনি : ঐতিহাসিক
» ইরাবতে জাত : ঐরাবত
» ইহার তুল্য বা সদৃশ : ঈদৃশ
» ইচ্ছামত কাজ বা আচরণ যে করে : স্বেচ্ছাচারী
» ইচ্ছার অনুরূপ বা অধীন : ঐচ্ছিক
» ইন্দ্রকে জয় করেছে যে : ইন্দ্রজিৎ
» ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি : জিতেন্দ্রিয়
» ইষ্টকে অতিক্রম না করে : যথেষ্ট

ঈ  অক্ষর দিয়ে

» ঈশ্বরে যার বিশ্বাস আছে : আস্তিক
» ঈশ্বরে যার বিশ্বাস নেই : নাস্তিক
» ঈষৎ পীতবর্ণ : পীতাভ
» ঈষৎ রক্তবর্ণ : আরক্ত
» ঈষৎ আমিষ্য গন্ধবিশিষ্ট : আঁষেটে
» ঈষৎ রুগ্ন : রোগাটে

 উ অক্ষর দিয়ে

» উচিত নয় যা : অনুচিত
» উপকার স্বীকার করে না যে : অকৃতজ্ঞ
» উপকারীর অপকার করে যে : কৃতঘ্ন
» উদিত হয়নি যা : অনুদিত
» উদিত হচ্ছে এমন : উদীয়মান
» উপন্যাস রচয়িতা : ঔপন্যাসিক
» উপস্থিত আছে যা : বর্তমান
» উপস্থিত বুদ্ধি আছে যার : প্রত্যুৎপন্নমতি
» উভয় হাত যার সমান চলে : সব্যসাচী
» উড়ন্ত পাখির ঝাঁক : বলাকা
» উৎসবের নিমিত্ত নির্মিত গৃহ : মণ্ডপ
» উর্বর নয় যা : উষর
» উল্লেখ করা হয় না যা : উহ্য
» উল্লেখ নেই অথচ যার অস্তিত্ব স্বীকার করা হয় : ঊহ্য

ঊ অক্ষর দিয়ে

» ঊর্ণা নাভিতে যার : ঊর্ণনাভ
» ঊর্ধ্ব দিকে গতি যার : ঊর্ধ্বগতি
» ঊর্ধ্ব দিকে বিচরণ করে যে : ঊর্ধ্বচারী
» ঊর্ধ্ব বাহু যার : উদ্বাহু
» ঊর্ধ্ব থেকে নেমে আসা : অবতরণ

ঋ অক্ষর দিয়ে

» ঋণ গ্রহণ করে যে : অধমর্ণ
» ঋণ দেয় যে : উত্তমর্ণ
» ঋণ শোধে অসমর্থ যে : দেউলিয়া
» ঋণগ্রস্ত অবস্থা : ঋণিতা

এগুলিও পড়তে পারেন -

Previous page 1 2 3Next page

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button