ইতিহাস

ইতিহাস সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্নঃ আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোন্‌টি?

উত্তর: ঋবেদ।

প্রশ্নঃ শেষ জৈন তীর্থঙ্করের নাম কি?

উত্তর : মহাবীর।

প্রশ্নঃ আইহোল প্রশস্তি কে রচনা করেন?

উত্তর : রবিকীর্তি।

প্রশ্নঃ পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?

উত্তর : অপরাজিতবর্মন।

প্রশ্নঃ শিখদের প্রথম গুরুর নাম কি?

উত্তর : গুরু নানক।

প্রশ্নঃ রামচরিতমানস কে রচনা করেন?

উত্তর : তুলসীদাস।

প্রশ্নঃ কোন্ বৎসর তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হইয়াছিল ?

উত্তর: ১৭৬১ খ্রীঃ।

প্রশ্নঃ সলবাই-এর সন্ধি (১৭৮২) কাহাদের মধ্যে হইয়াছিল ?

উত্তর : ইংরেজ ও মারাঠাদের মধ্যে।

প্রশ্নঃ হিন্দু কলেজ কোন্ বৎসর প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮১৭ খ্রীঃ।

প্রশ্নঃ কোন্ গভর্নর-জেনারেল স্বত্ববিলোপ নীতি গ্রহণ করিয়াছিলেন?

উত্তর : লর্ড ডালহৌসী।

প্রশ্নঃ অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: সতীশচন্দ্র বসু।

প্রশ্নঃ সীমান্ত গান্ধী কাহাকে বলা হয়?

উত্তর : খান আব্দুল গফর খাঁ।

প্রশ্নঃ স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর হয়?

উত্তর : ১৯৫০ খ্রীষ্টাব্দের ২৬শে জানুয়ারী।

প্রশ্নঃ বৌদ্ধদেব প্রধান ধর্মগ্রন্থের নাম কি?

উত্তর : ত্রিপিটক।

প্রশ্নঃ এলাহাবাদ প্রশস্তি কে লিখেছিলেন?

উত্তর : হরিষেণ।

প্রশ্নঃ সাতবাহন বংশের শ্রেষ্ঠ নৃপতি কে?

উত্তর : গৌতমীপুত্র সাতকর্ণী।

প্রশ্নঃ দিন-ই-ইলাহী কে প্রবর্তন করেন?

উত্তর : আকবর।

প্রশ্নঃ শিখদের দশম গুরু কে?

উত্তর : গুরু গোবিন্দ সিংহ।

প্রশ্নঃ কাদের মধ্যে বেসিনের সন্ধি (১৮০২ খ্রী:) সম্পাদিত হয়েছিল?

উত্তর : পেশোয়া দ্বিতীয় বাজীরাও ও ইংরেজদের মধ্যে।

প্রশ্নঃ কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মৈত্রী প্রয়োগ করেছিলেন?

উত্তর : লর্ড ওয়েলেসলী।

প্রশ্নঃ আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: রাজা রামমোহন রায়।

প্রশ্নঃ কলিকাতা মেডিক্যাল কলেজ কোন বৎসর প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮৩৫ খ্রীঃ।

প্রশ্নঃ বিধবা বিবাহ আইন কোন বৎসর পাশ হয়?

উত্তর : ১৮৫৬ খ্রীঃ।
প্রশ্নঃ বর্তমান ভারত কার রচনা?

উত্তর : স্বামী বিবেকানন্দ৷

প্রশ্নঃ ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : সুভাষচন্দ্র বসু।

প্রশ্নঃ রাজ্যসভার সভাপতিত্ব কে করেন?

উত্তর : উপরাষ্ট্রপতি।

এগুলিও পড়তে পারেন -

Previous page 1 2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button