
সুন্দরী হয়ে থাকার টিপস, আজীবন সুন্দরী, আজীবন সুন্দরী হয়ে থাকার গোপন #1 টিপস – বিউটি টিপস, সুন্দরী হয়ে থাকার টিপস, রূপ যৌবন ধরে রাখার টিপস, আজীবন সুন্দরী হয়ে থাকার গোপন টিপস, ফ্রি বিউটি টিপস
প্রত্যকটি মেয়ে বা মহিলা চায় আজীবন সুন্দরী থাকতে। আজীবন যেন তার রূপ যৌবন থাকে। এজন্য অনেকে অনেক রকম টিপস অবলম্বন করে থাকেন। এই পোষ্টে সুন্দরী হয়ে থাকার একটি সহজ টিপস শেয়ার করছি- সপ্তাহে মাত্র একবার ব্যবহার করলেই কেল্লা ফতে। তবে চলুন দেখে নেওয়া যাক সেই টিপসটি। এটিও পড়ুন- শীতকালীন স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ টিপস
সুন্দরী হয়ে থাকার গোপন #1 বিউটি টিপস
এই ব্যস্ত জীবনে কার এত সময় আছে ত্বকের যত্নে ব্যয় করার? তবুও হাজার ব্যাস্ততার মাঝে আপনি যদি খুবই সহজলভ্য উপাদানে তৈরি এই ফেসমাস্কটি সপ্তাহে মাত্র একবার ব্যবহার করুন, আর তাতেই আপনার ত্বকের সমস্ত সমস্যা দূরীভূত হয়ে সৌন্দর্য থাকবে অটুট ও অফুরান্ত সুন্দর। ত্বকের বাড়তি তেল কমে যাবে, ব্রণ ও ব্ল্যাকহেডসের আর থাকবে না, কালো দাগছোপ আশা করি একিবারে মিলিয়ে যাবে, ত্বক হয়ে উঠবে কলম এবং মসৃণ। যেকোন রকমের ত্বকে বা যেকোন রকম বয়সের ত্বকেই কাজ করবে এই ফেসমাস্কটি। আর সময় লাগবে মাত্র ১০ মিনিট।
ফেসমাস্কটি বানাতে যা করতে হবে
এক। ১ চা চামচ বেকিং সোডা (বেকিং পাউডার নয়, সোডা। যে কোন সুপার শপে কিনতে পাবেন)
দুই। প্রথমে মুখ খুব ভালো ভাবে পরিষ্কার করে নিন।
তিন। এরপর সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করুন।
তিন। এই পেস্ট পরিষ্কার ত্বকে মাখুন। তারপর ১০ মিনিট অপেক্ষা করুন।
চার। ১০ মিনিট পর উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
চার। এরপর তেওয়ালে দিয়ে হালকা ভাবে মুখটি মুছে নিন।
-প্রত্যেক সপ্তাহে মাত্র একবার ব্যবহার করলেই আপনার ত্বক হয়ে উঠবে নরম (কোমল) ,উজ্জ্বল, সমস্যাবিহীন ও একেবারেই দাগছোপ মুক্ত।