মাধ্যমিকমাধ্যমিক সাজেশন

২০২১ মাধ্যমিক ইতিহাস মডেল প্রশ্নপত্র, সাজেশন

এই পোষ্টে মাধ্যমিক সাজেশন শেয়ার করা হল। আশা করি মাধ্যমিক ছাত্র ছাত্রিদের কাজে আসবে।

১.  সঠিক উত্তরটি নির্বাচন করোঃ

১.১ ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় _____খ্রিষ্টাব্দে।

  1. ১৬৯২ b) ১৭৯২ c) ১৮৯২       d) ১৯৯২

১.২ “মেয়েকে লেখা পিতার পত্র” – টির লেখক______।

  1. ইন্ডিরা গান্ধী b) রাজীব গান্ধী c) সোনিয়া গান্ধী d) গওহরলাল নেহরু

১.৩ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন_____।

  1. হরিষ চন্দ্র মুখার্জি b) মধুসুধন দত্ত c) দীনবন্ধু মিত্র d) উমেশচন্দ্র দত্ত

১.৪ ‘ব্রহ্মানন্দ’ উপাধিতে ভূষিত হন_____।

  1. দেবেন্দ্রনাথ b) কেশবচন্দ্র c) স্বারকানাথ d) রামমোহন

১.৫ মেয়েদের মধ্যে প্রথম এম. এ. পাশ করেন______।

  1. কাদন্বিনী বসু b) চন্দ্রমুখী বসু c) কমলা বসু d) জামকি বসু

১.৬ ওয়াহাবি কথার অর্থ_____।

  1. ইসলামের দেশ b) বিধর্মীদের দেশ c) নবজাগরন d) পুনরুজ্জীবন

১.৭ যে গ্রন্থে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা উল্লেখ আছে_____।

  1. আনন্দ মঠ b) দুর্গেশনন্দিনী c) কপালকুণ্ডলা d) দেবী চৌধুরানী

১.৮ সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলাট ছিলেন_____।

  1. ওয়েলেসলি b) ডালহৌসি c) ক্যানিং d) রিপন

১.৯ ভারতের সভা-সমিতির যুগ বলা হয়_____শতককে।

  1. সতেরো b) আঠারো c) উনিশ d) বিংশ

১.১০ সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়______ খ্রিষ্টাব্দে।

  1. ১৮৭৬ b) ১৮৮০ c)  ১৮৮৩ d)  ১৮৮৫

১.১১ যে কঙ্গালি পণ্ডিত প্রথম হিমালয়ের উচ্চতা মেপেছিল_____।

  1. রাধানাথ শিকদার b) তপন শিকদার c) ভূদেব মুখোপাধ্যায় D) জগদীশচন্দ্র বসু

১.১২ বেঙ্গল কেমিক্যাল- এর প্রতিষ্ঠাতা ছিলেন_____।

  1. জগদিশচন্দ্র বসু b) প্রফুল্লচন্দ্র রায় c) মেধনাথ সাহা d)  নীলরতন সরকার

১.১৩ ভারতের যে রাজনৈতিক দলকে ‘দ্বিজ’ বলা হয়____।

  1. কংগ্রেস b) ফরওয়ার্ড ব্লক c) সি. পি. আই d) মুসলিম লিগ

১.১৪ লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন_____।

  1. রবীন্দ্রনাথ ঠাকুর b) অরবিন্দ ঘোষ c) হরিশ চন্দ্র d)  নজরুল ইসলাম

১.১৫ ‘AITUC’ প্রতিষ্ঠিত হয়_____খ্রিষ্টাব্দে।

  1. ১৯১৮ b) ১৯২০ c) ১৯২২ d) ১৯২৪

১.১৬ অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন_____।

  1. সতীশ চন্দ্র বসু b) সতীশ চন্দ্র দত্ত c) সতীশ চন্দ্র রায় d)  সতীশ চন্দ্র সেনগুপ্ত

১.১৭ এ নেশন ইন মেকিং (A Nation In Making ) গ্রন্থের লেখক ছিলেন_____।

  1. সরোজিনী নাইডু b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় c) অ্যানি বেসান্ত d)  কল্পনা দত্ত

১.১৮ কলকাতার ‘রশিদ আলি দিবস’ পালিত হয়_____।

  1. ১১ ফেব্রয়ারি ১৯৪৬ b) ১২ ফেব্রয়ারি ১৯৪৬ c) ১৩ ফেব্রয়ারি ১৯৪৬ d)  ১৫ ফেব্রয়ারি ১৯৪৬

১.১৯ স্বাধীন ভারতের প্রথম ভাষা ভিত্তিক রাজ্যটি হল_____।

  1. পশ্চিম বঙ্গ b) বিহার c) অন্ধ্রপ্রদেশ d) যুক্তপ্রদেশ

১.২০ নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়______।

  1. ১৯৪৮ খ্রিঃ b) ১৯৫০ খ্রিঃ c) ১৯৫৫ খ্রিঃ d) ১৯৬০ খ্রিঃ

বাকি প্রশ্নগুলি পরবর্তী পোষ্টে শেয়ার করা হল।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button