জানা অজানাস্বাস্থ্য

বিভিন্ন সরকারী প্রকল্প ও তার বিবরণ

পশ্চিম বঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের নাম লক্ষ্য এবং উদেশ্য

সরকারী প্রকল্প (Project) হল একটি উদ্যোগ, যা পৃথকভাবে বা সহযোগিতামূলক ভাবে সম্পাদিত হয় এবং যাতে গবেষণা বা নকশা জড়িত থাকে, যা বিশেষ লক্ষ্য অর্জনের জন্য কোন দেশের সরকার বা প্রকল্প রুপায়ন দল দ্বারা পরিকল্পনা করা হয়, যার সঠিক লক্ষ্য / উদেশ্য থাকে তাকে প্রকল্প বলে।

এককথায় প্রকল্প হল- কোনো বিশেষ উদ্দেশ্যে সুপরিকল্পিত মূল্যায়নের মাধ্যমে যে কাজ সম্পাদন করা হয় তাকে প্রকল্প বলে।

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য

যেমন কন্যাশ্রী প্রকল্পের মুখ্য‌ উদ্দেশ্য‌ হল বাল্য বিবাহ রোধ করা ও পড়াশোনায় পিছিয়ে পড়া মেয়েদের আর্থিক সাহায্য করা। ১৩-১৮ বছর বয়স পর্যন্ত বার্ষিক ১,০০০ টাকা এবং ১৮ বছর বয়সের পর এককালীন ২৫,০০০ টাকা দেওয়া।

যেমন ভারত সরকারের বয়ঃশ্রেষ্ঠ সম্মান প্রকল্প মুখ্য‌ উদ্দেশ্য‌ হল- আশ্রয়, খাদ্য‌, চিকিৎসা, বিনোদনের মতো সাধারণ চাহিদাগুলি মিটিয়ে প্রবীণদের জীবনযাপনের গুণগত মানের উন্নয়ন ঘটানো। বার্ধক্যগ্রস্তকেও উৎপাদনশীল ও সক্রিয় রাখার লক্ষ্য‌ে সরকার/এনজিও/পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান/স্থানীয় প্রশাসন এবং বৃহত্তর অর্থে সমগ্র গোষ্ঠীর ক্ষমতা বাড়ানোয় মদত দেওয়া।

বিভিন্ন সরকারী প্রকল্প ও তার বিবরণ

সরকারী প্রকল্প এর নাম সরকারী প্রকল্প রুপায়নের বছর লক্ষ্য এবং উদেশ্য (প্রকল্পের বিবরণ)
মাতৃযান ২০১১ গর্ভবর্তী মায়েদের হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান হল এই প্রকল্পের উদেশ্য।
কন্যাশ্রী ২০১৩ বাল্য বিবাহ রোধ করা ও পিছিয়ে পড়া মেয়েদের পড়াশোনায় আর্থিক সাহায্য করা। ১৩-১৮ বছর বয়স পর্যন্ত বার্ষিক ১,০০০ টাকা ও ১৮ বছর বয়সের পর এককালীন ২৫,০০০ টাকা দেওয়া এই প্রকল্পের উদেশ্য।
যুবশ্রী ২০১৩ রাজ্যের শ্রম দফতরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্তদের মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হল এই প্রকল্পের উদেশ্য।
মধুর স্নেহ ২০১৩ মিউম্যান মিস্ড ব্যাঙ্ক।
শিশুসাথী ২০১৩ দরিদ্র পরিবারের ১২ বছরের কমবয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা।
শিক্ষাশ্রী ২০১৪ ৫ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য বেকার ছেলে-মেয়েদের স্বনির্ভরতার জন্য বাণিজ্যিক দেওয়া।
গতিধারা ২০১৪ বেকার ছেলে- মেয়েদের স্বনির্ভরতার জন্য বানিজ্যিক গাড়ি কিনতে ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য।
ঐক্যশ্রী ২০১৪ সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া।
কর্মতীর্থ ২০১৪ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি করা।

 

সামাজিক সুরক্ষা যোজনা ২০১৪ দুর্ঘটনায় দরিদ্র পরিবারের কেউ মারা গেলে সেই পরিবারকে ২ লাখ টাকা ও কেউ আহত হলে ১ লাখ টাকা দেওয়া।
সুফল বাংলা ২০১৪ চাষীদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য কিনে তা উপযুক্ত দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করা।
সবুজ সাথী ২০১৫ নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার জন্য সাইকেল দেওয়া।
মুক্তির আলো ২০১৫ আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের, নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনির্ভর করে তোলা।
খাদ্যসাথী ২০১৬ দরিদ্র পরিবারের মাথাপিছু সবাইকে ২ টাকা কেজি দরে চাল ও গম দেওয়া।
সবুজশ্রী ২০১৬ এই প্রকল্পে প্রতিটি শিশুকে জন্মের পরেই একটি মূল্যবান চারা গাছ দেওয়া।
সমব্যথী ২০১৬ দরিদ্রদের পরিজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় ২,০০০ টাকা দেওয়া।
স্বাস্থ্য সাথী ২০১৬ পরিবারের মহিলাদের প্রধান করে পরিবারটিকে স্বাস্থ্যবিমা দেওয়া।
উৎকর্ষ বাংলা ২০১৬ শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া।
সেফ ড্রাইভ সেফ লাইফ ২০১৬ পথ দুর্ঘটনা আটকানোর জন্য সচেতনতা প্রচার।
রূপশ্রী ২০১৮ ১৮ বছর হলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫
মানবিক পেনশন ২০১৮ প্রতিবন্ধীদের প্রতি মাসে ১
কৃষক বন্ধু ২০১৯ কৃষকদের আর্থিক অনুদান ও ২ লাখ টাকার জীবনবিমা।
জাগো প্রকল্প ২০১৯ স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫০০০ টাকা দেওয়া।
কর্মসাথী ২০২০ বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে আর্থিক ঋণ দেওয়া।
পথশ্রী অভিযান ২০২১ পুরানো সড়কের মেরামত করা।
দুয়ারে সরকার ২০২০ রাজ্য সরকারের সব প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
স্নেহালয় ২০২০ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের ঘর তৈরির জন্য ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া।
স্নেহের পরশ ২০২০ পরিযায়ী শ্রমিকদের জন্য ১,০০০ টাকা দেওয়া।
বন্ধু প্রকল্প ২০২০ ৬০ বছরের বেশি বয়সের তপশিলি জাতির মানুষদের প্রতি মাসে ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া।
বাংলাশ্রী ২০২০ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দেওয়া।
চা সুন্দরী ২০২০ চা-বাগানের গৃহহীন শ্রমিকদের ঘর দেওয়া।
হাসির আলো ২০২০ গ্রামীণ ও শহরাঞ্চলের খুব গরিব যারা ত্রৈমাসিক ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড ২০২১ পড়াশোনার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া।
লক্ষ্মীর ভাণ্ডার ২০২১ মহিলাদের মাসে ৫০০/১,০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া।
মা প্রকল্প ২০২১ দরিদ্রদের জন্য ৫ টাকায় ডিম-ভাত দেওয়া।
নিজ গৃহ নিজ ভূমি ভূমিহীনদের স্থায়ী আশ্রয় ও আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার মান উন্নয়ন ।
সবলা কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বাড়ানো।
গীতাঞ্জলী প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা।

এটিও পড়ুন –সবজি সংরক্ষণ করার পদ্ধতি

ট্যাগঃ # বিভিন্ন সরকারী প্রকল্প ও তার বিবরণ, # জেনে নিন বিভিন্ন সরকারী প্রকল্প ও তার বিবরণ, # পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সরকারী প্রকল্প ও তার বিবরণ

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button