পূজার দিন ও তারিখউৎসব

1427 শুভ বিবাহ নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

1427 শুভ বিবাহ নির্ঘণ্ট ও ক্যালেন্ডার, 2021 শুভ বিবাহ নির্ঘণ্ট ও ক্যালেন্ডার, ২০২১-২০২২ শুভ বিবাহ নির্ঘণ্ট ও ক্যালেন্ডার, শুভ বিবাহের দিন ও তারিখ, শুভ বিবাহ দিন ও তারিখ 

বিবাহ হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন দেশে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণ ভাবে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে। কিছু সংস্কৃতিতে, যে কোন প্রকারের যৌন কর্মকাণ্ডে প্রবৃত্ত হওয়ার পূর্বে বিবাহ সম্পন্ন করাকে বাধ্যতামূলক হিসেবে পরামর্শ দেওয়া হওয়া অথবা বিবেচনা করা হয়। বিশদ বিবৃত সংজ্ঞার ভাষায় বলতে গেলে, বিবাহ হল একটি বৈশ্বিক সার্বজনীন সংস্কৃতি। বিবাহ সাধারণত কোন রাষ্ট্র, কোন সংস্থা, কোন ধর্মীয় কর্তৃপক্ষ, কোন আদিবাসী গোষ্ঠী, কোন স্থানীয় সম্প্রদায় অথবা দলগত ব্যক্তিবর্গের দ্বারা স্বীকৃত হতে পারে। একে প্রায়শই একটি চুক্তি হিসেবে দেখা হয়। সাধারণত আনুষ্ঠানিকভাবে ধর্মীয় অথবা ধর্মনিরপেক্ষ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন করা হয়।

বৈবাহিক কার্যক্রম সাধারণত দম্পতির মাঝে সমাজ-স্বীকৃত বা আইনগত দায়িত্ববোধ তৈরি করে, এবং এর মাধ্যমে তারা বৈধভাবে স্বেচ্ছায় সন্তানসন্তানাদির জন্ম দিতে পারে। বিশ্বের কিছু স্থানে, পরিবার-পরিকল্পিত বিবাহ, শিশু বিবাহ, বহুবিবাহ এবং জোরপূর্বক বিবাহ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে পালিত হয়। বলা বাহুল্য, আন্তর্জাতিক আইন ও নারী অধিকার বিষয়ক উদ্যোগের কারণে বিশ্বের বিভিন্ন স্থানে উল্লেখিত বিবাহরীতিগুলো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনগত স্বীকৃতির ক্ষেত্রে, অধিকাংশ সার্বভৌম রাষ্ট্র ও অন্যান্য বিচারব্যবস্থা বিবাহকে দু’জন বিপরীত লিঙ্গের মানুষের মধ্যে সীমিত করে এবং এদের মধ্যে হাতে গোনা কিছু রাষ্ট্র বহুবিবাহ, শিশুবিবাহ এবং জোরপূর্বক বিবাহকে স্বীকৃতি দেয়। বিগত বিংশ শতাব্দীতে এসে, ক্রমবর্ধমানভাবে বহুসংখ্যক রাষ্ট্র এবং অন্যান্য বিচারব্যবস্থা আন্তঃরাষ্ট্রীয় বিবাহ, আন্তঃধর্মীয় বিবাহ এবং অতি সাম্প্রতিকভাবে সমলিঙ্গীয় বিবাহের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে এদেরকে আইনগত স্বীকৃতি নিয়েছে। কিছু সংস্কৃতি তালাকের মাধ্যমে বিবাহবিচ্ছেদের অনুমতি দেয় এবং কিছু স্থানে রাষ্ট্রের আইনগত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শিশুবিবাহ এবং বহুবিবাহ সংঘটিত হয়ে থাকে। বিবাহের মাধ্যমে পরিবারের সূত্রপাত হয়। এছাড়া বিবাহের মাধ্যমে বংশবিস্তার ও উত্তরাধিকারের সুযোগ সৃষ্টি হয়। বিবাহের মাধ্যমে পরস্পর সম্পর্কিত পুরুষকে স্বামী (পতি) এবং নারীকে স্ত্রী (পত্নী) হিসাবে চিহ্নিত করা হয়। স্বামী ও স্ত্রীর যুক্ত জীবনকে “দাম্পত্য জীবন” হিসাবে অভিহিত করা হয়। বিভিন্ন ধর্মে বিবাহের বিভিন্ন রীতি প্রচলিত। একইভাবে বিভিন্ন সমাজে বিভিন্ন প্রথায় বিবাহ অনুষ্ঠিত হয়ে থাকে। বিবাহ মূলত একটি ধর্মীয় রীতি হলেও আধুনিক সভ্যতায় এটি একটি আইনি প্রথাও বটে। বিবাহবহির্ভুত যৌনসঙ্গম অবৈধ বলে স্বীকৃত এবং ব্যাভিচার হিসাবে অভিহিত একটি পাপ ও অপরাধ। সোর্স- উইকিপিডিয়া

এটিও পড়ুন – 2020 দুর্গাপূজা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার, দুর্গা পুজার সময় সুচি

1427 শুভ বিবাহ নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

Month Date
Baisakh (বৈশাখ) 4, 20, 21, 22, 25
Jaistho (জ্যৈষ্ঠ) 3, 4, 16, 17, 30, 31
Aashar (আষাঢ়) 1, 10, 15, 17, 27
Shraban (শ্রাবন) 10, 11 13, 22, 25, 28
Bhadra (ভাদ্র) No Date
Aashin (আশ্বিন) No Date
Kartik (কার্ত্তিক) No Marriage Date
Agrahan (অগ্রায়ান) 8, 9, 14, 14, 24
Poush (পৌষ) No Marriage Date
Maagh (মাঘ) 1, 4, 5, 18, 19, 20, 21
Phalgun (ফাল্গুন) 1, 2, 3, 8, 13, 15, 16, 20, 23, 28
Chaitra (চৈত্র) No Marriage Date

1427 অতিরিক্ত শুভ বিবাহ তারিখ

 বিবাহের মাস  তারিখ
ভাদ্র 4, 5, 6, 7, 13, 18, 23
আশ্বিন  No Marriage Date [মলমাসের জন্য বিবাহ নিষিদ্ধ]
কার্ত্তিক  7, 8, 16, 23, 25, 29,

গাত্র হরিদ্রা নির্ঘণ্ট ও ক্যালেন্ডার (গায়ে হলুদ)

Month Date
Baisakh (বৈশাখ) 2,4,7, 10, 13, 14, 21, 25, 30
Jaistho (জ্যৈষ্ঠ) 1, 4, 6, 10, 15, 18, 22, 24, 27
Aashar (আষাঢ়) 2, 17, 27, 28
Shraban (শ্রাবন) 1, 10, 11, 13, 14, 15, 18, 20, 28, 29
Bhadra (ভাদ্র) No Date
Aashin (আশ্বিন) No Date
Kartik (কার্ত্তিক) No Marriage Date
Agrahan (অগ্রায়ান) 4, 9, 10, 11, 14, 16, 21, 24
Poush (পৌষ) No Marriage Date
Maagh (মাঘ) 4, 6, 7, 10, 11, 20, 21
Phalgun (ফাল্গুন) 9, 16, 20, 26
Chaitra (চৈত্র) No Marriage Date

অতিরিক্ত গাত্র হরিদ্রা ( গায়ে হলুদ)

মাস তারিখ
ভাদ্র 4,6,7,11,13,14,18,23,24
কার্ত্তিক 1, 2, 5, 6, 8, 9, 12, 26, 27

1427 শুভ বিবাহ নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

বিশেষ দ্রষ্টব্যঃ 

বিবাহ বা রেজিস্ট্রেশনের  পূর্বেই পাত্র এবং পাত্রীর উভয়ের আগামী দিনগুলিতে সুখে- শান্তিতে থাকার জন্য যেমন- কোষ্ঠীবিচার প্রয়োজন তার সঙ্গে অবশ্যই এইচ আই ভি (HIV) বা এডস এবং থ্যালাসেমিয়ার ধারক অথবা বাহক তা পরীক্ষা করা একান্ত জুরুরী। বিবাহের বা রেজিস্ট্রেশনের পূর্বে এই সতর্কতা অবলম্বন করলে পাত্র পাত্রীর আগামী দিন শুভ ও মঙ্গলময় হবে।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button