জানা অজানাজি কে

সাম্প্রতিক ঘটে যাওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর । World GK Question & Answers

World GK Question & Answers

সাম্প্রতিক ঘটে যাওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর , সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সারা বিশ্ব । World GK Question & Answers | 500+ সাম্প্রতিক ঘটে যাওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সারা বিশ্ব । World GK Question & Answers With PDF | জেনে নিন সাম্প্রতিক ঘটে যাওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর , letest সাম্প্রতিক ঘটে যাওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর । Latest World GK Question & Answers . সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সারা বিশ্ব

সাম্প্রতিক ঘটে যাওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর

প্রশ্ন- অ্যাবসোলিউট জিরো মানে কী?

উঃ- মহাকাশে যাবার জন্য যাকে নির্বাচিত করা হয়।

প্রশ্ন- নদী থেকে সমুদ্রে সাঁতার কাটা সোজা কেন?

উঃ সমুদ্রের জলের ঘনত্ব বেশী থাকার জন্য।

প্রশ্ন-– ভানু সিংহ কার ছদ্ম নাম?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন-– অনিলা দেবী কার ছদ্ম নাম?

উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।

প্রশ্ন- কালকূট কার ছদ্ম নাম?

উঃ সমরেশ বসু।

প্রশ্ন-– মৌমাছি কার ছদ্মনাম?

উঃ বিমল ঘোষ।

প্রশ্ন-– পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ কে ছিলেন ১৯৮৬ সাল পর্যন্ত?

উঃ- সিগেচিও ইডুমি ( ১৮৬৫-১৯৮৬)।

প্রশ্ন--বিশ্ব উদ্বাস্তু দিবস কবে?

উঃ ২০ শে জুন।

প্রশ্ন-– মানুষ নিজেই নিজের উচ্চতা মাপার সহজ উপায় কী?

উঃ একজন মানুষ দুহাত ছড়িয়ে দাঁড়ালে যা দৈর্ঘ্য হবে সেটা সেই মানুটির উচ্চতার সমান।

প্রশ্ন- এভারেষ্ট চূড়ায় কারা বিয়ে করেছিলেন?

উঃ পম্বা দোরজি শেরপা ও মনি মূলেপাটি, ২০০৫ সালের ৩০ মে।

প্রশ্ন-– TELO-এর পুরো কথা কী?

উঃ টাটা ইঞ্জিনিয়ারিং এণ্ড লোকোমোটিভ।

প্রশ্ন- কলকাতায় এখনকার OXFORD MISSION অতীতে কী ছিল?

উঃ- কলু বাড়ি, হাড়ীপাড়া।

প্রশ্ন- লোকমাতা রানি রাসমণির জন্ম হয় কবে?

উঃ- ২৪ শে সেপ্টেম্বর, ১৭৯৩ খ্রিঃ (১১আশ্বিন, ১২০০ বঙ্গাব্দ)।

প্রশ্ন--রানি রাসমণির জন্ম কোথায় হয়?

উঃ-২৪ পরগণার হালিশহরের লাগোয়া গ্রাম কোনা।

প্রশ্ন-– ইস্পাত ও হীরকের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক?

উঃ হীরক।

প্রশ্ন- পদাবলী শব্দটিকে কে কোন গ্রন্থে প্রথম ব্যবহার করেন?

উত্তর – কবি জয়দেব, ‘গীতগোবিন্দ’ গ্রন্থে।

প্রশ্ন-– কোলেস্টেরল কথাটি কোথা থেকে এসেছে?

উঃ গ্রিক শব্দ CHOLE যার অর্থ পিত্ত এবং STEREOS যার অর্থ কঠিন বস্তু থেকে।

প্রশ্ন-– টেলিফোন যন্ত্রে হ্যালো শব্দটি প্রথম কে বলেন?

উঃ -টমাস আলভা এডিসন।

প্রশ্ন-– কে, কোন গ্রন্থে প্রথম বাংলা চলিত ভাষা ব্যবহার করেছিলেন?

উঃ- উইলিয়াম কেরি (কথোপকথন গ্রন্থে)।

প্রশ্ন-– পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সম্মানজনক নোবেল পুরস্কার কী কী বিষয়ের উপর দেওয়া হয়?

উঃ- ছয়টি বিষয়ের উপর দেওয়া হয়, ১) পদার্থবিদ্যা, ২) রসায়নবিদ্যা, ৩) সাহিত্য, ৪) শরীরবিদ্যা, ৫) শান্তি ও ৬) অর্থনীতি।

প্রশ্ন- পদ্মভূষণ পুরস্কার কেন দেওয়া হয়?

উঃ যে কোন বিষয়ে অসাধারণ কৃতিত্বের জন্য দেওয়া হয়।

প্রশ্ন- পদ্মশ্রী কেন দেওয়া হয়?

উঃ যে কোন বিষয়ে স্বতন্ত্র অবদানের জন্য।

প্রশ্ন-– পাবলিক সেকটর (Public Sector) মানে কী?

উঃ কর্তৃক অধিগৃহীত কোন বিকল্প। রাষ্ট্রের উদ্যোগে চালিত রাষ্ট্র

প্রশ্ন-– কৃত্রিম উপায়ে প্রথম জিন তৈরি করা হয় কবে?

উঃ ১৯৭০সালে।

প্রশ্ন- কোন দেশে ২১ শে মার্চ নববর্ষ পালিত হয়?

উঃ ইরানে।

প্রশ্ন-– রবীন্দ্র পুরস্কারের নগদ মূল্য কত?

উঃ ১৫০০০ টাকা।

প্রশ্ন-– বিখ্যাত দেশাত্মবোধক সঙ্গীত “বন্দেমাতরম” ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে কবে প্রথম গাওয়া হয়?

উঃ ১৮৯৬ সালে।

প্রশ্ন-– লিপ ইয়ার ছাড়া বছরগুলোতে কোন তারিখ বছরের ঠিক মাঝখানে আসে?

উঃ- ২রা জুলাই।

প্রশ্ন-– ভারতে প্রথম প্যাসেঞ্জার ট্রেন কবে চালু হয়?

উঃ ১৫ই আগষ্ট, ১৮৫৪।

প্রশ্ন- চোখের জলে কী জাতীয় লবন থাকে?

উঃ সোডিয়াম ক্লোরাইড ও সোডিয়াম কার্বোনেট।

প্রশ্ন-– সমুদ্র জলে কত প্রকার লবন পাওয়া যায়?

উঃ ৪৭ প্রকার।

প্রশ্ন-– আর্য শব্দের অর্থ কী?

উঃ বিশ্বস্ত জন।

প্রশ্ন- পৃথিবীতে প্রথম অভিধান রচনা করেন কে?

উঃ স্যামুয়েল জনসন।

প্রশ্ন-– কাঠপেন্সিলের শিস কি দিয়ে তৈরী হয়?

উঃ গ্রাফাইট।

প্রশ্ন- পাতাল রেল প্রথম কোন দেশে চালু হয়?

উঃ লণ্ডনে।

প্রশ্ন-– জার্মান ভাষায় পেট্রোলকে কী বলে?

উঃ বেনজিন।

প্রশ্ন- সিংহ কোন দেশের জাতীয় প্রতীক?

উঃ বুলগেরিয়া।

প্রশ্ন-– এশিয়ার সবচেয়ে ধনী মহিলা কে?

উঃ ভারতীয় রীতা শর্মা।

প্রশ্ন-– পশ্চিমবঙ্গের জাতীয় সরোবর কোনটি?

উঃ কলকাতার রবীন্দ্র সরোবর।

প্রশ্ন-– PVC ‘র পুরো নামকী?

উঃ পলি ভিনাইল ক্লোরাইড।

প্রশ্ন- – এক ফুঁয়ে ১৫১টি মোমবাতি নিভিয়ে ওয়ার্ল্ড রেকর্ড কে করেন?

উত্তর- ভারতের ভি.শঙ্কর নারায়নন (তামিল নাডু)।

প্রশ্ন- সম্প্রতি যে মহাকাশযান মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করল তার নাম কী?

উঃ- মার্স ফিনিক্স ল্যাণ্ডার।

 

সাম্প্রতিক ঘটে যাওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর , সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সারা বিশ্ব । World GK Question & Answers | 500+ সাম্প্রতিক ঘটে যাওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সারা বিশ্ব । World GK Question & Answers With PDF | জেনে নিন সাম্প্রতিক ঘটে যাওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর , letest সাম্প্রতিক ঘটে যাওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর । Latest World GK Question & Answers . সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সারা বিশ্ব

প্রশ্ন-– বিমা শব্দটির আর্বিভাব কী ভাবে হয়?

উঃ বিমা একটি ফার্সি শব্দ, যার অর্থ আশঙ্কা, এই শব্দটি থেকে বিমা শব্দটির আর্বিভাব হয়, জীবন বিমা মানে জীবনের আশঙ্কা।

প্রশ্ন-– মোটর গাড়ীর নম্বর প্লেট প্রথম ব্যবহার কোথায় শুরু হয়?

উঃ-১৮৯৩ সালে ফ্রান্সে।

প্রশ্ন-– কোন প্রাণীর হাঁটুতে কান থাকে?

উঃ ফড়িং।

প্রশ্ন- ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ গ্রন্থটি কার রচনা?

উঃ- মদনমোহন তর্কালঙ্কার।

প্রশ্ন- গ্রামোফোন কোম্পানির লেবেলে ব্যবহৃত কুকুরটির নাম কী?

উঃ- নিপা।

প্রশ্ন-– পাক গুপ্তচর সংস্থা আই. এস. আই. পুরো নাম কী?

উঃ- ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স।

প্রশ্ন-– ভারতে সরোদ বাজনার প্রবর্তক কে?

উঃ ওস্তাদ আলাউদ্দিন খান।

প্রশ্ন-– কোন রাজ্যের সরকারি কাজ কর্মে RBI-এর কোনও ভূমিকা নেই?

উঃ- জম্মু-কাশ্মীর।

প্রশ্ন- প্লাস্টিক মানি কাকে বলা হয়?

উঃ ক্রেডিট কার্ড।

প্রশ্ন- পুরীর জগন্নাথ মন্দিরের নির্মান কার্য্য কে শুরু করেন?

উঃ – অনন্ত বর্মন।

প্রশ্ন-– কোনারকের সূর্য মন্দিটি কে নির্মান করেন?

উঃ- ওড়িশার রাজা নরসিংহ বর্মন।

দওয়া হিত্য,

প্রশ্ন-– কোন রাষ্ট্রের সঙ্গে ভারতের রপ্তানি বাণিজ্য সর্বাধিক?

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রশ্ন-– পৃথিবীতে সবচেয়ে ব্যাপকভাবে কোন ফলের চাষ হয়?

উঃ- কলা।

 

প্রশ্ন- কোন দেশের জাতীয় পতাকার দু-পিঠ দু-রকম?

উঃ প্যারাগুয়ে।

প্রশ্ন- পেঁপের (ফল) জন্মস্থান ও আদি বাসভূমি কোথায়?

উঃ ব্রাজিল।

প্রশ্ন- ভারতবর্ষে পেঁপে কী ভাবে আসে?

উঃ ভারতে প্রথম আসে ৫০০ বছর আগে পর্তুগিজ নাবিকদের হাত ধরে।

প্রশ্ন- কোন দেশের কোন সময় বা কালে চকোলেটকে বিনিময় মুদ্রা হিসাবে ব্যবহার করা হত?

উঃ মেক্সিকোতে প্রাচীন অ্যাজটেক (Aztec) সভ্যতার সময়।

প্রশ্ন- চকোলেট কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?

উঃ- মেক্সিকান শব্দ Xocolath থেকে।

প্রশ্ন-– আধুনিক পৃথিবীতে সাতটি আশ্চর্য কি কি?

উঃ ১) আগ্রার তাজমহল (ভারত), ২) ইষ্টার আইল্যাণ্ড স্ট্যাচু, ৩) আইফেল টাওয়ার (প্যারিস), ৪) মায়ান সিটি অফ টিকাল (মধ্য আমেরিকা), ৫) স্পেস শাটল, ৬) চার্টার্স ক্যাথড্রিল, (৭) স্ফিংস (ইজিপ্ট)।

প্রশ্ন- হাতি কোন দেশের জাতীয় পশু? উঃ থাইল্যাণ্ড।

প্রশ্ন- অস্কার পুরস্কার কেন দেওয়া হয়?

উঃ- সিনেমার উপর কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ।

প্রশ্ন-– ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার কেন দেওয়া হয়?

উঃ ভারতের সংবিধানে স্বীকৃত যে কোন ভাষার প্রখ্যাত সাহিত্যিকদের সৃজনী মূলক সাহিত্যের জন্য দেওয়া হয়।

প্রশ্ন-– পরমবীর চক্র পুরস্কার কেন দেওয়া হয়?

উঃ লক্ষনীয় সাহসিকতা প্রদর্শনের জন্য সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। যুদ্ধ ক্ষেত্রে শত্রুর উপস্থিতিতে

প্রশ্ন- – অর্জুন পুরস্কার কেন দেওয়া হয়?

উঃ আন্তর্জাতিক ও জাতীয় উভয়স্তরে তিন বছর ক্রীড়ার উল্লেখযোগ্য সফলতার জন্য দেওয়া হয়।

প্রশ্ন- ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে?

উঃ দামোদর হরি চাপেকার।

প্রশ্ন-– ভারতে প্রথম মহিলা ইংরেজি ভাষার কবি কে?

উঃ তরু দত্ত।

প্রশ্ন-– ভারতে প্রথম মহিলা ডাক্তার কে?

উঃ কাদিম্বিনী গাঙ্গুলী।

প্রশ্ন-– ভারতবর্ষে প্রথম মহিলা ইঞ্জিনিয়ার কে?

উঃ ইলা মজুমদার।

প্রশ্ন-– বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোথায়?

উঃ খড়গপুর (ভারত)।

প্রশ্ন-– বিশ্বের বৃহত্তম রেল স্টেশন কোথায়?

উঃ নিউইয়র্কের গ্র্যাণ্ড সেন্ট্রাল টার্মিনাল,

৪৭টি ট্রাক এবং প্ল্যাটফর্ম আছে।

প্রশ্ন- -সমান দিন এবং সমান রাত্রি কবে?

উঃ-২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর (উত্তর গোলার্ধে)।

প্রশ্ন-– দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি কবে?

উঃ ২১শে জুন।

প্রশ্ন- – ক্ষুদ্রতম দিন এবং দীর্ঘতম রাত্রি কবে?

উঃ- ২১শে ডিসেম্বর।

প্রশ্ন-– কোন্ রাজ্যের দুটি রাজধানী?

উঃ জম্মুকাশ্মীর।

প্রশ্ন-– বই প্রথম কবে কোথায় ছাপা হয়েছিল?

উঃ বই ছাপা প্রথম শুরু হয় চীন দেশে।

প্রশ্ন-– রবিবার ছুটির দিন কবে এবং কিভাবে চালু হয়েছে?

উঃ- খ্রীষ্টানদের মতে ঐ দিন Lords day তাই ৩১২ খ্রীষ্টাব্দে রোম সম্রাট কন্‌ষ্টান্টাইন আইন করে রবিবার কৃষিকাজ ছাড়া অন্যসব কাজ বন্ধ রাখবার ব্যবস্থা করেন। সেই থেকেই রবিবারে ছুটির রেওয়াজ চালু হয়।

প্রশ্ন- – পৃথিবীতে সর্বপ্রথম ব্যাঙ্ক স্থাপিত হয় কোথায়?’

উঃ – ব্যাবিলনে ৬০০ খ্রীষ্টপূর্বাব্দে। আধুনিক ধনাগার স্থাপিত হয় ১৫৮৭ খ্রিষ্টাব্দে ইতালীতে ঐ ব্যাঙ্কের নাম ছিল ব্যাঙ্কো-ডি-রিয়ালটো অফ ভিনিস।

প্রশ্ন-– প্রথম ফায়ার ব্রিগেড কবে চালু হয়?

উঃ ১৯২৪ খ্রীষ্টাব্দে এডিনবরাতে পুলিশ

প্রশ্ন-– পৃথিবীতে কে প্রথম হাসপাতাল স্থাপন করেন?

উঃ শ্রীষ্টিয় ৩৬৯ সালে ইতালীর খ্রীষ্টান ধর্মগুরু St-Basil (সেন্টবেসিল) প্রথম হাসপাতাল স্থাপন করেন।

প্রশ্ন-– কে তিন শতাব্দী বেঁচে ছিলেন?

উঃ- ফ্রান্সের জঁ থিরুরে। তাঁর জন্ম ১৬৮৪ খ্রীষ্টাব্দে, মৃত্যু ১৮০৭ খ্রীষ্টাব্দে জীবদ্দশায় দেখেছিলেন তিনটি শতাব্দী ১৬০০, ১৭০০ এবং ১৮০০।

প্রশ্ন-– সর্বপ্রথম পুলিশী ব্যবস্থা চালু হয়েছিল কবে?

উঃ- ইংল্যান্ডেই প্রথম জনসাধারণের নিরাপত্তার জন্য পুলিশী ব্যবস্থা চালু হয়েছিল। আর ভারতে ইংরেজদের ইষ্ট ইন্ডিয়া কোম্পানী তাদের রাজত্বকালে ১৭ ডিসেম্বর ১৭৭২ সালে প্রথম পুলিশী ব্যবস্থা চালু করে।

প্রশ্ন- লিখে পরীক্ষা দেবার রীতি কোন সময় থেকে চালু হয়?

উঃ ১৭০২ খ্রীষ্টাব্দে ইংল্যাণ্ডের কেম্ব্রিজ ট্রিনিটি কলেজে সর্বপ্রথম লিখে পরীক্ষা দেওয়ার নিয়ম চালু হয়।

প্রশ্ন-– সবচাইতে বড় মসজিদ-

উঃ জুম্বা মসজিদ (ভারত, দিল্লী)।

প্রশ্ন-– পৃথিবীর সব থেকে বড় স্টেডিয়াম কোথায় অবস্থিত?

উঃ- চেকোশ্লাভাকিয়ার রাজধানী প্রাগে অবস্থিত। ৪০ হাজার জিমন্যাস্ট ও ২ লাখ ৪০ হাজার দর্শক এক সঙ্গে অংশগ্রহণ করতে পারে।

প্রশ্ন-– ভারতে দূরদর্শন চালু হয় কবে?

উঃ ১৯৫৯ সালে। নয়াদিল্লীতে।

প্রশ্ন-– বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

উঃ-শ্রীমতী বন্দর নায়েক (শ্রীলঙ্কা)।

প্রশ্ন- কোন্ দেশে তিন মাসের শিশুকে সাঁতার শিখানো হয়?

উঃ পশ্চিম জার্মানীতে।

প্রশ্ন- কোন প্রাণী পিছনের দিকে সাঁতার কাটে?

উঃ-অক্টোপাশ নামক সামুদ্রিক প্রাণী।

প্রশ্ন- কোন্ পাখী উড়ন্ত অবস্থায় ডিম পারে?

উঃ হোমা পাখী।

প্রশ্ন- কোন্ পাখী বালু, মাটি ও পাথর ইত্যাদি দ্বারা বাসা তৈরী করে?

উঃ- অস্ট্রেলিয়ার মেগাপোড পাখী (Megapode) তৈরী করে, এদের বাসা খুব বড় হয়।

প্রশ্ন- কোন পাখী কুকুরের মত ঘেউ ঘেউ করে ডাকে?

উঃ দক্ষিণ আমেরিকার চিলিতে গভীর জঙ্গলে এক ধরণের পাখী আছে। এদের নাম হল ‘ওইডগাইড’ (Guidguid)। এরা কুকুরের মত ঘেউ ঘেউ করে ডাকে।

প্রশ্ন- কোন্ পাখী ফুল দিয়ে নিজের ঘর সাজায়?

উঃ নিউগিনির জঙ্গলের ধারে এই পাখি প্রচুর দেখা যায়-এরা মালীপাখী, এরা কুঁড়ে ঘরের মত ঘর বানায়। সামনে বাগান করে রঙিন ফুল আর ঝিনুক দিয়ে মনের মত ঘর সাজায়।

প্রশ্ন- কোন্ সাপ চলার সময় ঝুম ঝুম শব্দ হয়?

উঃ দক্ষিণ আমেরিকার এক ধরণের সাপ, নাম র‍্যাটেল স্নেক।

প্রশ্ন- তাজমহলের উচ্চতা কত?

উঃ ১৭৮ ফুট।

প্রশ্ন- চারমিনারের উচ্চতা কত?

উঃ ১৮৬ ফুট।

প্রশ্ন- ভিক্টোরিয়া মেমোরিয়ালের উচ্চতা কত?

উঃ ১৮২ ফুট।

প্রশ্ন- কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত?

উঃ ২৮,২০৮ ফুট।

প্রশ্ন- -পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উচ্চতা কত?

উঃ ১৪২ ফুট।

প্রশ্ন- শহীদ মিনারের উচ্চতা কত?

উঃ ১৫২ ফুট।

প্রশ্ন-– কুতুব মিনারের উচ্চতা কত?

উঃ ২৮৮ ফুট।

প্রশ্ন- কোন মাছ উড়তে পারে?

উঃ- সমুদ্রের একপ্রকার মাছ যার নাম উড়কু। এরা প্রায় ১ হাজার গজ উড়তে পারে।

প্রশ্ন- কোন মাছ গাছে বাসা বাঁধে।

উঃ- কই মাছের মত দেখতে একরকম মাছ আছে, নাম-স্পিডল ফিশ। এরা জলের ধারে এশ ছোট ছোট গাছে পাখীর মত শেওলা ঘাস দিয়ে বাসা বাঁধে, ডিম পাড়ে ও তা দেয়।

প্রশ্ন- কোন মাছ দুধ দেয় এবং ডিমের পরিবর্তে বাচ্চা হয়?

উত্তর- তিমি মাছ দুধ দেয় এবং ডিমের পরিবর্তে বাচ্চা হয়।

প্রশ্ন- কোন প্রাণী মুখ দিয়ে জল পান করে না?

উত্তর – ব্যাজ মুখ দিয়ে পান করে না, শরীরের ছিদ্র দিয়ে জল শুষে নেয়।

প্রশ্ন- সর্বপ্রথম (“Ice-Cream”) (আইসক্রীম) তৈরী হয় কবে?

উঃ- ১৬৬০ খিষ্টাব্দে ফ্রান্সে প্রথম ‘আইসক্রীম’ তৈরী হয়।

প্রশ্ন- বিশ্বব্যাঙ্ক (World Bank) কবে প্রতিষ্ঠিত হয়? উঃ ১৯৪৬ সালে।

প্রশ্ন- বাংলা ভায়ায় কোন অক্ষরটি সবচেয়ে বেশী ব্যবহৃত হয়।

উঃ “র” অক্ষরটি সবচেয়ে বেশী ব্যবহৃত হয়?

প্রশ্ন- কোন লেখক অন্ধকার ঘর ছাড়া লিখতে পারতেন না?

উঃ বিখ্যাত ফরাসী লেখক এমিল জোলা।

প্রশ্ন-কোন লেখক মতবার লিখতে বসতেন ততবারই নতুন পেন দিয়ে লেখা শুর করতেন?

উঃ আলেকজান্ডার ডুমা।

প্রশ্ন-কোন প্রাণীর দাঁতের সংখ্যা সবচেয়ে বেশী?

উঃ- শামুক। ১৪১৭৫টি দাঁত ১৩৫টি পাটিতে সাজানো

প্রশ্ন- কোন শহরে ট্রাফিক পুলিশকে ধাত্রী বিদ্যা শিক্ষা দেওয়া হয়?

উঃ “ব্যাঙ্কক” এ অত্যন্ত ট্রাফিক জ্যাম-এর দরুণ ঘন্টার পর ঘন্টা রাস্তায় গাড়ী দাঁড়িয়ে থাকতে হয়। এই অবস্থায় কোন গর্ভবতী মহিলার প্রসব যন্ত্রণায় ট্রাফিক পুলিশ সাহায্য করে থাকে।

প্রশ্ন-কোথাকার মেয়েরা বিয়ের আগে পর্যন্ত গাছে রাত কাটায়?

উঃ নিউ গায়নার মেয়েরা বিয়ের আগে পর্যন্ত গাছের উপর ঘর তৈরী করে সমবেত হয়ে প্রতি রাতে বাস করে।

প্রশ্ন কোথাকার মানুষেরা শুধু শিস দিয়ে কথাবার্তার কাজ চালায়?

উঃ- ক্যানারী দ্বীপপুঞ্জের অধিবাসীগণ শিস দিয়ে কথাবার্তার কাজ চালায়।

প্রশ্ন-– কোন দেশে খুচরা পয়সা হিসাবে ছুঁচ ব্যবহৃত হয়? উঃ নাইজিরিয়ায়।

প্রশ্ন ‘STD, ISD’, FAX কথার অর্থ কি?

উঃ ‘STD মানে Subscribers Trunik Dialling, ‘ISD’ মানে International Subscribers Dialling, FAX মানে Facimiles।

প্রশ্ন-– ইংরাজীতে সবচেয়ে বেশী ব্যবহৃত শব্দ কি কি?

উঃ-1, the, and, of if, he, it, is, was এবং that প্রভৃতি শব্দ সবচেয়ে বেশী ব্যবহৃত হয়।

প্রশ্ন- AIDS (এইডস) রোগটির পুরা নাম কি? উঃ-একোয়ার্ড ইমায়ূন ডিফিসিয়েন্সি সিন্ডোম।

প্রশ্ন- প্রথম কোথায় চা-এর প্রচলন হয়?

উঃ চীনদেশে।

প্রশ্ন- কোন একটি ইংরাজী বাক্যের মধ্যে A to Z সব কটি অক্ষর নিযুক্ত আছে?

উঃ-A quick brown fox Jumps over the lazy dog

প্রশ্ন- ইংরাজী ভাষায় কোন অক্ষরটি সবচেয়ে বেশী ব্যবহৃত হয়?

উঃ- E অক্ষরটি সবচেয়ে বেশী ব্যবহৃত হয়।

প্রশ্ন- ATM এর পুরো কথা কি?

উঃ অটোমেটেড ট্রেলার মেশিন।

প্রশ্ন- w.w.w এর পুরো কথা কি?

উঃ World Wide Web.

প্রশ্ন- জাতীয় পতাকায় অশোক চক্র কিসের প্রতীক?

উঃ আইনের প্রতীক বা ন্যায়ের প্রতীক।

• প্রঃ আমেরিকা আবিষ্কার কে করেন?

উঃ ক্রিস্টোফার কলম্বাস।

প্রশ্ন- কোন স্কুলটি রবিবার খোলা থাকে?

উঃ বর্ধমান জেলার জামালপুরের গোপালপুর মুক্তকেশী উচ্চ বিদ্যালয় রবিবারের পরিবর্তে সোমবার বন্ধ থাকে। স্থাপিত ১৯২২ সাল। ইংরেজদের শিক্ষানীতির প্রতিবাদে এই সিদ্ধান্ত। ৮৮ বৎসর যাবৎ এই নিয়ম চলছে।

প্রশ্ন- ভারতের সবচেয়ে শীতলতম স্থান কোনটি?

উঃ পশ্চিম লাদাখের দ্রাস। শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ৪০° সেলসিয়াস। ও বিশ্বের সবচেয়ে উঁচু ক্রিকেট খেলার মাঠটি কোথায়?

উঃ ভারতের হিমাচল প্রদেশের চেইল-এ। এটিকে পাহাড় কেটে সমান করে তৈরী করা হয়েছে।

সাম্প্রতিক ঘটে যাওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর , সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সারা বিশ্ব । World GK Question & Answers | 500+ সাম্প্রতিক ঘটে যাওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সারা বিশ্ব । World GK Question & Answers With PDF | জেনে নিন সাম্প্রতিক ঘটে যাওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর , letest সাম্প্রতিক ঘটে যাওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর । Latest World GK Question & Answers . সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সারা বিশ্ব

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button