জি কেপড়াশোনা

সাধারণ জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর । আনন্দ পরিসর । Ananda Parisar

সাধারণ জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর । আনন্দ পরিসর । Ananda Parisar । সাধারণ জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর । আনন্দ পরিসর । Ananda Parisar

সাধারণ জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

প্রশ্নঃ  ‘Big C’রোগের অপর নাম কি?

উত্তরঃ -ক্যানসার

প্রশ্নঃ  সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ‘দেশনায়ক’ আখ্যা দেন কে?

উত্তরঃ -রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ   পৃথিবীর সবচেয়ে বড় ফুল র‍্যাফ্লেসিয়া ফোটে কোথায়?

উত্তরঃ ইন্দোনেশিয়া (সুমাত্রা দ্বীপ)

প্রশ্নঃ   দেশের ৯৯ শতাংশ মরুভূমি কোথায়?

উত্তরঃ-লিবিয়া

প্রশ্নঃ   ভারতে ইংরিজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় কত সালে?

উত্তরঃ– ১৮৩৫ সালে

প্রশ্নঃ  – GPRS কথাটির পূর্ণ রূপ কি?

উত্তরঃ – General Packet Radio Service.

প্রশ্নঃ   ‘ক্যালকাটা’ নাম পাল্টে কলকাতা হয় কত সালে?

উত্তরঃ -২০০১ সালে

প্রশ্নঃ   রাষ্ট্রসঙ্ঘের স্থপতি ?

উত্তরঃ-ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট

প্রশ্নঃ  আফ্রিকান ইউনিয়নের জন্মভূমি?

উত্তরঃ – ইথিওপিয়া

প্রশ্নঃ  পৃথিবীর বৃহত্তম স্থলবেষ্টিত দেশ?

উত্তরঃ -কাজাখস্তান

প্রশ্নঃ   যে দেশের অফিসিয়াল রাজধানী নেই ?

উত্তরঃ– লউরু

প্রশ্নঃ   সিগারেটের লাইটারে থাকে ?

উত্তরঃ-বিউটেন গ্যাস

প্রশ্নঃ  কমনওয়েলথের পুরো নাম?

উত্তরঃ -দ্য ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস

প্রশ্নঃ   পৃথিবীর সূর্য পরিক্রমণের গতিবেগ সেকেন্ডে

উত্তরঃ ৩০ কিলোমিটার

প্রশ্নঃ  মহাকাশচারী (মানুষ) হিসেবে প্রথম মহাশূন্যে পৌঁছন?

উত্তরঃ  ইউরি গ্যাগারিন

প্রশ্নঃ   চাঁদের সর্বোচ্চ পর্বতের নাম?

উত্তরঃ -লিবনিজ

প্রশ্নঃ   ভারতীয় বিপ্লবদের জননী?

উত্তরঃ -ভিকাজি রুস্তমজি কামা

প্রশ্নঃ   ‘উড়ন্ত শিখ’ বলা হয় ?

উত্তরঃ-স্প্রিন্টার মিলখা সিং

প্রশ্নঃ   ‘গোল্ডেন সিগন্যাল’ হল ?

উত্তরঃ -সমুদ্রের নিচে ঠিক কোন্ জায়গায় শত্রুপক্ষের সাবমেরিন চিহ্নিত করার পদ্ধতি

প্রশ্নঃ   সত্যজিৎ রায় ‘ভারতরত্ন’ পান -?

উত্তরঃ১৯৯২ সালে

প্রশ্নঃ   ‘হুমায়ুন’ কথাটির অর্থ ?

উত্তরঃ-সৌভাগ্যবান

প্রশ্নঃ   ‘মহান বৃদ্ধ’ নামে পরিচিত ?

উত্তরঃ-দাদাভাই নৌরজি

প্রশ্নঃ   প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান?

উত্তরঃ জে পি নিয়োগী

প্রশ্নঃ  ভারতের একমাত্র অঙ্গরাজ্য, যার নিজস্ব পুলিশ আইন আছে-?

উত্তরঃহরিয়ানা

প্রশ্নঃ   বিবাহের পূর্বে AIDS Test বাধ্যতামূলক করেছে ?

উত্তরঃ-বিহার

প্রশ্নঃ   ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকেন্দ্র ?

উত্তরঃ-থুম্বা

প্রশ্নঃ   ভারতের গভীরতম বন্দর ?

উত্তরঃ-বিশাখাপত্তনম

প্রশ্নঃ   ‘অস্পৃশ্যতা, মানুষ ও সমাজের বিরুদ্ধে চরম এক অপরাধ’ উক্তিটি কার?

উত্তরঃ  মহাত্মা গান্ধি

প্রশ্নঃ   ভারতের উচ্চতম শহর?

উত্তরঃ -লে বা লেহ

প্রশ্নঃ   ভারতের শুল্কমুক্ত বন্দর ?

উত্তরঃ-কান্ডালা (গুজরাট)

প্রশ্নঃ   আন্তর্জাতিক তারিখ রেখার মান?

উত্তরঃ – ১৮০ ডিগ্রি

প্রশ্নঃ   পৃথিবী তার কক্ষপথের সূর্যকে পরিক্রমণ করে?

উত্তরঃ-৬৬.৫ ডিগ্রি কোণে

প্রশ্নঃ   চাঁদ নিজের চারদিকে এবং পৃথিবীর চারদিকে ঘুরতে সময় নেয়?

উত্তরঃ প্রায় সারে ২৭ দিন

প্রশ্নঃ   কর্কটক্রান্তি রেখার অক্ষাংশ ?

উত্তরঃ ২৩.৫  ডিগ্রি উত্তর

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালের নাম?

উত্তরঃ শ্রীমতী পদ্মজা নাইডু

প্রশ্নঃ  . দেহের সবচেয়ে বড় পেশি

উত্তরঃ সারটোরিয়াম (উরুতে থাকে)

প্রশ্নঃ  সবচেয়ে হালকা গ্যাস?

উত্তরঃ -হাইড্রোজেন

প্রশ্নঃ  সবচেয়ে ভারী গ্যাস কী?

উত্তরঃ রেডন

প্রশ্নঃ সবচেয়ে হালকা ধাতু কী?

উত্তরঃ -লিথিয়াম

প্রশ্নঃ  উদ্ভিদের বয়স নির্ণয় করা হয় ?

উত্তরঃ  বৃদ্ধিবলয়/ বর্ষবলয়-এর সাহায্যে

প্রশ্নঃ ‘অতীশ’ কথার অর্থ ?

উত্তরঃ প্রভু

প্রশ্নঃ  আকাশে সর্বোচ্চ স্তরের মেঘের নাম?

উত্তরঃ -সিরাস

প্রশ্নঃ  বায়ুর গতিবেগের একক?

উত্তরঃ -নট

প্রশ্নঃ  যে দেশ থেকে প্রশান্ত মহাসাগরের ওপর সূর্যোদয় ও আটলান্টিক মহাসাগরের ওপর সূর্যাস্ত দেখা যায়?

উত্তরঃ পানামা

প্রশ্নঃ  যে দেশের অধিবাসীরা সেই দেশের স্থায়ী বাসিন্দা নয়?

উত্তরঃ -ভ্যাটিকান সিটি

প্রশ্নঃ  পৃথিবীর সবচেয়ে আক্রমণাক্রান্ত দেশ (Violent Country)?

উত্তরঃ -হনডুরাস

প্রশ্নঃ  পৃথিবীতে সর্বোচ্চ আফিম উৎপাদনকারী দেশ?

উত্তরঃ -আফগানিস্থান

প্রশ্নঃ  ক্ষুদ্র আফ্রিকা বলা হয়?

উত্তরঃ ক্যামেরুন

প্রশ্নঃ  দক্ষিণ আমেরিকা মহাদেশের একমাত্র দেশ যার সীমারেখা প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে স্পর্শ করে?

উত্তরঃ -কলম্বিয়া

প্রশ্নঃ  সানডে আইল্যান্ড বলা হয় ?

উত্তরঃ -ডোমিনিকা

প্রশ্নঃ  কফির জন্মস্থান?

উত্তরঃ -ইথিওপিয়া (কাফা প্রদেশ)

প্রশ্নঃ  ‘হাইন্ড পার্ক’ অবস্থিত?

উত্তরঃ লন্ডনে

প্রশ্নঃ  ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম ‘ভারতরত্ন’ পান?

উত্তরঃ -১৯৯৮ সালে

প্রশ্নঃ   লন্ডনের আগে ইংল্যান্ডের রাজধানী ছিল ?

উত্তরঃ -উইঞ্চেস্টার শহরে

প্রশ্নঃ  ভারতের রাষ্ট্রপতির মাসিক মাইনে?

উত্তরঃ পাঁচ লক্ষ টাকা

প্রশ্নঃ  ‘অর্ডার অফ অ্যাকাডেমিক পামস’ খেতাব চালু করেন?

উত্তরঃ -সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট, ১৮০৮ সালে

প্রশ্নঃ  অলিম্পিকে ধ্যানচাঁদ ভারতীয় হকি দলের নেতৃত্ব দিয়েছিলেন?

উত্তরঃ -১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে

প্রশ্নঃ  ‘ডাভকটেজ’ হল?

উত্তরঃ -ওয়ার্ডসওয়ার্থ-এর বাসভবনের নাম।

প্রশ্নঃ  রাষ্ট্রসঙ্ঘের প্রথম এশীয় মহাসচিব?

উত্তরঃ -ইউ থান্ট

প্রশ্নঃ  ভারতে রোমানদের বাণিজ্যকেন্দ্র ছিল?

উত্তরঃ আরিকামেদু শহরে

প্রশ্নঃ  ‘নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন’ চালু হয়?

উত্তরঃ -১৮৭৬ সালের ১৪ মার্চ

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভার বিচার ও আইন দপ্তরের মন্ত্রী?

উত্তরঃ – মোহিনীমোহন বর্মন

প্রশ্নঃ   কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক বিরোধ জনিত সমস্যা সমাধান করে?

উত্তরঃ -অর্থ (ফিনান্স) কমিশন

প্রশ্নঃ  অর্জুন পুরস্কার শুরু হয়?

উত্তরঃ -১৯৬১ সাল

প্রশ্নঃ  ‘মিনা’ উপজাতি সম্প্রদায় দেখা যায়?

উত্তরঃ -রাজস্থান

প্রশ্নঃ  ‘কোল’ উপজাতি সম্প্রদায় দেখা যায়

উত্তরঃ – মধ্যপ্রদেশ

প্রশ্নঃ  ‘কথাকলি’ নৃত্য দেখা যায় ?

উত্তরঃ – কেরল

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button