আগমনী বার্তা থেকে টাকা রোজগার করুন বাড়িতে বসে

রোজগার করুন বাড়িতে বসে
আগমনী বার্তা পড়াশুনা, চাকুরীর খবর, ভ্রমণ ও বিনোদনের পাশাপাশি আয়ও করতে পারবেন। নিচে তার বিস্তারিত দেয়া হলো-
- পড়াশোনা বিষয়ক টিপসঃ ৩০ টাকা (৩০০ শব্দের বেশি হতে হবে)
- মহান কোন ব্যক্তির জীবনীঃ ২০ টাকা (৩০০ শব্দের বেশি হতে হবে)
- রান্নার রেসিপিঃ ৩০ টাকা (৩০০ শব্দের বেশি হতে হবে)
- রচনা / Composition : ১০ টাকা (মোবাইলে তোলা ছবি পাঠালে)
- রচনা / Composition : ৪০ টাকা (টেক্সট আকারে লিখে পাঠালে) (৫০০ শব্দের বেশি হতে হবে)
- Paragraph : ৫ টাকা (মোবাইলে তোলা ছবি পাঠালে)
- Paragraph : ১৫ টাকা (টেক্সট আকারে লিখে পাঠালে) (৩০০ শব্দের বেশি হতে হবে)
- বাংলা অনুচ্ছেদ : ১০ টাকা (টেক্সট আকারে লিখে পাঠালে) (৩০০ শব্দের বেশি হতে হবে)
- SMS বা শুভেচ্ছা বার্তা : ১০ টাকা (টেক্সট আকারে লিখে পাঠালে) (৩০০ শব্দের বেশি হতে হবে)
অন্য যে কোনো নতুন লিখা যোগ করলে বিবেচনা স্বরূপ টাকা প্রদান করা হবে।
[ অন্য সাইট থেকে কপি/পেস্ট গ্রহণ যোগ্য নয় ]
*** আপনার স্বরচিত কোন গল্প, ছোটগল্প, কবিতা, উপন্যাস , ভ্রমণ কাহিনী, পাঠাতে পারেন আপনার লেখার জনপ্রিয়তা ও পেজ ভিউ (পৃষ্ঠা দর্শন) এর উপর আজীবন রয়্যালটি দেওয়া হবে।
পাঠানোর পদ্ধতি :
ইমেল ঠিকানা- agomonibartainfo@gmail.com
সর্বনিম্ন পেমেন্ট : ১০ টাকা
PayTM অথবা Airtel Payment Bank মাধ্যমে টাকা পাঠানো হবে। আপনি কিভাবে পেমেন্ট নিবেন তা ইমেইলে উল্লেখ করতে হবে।
নোট:
১. আগে-পরে মিলিয়ে মোট ১০০০ টাকা পেমেন্ট পাওয়ার পর থেকে, উপরের প্রক্রিয়ায় আপনার যা আয় হবে তার দ্বিগুণ টাকা পেমেন্ট করা হবে।
২. একই বিষয়ে সবার আগে যে ইমেইল করবে তার ইমেইল গ্রহণ যোগ্য হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ আগমনী বার্তা’য় আগে থেকে সেই পোষ্ট থাকলে গ্রহণ যোগ্য হবে না। তবে কোন লেখা আরও কিভাবে ভালো হবে লিখে জানালে তা গ্রহণ যোগ্য হবে। প্রত্যকে মাসের শেষে ১ থেকে ১০ তারিখের মধ্যে PayTM কিংবা Airtel Payment Bank এর মাধ্যমে টাকা পাঠানো হবে। লেখা পাঠানোর সময় অবশ্যই নিজের নাম,ইমেল আইডি, ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। তবে এই লেখা আর অন্য কোন অয়েবসাইতে পাবলিশ করতে পারবেন না।