কম্পিউটার

অপারেটিং সিস্টেম ও তার প্রকারভেদ অষ্টম শ্রেনী

Opareting System & Its Type

শূন্যস্থান পূরণ করো (page- 6)

(i) PROLOG একটি __________

ii) ব্যবহাকারী ও কম্পিউটার সিস্টেমের মধ্যে সফটওয়্যার _______ স্থাপন করে।
(iii) প্রত্যেক প্রোগ্রামের প্রধানত —– –টি অংশ থাকে।

(iv) প্রোগ্রাম হল ক্ষুদ্র ক্ষুদ্র _____________  –এর সমষ্টি।

(ⅴ) কম্পিউটারে কোনো নির্দেশের ভিত্তিতে _______ হয়।

(vi) হার্ডওয়্যারে কম্পিউটারের একটি __________ অংশ।

(vii) সফটওয়্যার বা নির্দেশাবলি লেখার জন্য  ________    ব্যবহৃত হয়।

(viii) MySQL হল একটি____________|

(ix) সফটওয়্যার ব্যর্থতার জন্য দায়ী একটি কারণ হল —————|

(x) হার্ডওয়্যার ও সফটওয়্যার সফটওয়্যার ________ নির্ভরশীল। ।

(xi) অপারেটিং সিস্টেম হল_______   ধরনের সিস্টেম সফটওয়্যার |

(xii) সিস্টেম সফটওয়্যার __________ভাষায় লেখা হয়।

(xiii) কম্পাইলার হল একটি ___________ |
(xiv) ডিভাইস ড্রাইভার কম্পিউটারের সঙ্গে যুক্ত ডিভাইস ______ করে।

(xv) ফার্মওয়্যার __________ শনাক্ত করতে সাহায্য করে।

(xvill) ব্যবহারকারী  প্রয়োজন অনুসারে তৈরি সফটওয়্যার হল __________|

(xvii) অ্যাপ্লিকেশন সফটওয়্যার লিখতে __________ ভাষা ব্যবহৃত হয়।

(xvi) ব্যবহারকারীর কখনোই ______ সফটওয়্যারের সঙ্গে যোগাযোগ করে না।

(xix) অ্যাপ্লিকেশন সফটওয়্যার ______, ________, ______ হিসেবে শ্রেণিবন্ধ করা হয়।

(xx) একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার হল ______|

উত্তর –

i) প্রোগ্রামিং লেংগুয়েজে , ii) যোগসূত্র , iii) ৩ টি , iv) নির্দেশ,v) সমস্ত কাজ, vi) ভৌত, vii) কম্পিউটার ভাষা, viii) সফটওয়্যার, ix)  ধুলো / ওভালোডিং , x) উভয়ের উপর, xi) মৌলিক ,xii) লো লেভেল, xiii) সিস্টেম সফটওয়্যার, xiv) পরিচালনা ,xv) রম, xvi) আপ্লিকেশন সফটওয়্যার,xvii) হাই লেভেল, xviii) সিস্টেম, xix) টাইম শেয়ারিং, রিসোর্স শেয়ারিং, ক্লায়েন্ট সার্ভার, xx) Tally

2) সত্য/মিথ্যা নির্ণয় করো (page- 6)

(i) নির্দেশ বা কমান্ড হল কম্পিউটার সিস্টেমের ক্ষুদ্র কাজ।

(ii) অনেকগুলি সফটওয়্যার মিলিতভাবে একটি প্রোগ্রাম তৈরি করে।

iii) একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হল Paint |

(iv) Windows 10 একটি সফটওয়্যার।

v) ব্যবহারকারী বিভিন্ন ধরনের কার্যাবলি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করে।

(VI) সফটওয়্যার প্রধানত তিন ধরনের হয়।

vii) হার্ডওয়্যার তৈরি করতে ইলেকট্রনিক ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়।

(viii) ROM হল একটি সফটওয়্যার।

ix) ধুলো ও অতিরিক্ত গরমে হার্ডওয়্যারগুলি নষ্ট হয়ে যায়।

x) সফটওয়্যার বহনযোগ্য অর্থাৎ একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়।।

উত্তর-

i) সত্য, ii) মিথ্যা, iii) মিথ্যা iv) সত্য, v) সত্য, vi) সত্য, vii) viii) মিথ্যা ix) সত্য, x) সত্য

3) বামপক্ষের সঙ্গে ডানপক্ষ মেলাও। (page- 6 & 7)

বামপক্ষ ————————– ডানপক্ষ

(1) মাল্টিমিডিয়া সফটওয়্যার             a) Real Player

(ii) ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার     b)Adobe PageMaker
(iii) ইঞ্জিনিয়ারিং ডিজাইনিং সফটওয়্যার    c) Maya

(iv) ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার     d) Oracle

(v) এনটারটেইনমেন্ট সফটওয়্যার     e) CAD

উত্তর-

i) –c), ii) — d , iii) — e, iv) — b) v)— a

শূন্যস্থান পূরণ করো (page- 11)

(i) কম্পিউটার সিস্টেমের পরিষেবামূলক কাজের জন্য ______ সফটওয়্যার ব্যবহৃত হয়।

(ii) ইউটিলিটি সফটওয়‍্যার _____ এর নিজস্ব  প্যাকেজের মধ্যে সাধারণত অবস্থান করে।

(iii) _______ ডিস্ক বা ফাইলগুলির ত্রুটি সংশোধন করে। )

(iv) ______ সফটওয়্যার কম্পিউটারকে ভাইরাস থেকে রক্ষা করে।

(v) ইউটিলিটি সফটওয়‍্যারের অন্যতম একটি কাজ হল _____

(vi) রিসোর্স ম্যানেজার হিসেবে অপারেটিং সিস্টেম _____ কাজ করে|

vii) _______ভার্চুয়াল মেশিন হিসেবে কাজ করে।

(viii) Scheduling ব্যবহার করে অপারেটিং সিস্টেম –এর কাজ পরিচালনা করে।

(ix) অপারেটিং সিস্টেম কম্পিউটার ও ব্যবহারকারীর মধ্যে ——— প্রদান করে। (x) রিসোর্স শেয়ারিং ——- এর অন্যতম প্রধান কাজ।

(xi) CUI-তে কমান্ড বা নির্দেশের মাধ্যমে ______  কাজ করা হয়।

(xii) CUI-এর সম্পূর্ণ নাম হল ———–।

(xiii) ক্যারেক্টার ইউজার ইনটারফেস সমস্ত কাজ ________ কমান্ডের সাহায্যে করা হয়।

(xiv) গ্রাফিক্যাল ইউজার ইনটারফেসযুক্ত অপারেটিং সিস্টেমে _____ দিয়ে বিভিন্ন আইকন বা মেনুর উপর ক্লিক করে সমস্ত কাজ করা হয়।

(xv) GUI-এর সম্পূর্ণ নাম হল __________|

(xvi) অপারেটিং সিস্টেম I/0 অপারেশন ——– করে।

(xvii) অপারেটিং সিস্টেম বিমূর্ততা তৈরি করে ——–  লুকানোর অনুমতি দেয়।

(xviii) প্রোগ্রাম এক্সিকিউশন ——– এর একটি বৈশিষ্ট্য।

(xix) অপারেটিং সিস্টেম ডিভাইস ড্রাইভার ———- এর ———- দেয়।

(xx) উষ্ণ বুটিং-এর জন্য ব্যবহৃত কমান্ড হল ———–|

Answers:

i) ইউটিলিটি সফটওয়্যার , ii) Operating System, (iii) Scandisk , iv) এন্টিভাইরাস / ইউটিলিটি (utility) v) ব্যাবসায়িক / ভাইরাস মুক্ত রাখা vi)  নিয়ন্ত্রক হিসেবে, vii) অপারেটিং সিস্টেম , ix) ইনটারফেস xx) chol+Alt+Del

② সত্য/মিথ্যা নির্ণয় করো

(i) ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে ফাইল কম্প্রেশন টুল রয়েছে।

(ii) ইউটিলিটি সফটওয়্যার ডেটা এবং ফাইল দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারে না।

(iii) Defragment ডিস্কের Bad Sector-গুলি নির্মূল করে।

(iv) মনিটরের পর্দায় লেখা বা ছবি দেখার সময়ের স্থায়িত্ব বৃদ্ধি বা হ্রাস করে Screen Saver |

(ⅴ) হার্ডডিস্ক ফর্ম্যাট করতে Scandisk ব্যবহার করা হয়।

(vi) GUI বেসড অপারেটিং সিস্টেম হল MS-DOS।

(vii) ক্যারেক্টার ইউজার ইনটারফেসযুক্ত অপারেটিং সিস্টেমে মাউসের ব্যবহার

করা যায় না।

(viii) CUI যুক্ত অপারেটিং সিস্টেমে সাধারণত এক বর্ণের স্ক্রিন দেখা যায়।

(ix) Windows 10 হল GUI যুক্ত অপারেটিং সিস্টেম।

(x) ব্যবহারকারীর ক্ষেত্রে GUI যুক্ত অপারেটিং সিস্টেম ব্যবহার করা অনেক সহজ ও সুবিধাজনক।

 

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button