
মুসলিম রীতি অনুসারে বিবাহ পত্র: আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবকে বিয়ের আমন্ত্রণ পত্র কিভাবে লিখবেন? তার একটি নমুনা পত্র বা হিন্দু রীতি অনুযায়ী বিবাহ পত্র লেখার নিয়ম বা hindu wedding letter format in Bengali শেয়ার করা হল। বিয়ের নিমন্ত্রণ পত্র লিখতে গেলে এই পত্রটি কাজে আসবে।
বিবাহের পত্র (মুসলিম রীতি)
আল্লাহি ভরসা,
করুনাময় আল্লাহ্র অসীম আগামী ১৩ই জুন, মোতাবেক ২৭শে জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার সন্ধ্যায় আমার দ্বিতীয় পুত্র রাজা শেখ-এর সাথে উখলিয়ার জনাব মৌলভি সৈয়দ আলী সাহেবের প্রথম কন্যা নূর ভানুর শাদী মোবারক সুসম্পন্ন হবে।
অতএব আরজ এই, আপনি উক্তি দিবসে বিবাহ মজলিসে শরিক হয়ে আমাদেরকে বাধিত করবেন । পত্র দ্বারা দাওয়াত করিলাম, ত্রুটি মার্জনা করবেন ।
হাকিম লজ
বিরপারা ১৮ই মার্চ, ২০২২ |
ইতি-
বিনীত এ.ম.আলী |
এটিও পড়ুন – বিবাহ পত্র হিন্দু রীতি অনুযায়ী | বিয়ের পত্র আমন্ত্রণ পত্র