ইংরেজিপড়াশোনা

মাষ্টার অফ টেন্স, Tense শিখুন নিমিষে

মাষ্টার অফ টেন্স: বাঙালি ছাত্র ছাত্রীদের ইংরেজি মানে ভয়ের জায়গা। ইংরেজি খুব কঠিন সাবজেক্ট। অনেকে মনে মনে ভাবছে অংকের পাশাপাশি ইংরেজি না থাকলেই ভালো হত। এই ভীতি আমরা একবার দূর করতে পারলে ইংরেজির মত আর সহজ সাবজেক্ট একটিও মনে হবে না। ইংরেজি ভালো মতো আয়ত্ত করতে হলে আমাদের দুটো জিনিস ভালো করে মনে রাখতে হবে –  Tense এবং ইংরেজি ওয়ার্ড মিনিং (Word Meaning) । এই দুটো জিনিস ভালো ভাবে শিখে নিতে পারলে ইংরেজি আপনার ৭০ শতাংশ শেখা হয়ে যাবে। চলুন শুরু করি মাষ্টার অফ টেন্স

মাষ্টার অফ টেন্স

Tense কাকে বলে? ( What is tense?)
কাজ সম্পাদিত হওয়ার সময়কে কাল বা Tense বলে। এককথায় ক্রিয়ার কালকে Tense বলে।

Tense এর বাংলা অর্থ কাল বা সময়,  Tense কে ইংরেজি ভাষার প্রাণ Soul of English language  বলা হয়।  আরও বলা হয় যে, Tense ভালোমত বুঝতে পারলে সে ৮০% ইংরেজিতে কথা বলতে পারবে। তারপর যতবেশি ইংরেজি শব্দভাণ্ডার অর্জন ততই ভাষায় দক্ষা হবে।

Tense প্রধানত তিন প্রকার

  1. Present Tense বা বর্তমান কাল।
  2. Past Tense বা অতীতকাল।
  3. Future Tense বা ভবিষ্যৎ কাল।

1. Present Tense (বর্তমান কাল):

কাজ সম্পাদিত হওয়া যদি বর্তমান সময়ে হয় তবে তাকে Present Tense বলে।

উদাহরণ-

আমি বিদ্যালয়ে যাই = I go to School.
সে স্কুলে যায় = She goes to school.
সে স্কুলে যাচ্ছে = She is going to school.

2.Past Tense ( অতীতকাল):

কাজ যদি অতীত সময়ে সম্পাদিত হয় তবে তাকে Past Tense বলে।

উদাহরণ-
I went. আমি গিয়েছিলাম।
He was going.  সে যাচ্ছিল।
You had gone before I came. আমি আসার পূর্বে তুমি গিয়েছিলে।
They had been going for 2hours. তারা ২ঘন্টা যাবৎ যাচ্ছিল।

3.Future Tense (ভবিষ্যৎ কাল):

কাজ যদি ভবিষ্যৎ সময়ে সম্পাদিত হয় তবে তাকে Future Tense বলে।

উদাহরণ-
I shall go. আমি যাব।
You will be going. তুমি যেতে থাকবে।
He will have gone before me. তুমি আমার আগে গিয়ে থাকবে।
They will have been going for 20 minutes. তারা ২০মিনিট ধরে যেতে থাকবে।

প্রতিটি Tense কে আবার চার ভাগে ভাগ করা হয় । সে হিসেবে Tense মোট ১২ প্রকার।  ১২ প্রকার  Tense এর নাম নিম্নে দেওয়া হল-

চার প্রকার Present Tense :

1.Present Indefinite Tense.বা সাধারণ বর্তমান কাল।
2.Present Continuous Tense বা চলমান বর্তমান কাল।
3.Present Perfect Tenseবা পুরাঘটিত বর্তমান কাল।
4.Present Perfect Continuous Tense বা পুরাঘটিত চলমান বর্তমান কাল।

চার প্রকার Past Tense:

1.Past Indefinite Tense বা সাধারণ অতীত কাল।
2.Past Continuous Tense বা চলমান অতীত কাল।
3.Past Perfect Tense বা পুরাঘটিত অতীত কাল।
4.Past Perfect Continuous Tense বা পুরাঘটিত চলমান অতীত কাল।

চার প্রকার Future Tense:

1.Future Indefinite Tense বা সাধারণ ভবিষ্যৎ কাল।
2.Future Continuous Tense বা চলমান ভবিষ্যৎ কাল।
3.Future Perfect Tense বা পুরাঘটিত ভবিষ্যৎ কাল।
4.Future Perfect Continuous. বা পুরাঘটিত চলমান ভবিষ্যৎ।

তাহলে আমরা জানতে পারলাম মোট Tense হল ১২ প্রকার। এবার আমরা একে একে বাংলায় চেনার উপায়সহ খুব সহজ ভাবে আলোচনা করব। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে প্রথমে চার প্রকার Indefinite নিয়ে আলোচনা করব।

তিন প্রকার Indefinite Tense হচ্ছেঃ

  1. Present Indefinite Tense বা সাধারণ বর্তমান কাল।
  2. Past Indefinite Tense বা সাধারণ অতীত কাল।
  3. Future Indefinite Tense . বা সাধারণ ভবিষ্যৎ কাল।

Present Indefinite Tense বা সাধারণ বর্তমান কাল: 

যে Tense দ্বারা সাধারণ অভ্যাস বা চিরন্তন সত্য অভ্যাস বর্তমান সময়ে (করা, হওয়া) হওয়া বুঝায় তাকেই Present Indefinite Tense বা সাধারণ বর্তমান কাল বলে।
উদাহরণ –

চাঁদ ওঠে, আমি ঘুমাই, সে প্রতিদিন স্কুলে যায়, তুমি ভাত খাও, সূর্য আলো দেয়, ইত্যাদি

বাংলায় চেনার উপায়
বাংলা ক্রিয়ার শেষে  ও/এ/য়/ই ইত্যাদি হয়।
যেমন-
I go to school. আমি স্কুলে যাই=ই
You eat rice. তুমি ভাত খাও=ও
He reads a book.সে বই পড়ে=এ
They sleep late at night. =তারা রাতে দেরিতে ঘুমায়=য়

Sentence Structure ( গঠন প্রণালী):

Sub+verb1+object

বিঃদ্রঃ শুধু Present Indefinite Tense এর ক্ষেত্রে Subject যদি 3rd Person singular number হয় এবং Verb এর শেষ Letter এ যদি O/SS/SH/X হয় তবে, Verb এর শেষে es হয়, অন্যথায় s হয়।
উদাহরণ –
He goes = o হয়েছে।
He reads=ss/sh/o/x হয়নি।

এভাবে নিজে নিজে বাংলা অর্থসহ Strong verb আর Weak verb গুলি খাতায় লিখ।

Past Indefinite Tense বা সাধারণ অতীত কালঃ

সাধারণত অতীতকালের কোনো অভ্যাসগত বা অতীতকালে কোনো কাজ হয়েছিল বোঝাতে Past Indefinite Tense বা সাধারণ অতীত কাল হয়।
উদাহরণ –

আমি আগে সময় মত স্কুলে যেতাম, আমি খেয়েছিলাম, তুমি পড়েছিলে, সে ঘুমিয়েছিল,  ইত্যাদি।

বাংলায় চেনার উপায়ঃ 
বাংলা ক্রিয়ার শেষে…  এছিল/এছিলে/এছিলাম ইত্যাদি হয়।

যেমন –
I went to school. আমি স্কুলে গিয়েছিলাম=এছিলাম
He ate rice.সে ভাত খেয়েছিল=এছিল
You gave me a book.তুমি আমাকে একটি বই দিয়েছিলে=এছিলে

গঠন প্রণালী (Sentence Structure) :
Sub+Verb2+Object +Extension

I gave you a book.  উক্ত বাক্যে I হচ্ছে Subject এবং Gave হচ্ছে verb এর দ্বিতীয় রুপ, আর you হচ্ছে object আর a book হচ্ছে Extension.

Future Indefinite Tense . বা সাধারণ ভবিষ্যৎ কালঃ

যে ক্রিয়া পরে বা ভবিষ্যতে সাধারণভাবে সংঘটিত হবে, তার কালকে ( Future Indefinite Tense ) সাধারণ ভবিষ্যৎ কাল বলা হয়.।

বাংলায় চেনার উপায়

বাংলা ক্রিয়ার শেষে ব/বে/বে ইত্যাদি থাকবে।
যেমন-

সে যাবে, তুমি যাবে, আমি যাব, আমি খাব, তুমি পড়বে, সে মারবে ইত্যাদি।

গঠন প্রণালী ( Sentence Structure) :

Subject +Shall/will+V1+Extension

উদাহরণ-
I shall go to school. আমি স্কুলে যাব
You will eat rice. তুমি ভাত খাবে।
She will read the book. সে বইটি পড়বে।

বিঃদ্রঃ –  Subject যদি 1st person হয় তবে সাধারণত Shall হয়, আর বাকী  সময় will হয়।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা তিনটি Tense নিয়ে আলোচনা করেছি-
সেগুলো হচ্ছে—-
1.Present Indefinite
2.Past Indefinite
3.Future Indefinite

পরবর্তী পোস্টে আমরা আলোচনা করব বাকী ৯টি Tense নিয়ে। নিয়ে আলোচনা করবো ততক্ষণে সঙ্গে থাকুন। এই পোষ্টে লিঙ্ক পেয়ে যাবেন।

এগুলিও পড়ুন –

ট্যাগঃ

মাষ্টার অফ টেন্স, ডাউনলোড মাষ্টার অফ টেন্স, PDF মাষ্টার অফ টেন্স

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button