জানা অজানাজি কে

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর GK | 1000 GK Question & Answers

1000 General knowledge Question & Answers

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর GK | 1000 General knowledge Question & Answers  সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর GK | 1000 GK Question & Answers | জেনে নিন ১০০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর GK | 1000 GK Question & Answers .।

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর GK

Question: – কোন সাপ একসাথে একটা ছাগলকে গিলে নিতে পারে?

উঃ অ্যানাকোন্ডা।

Question: ভারতের প্রথম কোন দুটি স্থানে এস. টি. ডি. চালু হয়?

উঃ-কানপুর ও লক্ষ্ণৌর মধ্যে।

Question: কোন্ দেশে খুচরা পয়সা হিসাবে সূঁচ ব্যবহৃত হয়?

উঃ নাইজিরিয়ায়।

Question:– বাসের কণ্ডাক্টার, সার্কাসের ক্লাউন, ঝাড়ুদার ঠিকাদার এই সব কাজ করেও বাংলার বিখ্যাত লেখক হয়েছিলেন কে?

উঃ সুবোধ ঘোষ।

Question: কোন কোন্ সবজি আমাদের প্রিয় কিন্তু মূল বিষাক্ত?

উঃ টমেটো ও পটল।

Question: সেক্সপীয়ার প্রথম জীবনে কী করতেন?

উঃ- লন্ডনের গ্লোব থিয়েটারে দর্শকদের গাড়ি পাহারা দিতেন।

Question:- রবিবার ছুটির দিন কার নির্দেশে?

উঃ রোম সম্রাট কনস্টানস্টাইন।

Question:- রাতে ভ্রমন করতে হয় এমন চিড়িয়াখানা কোথায় আছে?

উঃ সিঙ্গাপুরে।

Question:- জাপানের সংসদকে কী বলা হয়?

উঃ ডায়েট।

Question:- গঙ্গানদীর দৈর্ঘ্য কত?

উঃ ২৬৫৫ কিলোমিটার।

Question:- ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী?

উঃ বেঙ্গল গেজেট।

Question:- -একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত পরিমান জল থাকে?

উঃ-দেহের ওজনের ৬৫%।

Question:-– মানবদেহে লোহার পরিমাণ কত?

উঃ প্রায় ৪.৫ গ্রাম।

Question:- ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব এর নাম কী?

উঃ ডালহৌসি ক্লাব।

Question:- গান্ধিজি সত্যাগ্রহ করার প্রেরণা কি ভাবে পেলেন?

উঃ-নীলদর্পণ নাটক দেখে।

Question:-– সাপ গন্ধ পায় কী ভাবে?

উঃ জিভের সাহায্যে।

Question:-– টরেন্টো শব্দটির অর্থ কী?

উঃ মিলনস্থল।

Question:-– কত তারিখে পৃথিবী থেকে সূর্য্যের দূরত্ব সর্বাধিক হয়?

উঃ ৪ঠা জুলাই।

Question:-– স্পাইডারম্যানের আসল নাম কী?

উঃ পিটার পার্কার।

Question:- প্রথম বাঙালি ভারতরত্ন কে হন?

উঃ ডাঃ বিধান চন্দ্র রায়।

Question:- প্রথম লোকগননা চালু করেন কে?

উঃ লর্ড মেয়ো।

Question:-– পুরোপুরি দুর্নীতিমুক্ত দেশ কোনটি?

উঃ ডেনমার্ক।

Question:-– স্টেনলেস স্টিল কে আবিষ্কার করেন?

উঃ হ্যারি ব্রিয়ারলি।

Question:-– ইংরেজ সরকার মহাত্মাগান্ধিকে কী উপাধি দেন?

উঃ কাইজার-ই-হিন্দ।

Question:-– আধুনিক ফটোগ্রাফির আবিষ্কর্তা কে?

উঃ লুই ম্যাকুইস।

Question:-– কম্পনের গতিবিধি মাপা হয় কার সাহায্যে?

উঃ সোনো মিটার যন্ত্রের সাহায্যে।

Question:- সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্রদ্বারা তার নাম কী?

উঃ ফ্যাথোমিটার।

Question:- জণ্ডিস রোগে মানবদেহে প্রথম আক্রমণ করে কোথায়?

উঃ লিভারে।

Question:- গাছপালাদের হাসপাতাল আছে কোথায়?

উঃ জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে।

Question:- মানব দেহে জলের প্রয়োজন কেন?

উঃ খাদ্য পরিপাক করার জন্য।

Question:- মানবদেহ গঠনকারী প্রধান খাদ্য কী কী?

উঃ শর্করা, প্রোটিন ও ফ্যাট।

Question:-– বর্তমানে বিশ্বে মোবাইল পরিষেবা ক্ষেত্রে ভারতের স্থান কত?

উঃ দ্বিতীয়।

Question:- উড়ন্ত মাছের দেশ বলা হয় কাকে?

উঃ বারবাডোস।

Question:-– ধনী ব্যক্তিদের তালিকায় ভারতের স্থান কত?

উঃ চতুর্থ।

Question:-– মালকোশ রাগটি সাধারণত কখন গাওয়া হয়?

উঃ গভীর রাতে।

Question:-– ভারতীয় সংবিধান অনুযায়ী একমাত্র স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী কে?

উঃ-রাজ্যপাল।

Question:- – প্রথম ভারতীয় মহিলা ঔপন্যাসিকের নাম কী?

উঃ স্বর্ণকুমারী দেবী।

Question:--বাংলা গদ্য রচনায় প্রথম যতি চিহ্ন (দাঁড়ি, কমা, সেমিকোলন) কে ব্যবহার করেন?

উঃ- বিদ্যাসাগর।

Question:-– দেশলাই কে আবিষ্কার করেন?

উঃ- ইংল্যান্ডের জন ওয়াকার।

Question:--ছোট বড় মিলিয়ে পৃথিবীতে কতগুলি দ্বীপ আছে?

উঃ প্রায় একলক্ষ তিরিশ হাজার।

Question: স্বাধীনতা সংগ্রামে বাঘাযতীন নামে সুপরিচিত, আসল নাম কী?

উঃ জ্যোতিন্দ্র মুখার্জ্জী বা যতীন্দ্র মুখার্জী।

Question: – পি. টি. আই-এর পুরো অর্থ কী?

উঃ প্রেস ট্রাস্ট অব ইণ্ডিয়া।

Question:-– ভারতে প্রথম ছাপাখানা স্থাপন করেন কে?

উঃ জেমস হিকি।

Question:- শব্দের রেশ আমাদের মস্তিষ্কে কত সময় পর্যন্ত থাকে?

উঃ ১-১০ সেকেণ্ড

Question:-– স্বাধীনতার আগে জাতীয় সঙ্গীত হিসাবে “জনগন মন অধিনায়ক’ গানটি গ্রহন করার প্রস্তাব দিয়েছিলেন কে?

উঃ নেতাজী সুভাষ চন্দ্র বসু।

Question:- কোন দেশের রাজা ও বিশ্ববিখ্যাত যোদ্ধা বিড়ালকে ভয় পেতেন?

উঃ ফ্রান্সের রাজা নেপোলিয়ন।

Question:- মানুষদের মধ্যে করমর্দনের রীতি শুরু হয়েছিল কী ভাবে?

উঃ তারা যে কোন গোপন অস্ত্র বহন করছে না এটা দেখানোর জন্য।

Question:- আমরা কী পূর্ণ চাঁদকে দেখতে পাই?

উঃ না, আমরা সব সময় চাঁদের একটা পিঠই দেখতে পাই।

Question:- ভালমন্দ বিচার না করে যিনি পেট পুরে খেতে ভালবাসেন ইংরাজীতে তাকে কী বলে?

উঃ Gourmand গৌরম্যাণ্ড।

Question:- প্রকৃত খাদ্য রসিককে ইংরাজীতে কী বলে?

উঃ Gourmet গৌরমেট।

Question:- একটি মুরগি বছরে কতটি ডিম দেয়?

উঃ গড়ে ৩০০টি।

Question:- মানুষের হৃদযন্ত্র ২৪ ঘন্টায় কতবার স্পন্দিত হয়?

উঃ-এক লক্ষবারেরও বেশি।

Question:-– দু’হাজার বারো সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?

উঃ- লন্ডনে।

Question:- পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?

উঃ প্রশান্ত মহাসাগর। •

Question:-– পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি?

উঃ চিন সাগর।

Question:-– পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?

উঃ কাম্পিয়ান সাগর।

Question:- পৃথিবীর চিনির পাত্র বলা হয় কোন দেশকে?

উঃ কিউবাকে।

Question:- বজ্র বিদ্যুতের দেশ বলা হয় কোন দেশকে?

উঃ ভুটানকে।

Question:- ভারতের কোন রাজ্যকে বলা হয় প্রাচ্যের সুইজারল্যাণ্ড?

উঃ কাশ্মীরকে।

Question:-– রবীন্দ্রনাথের প্রথম ছাপা কবিতাটির নাম কী?

উঃ ভারতভূমি।

Question:- কোলকাতায় প্রথম সেলুলার ফোন চালু হয় কবে?

উঃ-২৩শে আগষ্ট, ১৯৯৫।

Question:- ‘বন্দেমাতরম’ গানটি সুর কে দিয়েছেন?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৯৬)।

Question:-– টাইটানিক জাহাজটি ডুবে যায় কবে?

উঃ ১৯১২ সালে ১৫ এপ্রিল।

Question:-– আমাদের দেশে ট্যাক্সির হলুদ-কালো রঙ হয়েছে কেন?

উঃ- লগুনের ভাড়ার গাড়ির ড্রাইভারদের হলুদ-কালো ইউনিফর্ম থেকে।

Question:- ট্রেনের হুইসেলের শব্দের মাত্রা কত ডেসিবেল?

উঃ ৯০ ডেসিবেল।

Question:- শব্দের মাত্রার একক ‘বেল’ যা বাজালে শব্দ হয়। এই বেল কথাটি কোথা থেকে এসেছে?

উঃ আলেকজাণ্ডার গ্রাহাম বেল থেকে।

Question:- – ১৯৪৮ থেকে ১৯৮৫ পর্যন্ত লতা মুঙ্গেশকর ক’টি ভাষায় কতটি গান রেকর্ড করেছেন?

উঃ ২০টি ভাষায় কমপক্ষে ৩০,০০০ গান।

Question:-– F.M. পুরো কথা কী?

উঃ Frequency Modulation

Question:-– পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

উঃ শ্রীলঙ্কার সিরিমাভো বন্দরনায়েক।

Question:- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ কবে প্রথম প্রকাশিত হয়?

উঃ- ১৮৫৫সালের ১৩ই এপ্রিল।

Question:-– টেলিভিশন শব্দটি কোথা থেকে এসেছে?

উঃ- গ্রিক শব্দ ‘টেলি’ যার অর্থ দূর ল্যাটিন শব্দ ভিডেয়ার যার অর্থ দর্শন বা দেখা যাবে।

Question:-– অ্যাম্বুলেন্স কথাটি কোথা থেকে এসেছে?

উঃ- ১৭৯২ খ্রিঃ ফরাসি সেনাবাহিনীর চিকিৎসক Boron Dominique – Jean Larry Ambulances Volantes শব্দটি প্রয়োগ করেন যার অর্থ ফ্লাইং ফিল্ড হসপিটাল।

Question:-কলকাতায় প্রথম বৈদ্যুতিক আলো কবে চালু হয়?

উঃ ১৮৯৯ সালে।

Question:- সকলকেই রক্ত দিতে পারে কোন গ্রপের রক্ত?

উঃ “O” গ্রুপ।

Question:- সোনা গলে কত তাপমাত্রায়?

উঃ ১৮৬২০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়।

Question:-– হেলিকপ্টার কে আবিষ্কার করেন?

উঃ-Igor Sikorsky (আইগর সিকস্কি)

Question:-– পৃথিবীতে প্রথম টেস্ট ম্যাচ খেলা কবে অনুষ্ঠিত হয় এবং কাদের মধ্যে?

উঃ- ১৮৭৭ সালে মার্চ মাসে, অস্ট্রেলিয়া ও ইংল্যাণ্ডের মধ্যে।

Question:- ঈগল কোন দেশের জাতীয় প্রতীক?

উঃ স্পেনের।

Question:- গোলাপ ফুল কোন দেশের জাতীয় প্রতীক?

উঃ ইরান।

Question:- ক্যাঙারু কোন দেশের জাতীয় প্রতীক?

উঃ অস্ট্রেলিয়া।

Question:- পোর্টব্লেয়ার বিমান বন্দরের বর্তমান নাম কী?

উঃ বীর সাভারকার বিমান বন্দর।

Question:- গুর্জর কাদের বলা হয়?

উঃ হরিয়ানা রাজ্যের অধিবাসীদের।

Question:-– বিশ্বের সর্বাধিক সম্মানিত ও প্রাচীনতম বিজ্ঞান পত্রিকার নাম কী?

.উঃ-নেচার।

Question:- বিড়াল প্রেমীদের ইংরাজীতে কী বলা হয়?

উঃ Ailusophile (আইলুসোফাইল)

Question:- প্রাকৃতিক উপায় পাওয়া কঠিনতম পদার্থ কী?

উঃ- হীরা।

Question:- পূর্বভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়?

উঃ শিলিগুড়িকে।

Question:- ভারতের মূলধনের রাজধানী কাকে বলা হয়?

উঃ মুম্বাইকে।

Question:- ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়?

উঃ উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ শহরকে।

Question:-– গোলাপী শহর কাকে বলা হয়?

উঃ রাজস্থানের জয়পুরকে।

Question:- মেয়ে পাখি ও পুরুষ পাখির মধ্যে কোন পাখি দেখতে সুন্দর হয়?

উঃ- পুরুষ পাখিরা দেখতে সুন্দর হয়।

Question:-– হাতি তার শুঁড়ের মধ্যে কতটা পর্যন্ত জল ধরে রাখতে পারে?

উঃ-প্রায় দুই গ্যালন।

Question:- কোন্ পাখি জলের ওপর ঘাসের ভেলা তৈরি করে ডিমপাড়ে?

উঃ-টেকচিল।

Question:- একটি হাতি একদিনে কত পরিমান জল খেতে পারে?

উঃ- ৮০ গ্যালন।

Question:-– হাতি তার মাহুতের কটি নির্দেশ মনে রাখতে পারে?

উঃ- ৬০টি নির্দেশ আলাদা আলাদা ভাবে মনে রাখতে সক্ষম।

Question:- সবাক চলচ্চিত্র কে আবিষ্কার করেন?

উঃ টমাস আলভা এডিশন।

Question:-– কন্যা কুমারীর ইংরেজি নাম কি?

উঃ – Cape Comorini

Question:- ডাচ কাদের বলা হয়?

উঃ নেদারল্যাণ্ডের অধিবাসীদের।

Question:- কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা হয় কবে?

উঃ-১৮৩৫ সালের ২৮ শে জানুয়ারী।

Question:-– দুটি আঙুলের ছাপ মেলানো যায় কোন যন্ত্রের দ্বারা?

উঃ ভেবিড (Verid)।

Question:- মোনালিসা ছবির মডেল ছিলেন কে?

উঃ ইসাবেলা নামে এক সুন্দরী মহিলা।

Question:-কবি প্রেমেন্দ্র মিত্র তাঁর প্রথম উপন্যাস ‘পাঁকে কত বছর বয়সে লেখেন?

উঃ ১৫-১৬ বছর বয়সে।

Question:-– শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে উপন্যাস লেখেন?

উঃ ১৪ বছর।

Question:-– একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতটা রক্ত বাহক থাকে?

উঃ- ১ লক্ষ মাইল।

Question:- প্রথম বাঙালী ইঞ্জিনিয়ার কে?

উঃ- নীলমনি মিত্র।

Question:-– ভারতবর্ষের লোকেরা কতটি মূল ভাষা ও অন্যান্য ভাষায় কথা বলে?

উঃ ১৫টি মূল ভাষা ও ৮৫৭ টি আঞ্চলিক ও অন্যান্য ভাষায় কথা বলে।

Question:-– ভারতীয় রেলওয়ের দীর্ঘতম রেলপথ কোনটি?

উঃ কাশ্মীর থেকে কন্যাকুমারী ৩,৭৫০ কিলোমিটার) যেতে সময় লাগে ৪৭ ঘন্টা।

Question:-জাপানে শিক্ষককে কী বলা হয়?

উঃ ‘সেনসেই’।

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর GK | 1000 General knowledge Question & Answers  সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর GK | 1000 GK Question & Answers | জেনে নিন ১০০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর GK | 1000 GK Question & Answers .।

Question:- প্রথম অভয়ারণ্য স্থাপন করেন কে?

উঃ সম্রাট অশোক।

Question:-– আদিম মানুষের প্রথম আবির্ভাব ঘটে কোথায়?

উঃ আফ্রিকায়।

Question:- কলকাতায় কত প্রজাতির পাখি দেখা যায়?

উঃ প্রায় ২৬০ প্রজাতির।

Question:- সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?

উঃ- ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।

Question:- নীল তিমির বাচ্চা দিনে কত করে ওজন বাড়ে?

উঃ ৯০ কিলোগ্রাম।

Question:- মানুষ কৃষিকাজ করতে শেখে কবে থেকে?

উঃ প্রায় ২০ লক্ষ বছর আগে।

Question:- ইলেকট্রিক ইল মাছ কত ভোল্ট অবধি শক দেওয়ার ক্ষমতা রাখে?

উঃ-৬৫০ ভোল্ট।

Question:-– মিষ্টি জলের শতকরা ৯০ ভাগ পাওয়া যায় কোথা থেকে?

উঃ -ভূ-গর্ভস্থ জল হিসাবে।

Question:-– হিন্দুস্থান টাইমস পত্রিকার প্রতিষ্ঠাতা কে?

উঃ লালা লাজপত রায়।

Question:- বাতাসে শব্দের গতিবেগ কত? উঃ প্রতি সেকেন্ডে ৩০০ মিটার।

Question:- বিখ্যাত জ্যোতিবিজ্ঞানী গ্যালিলিওর জন্ম কোন শহরে?

উঃ ইতালির পিসা শহরে।

Question:-– কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট কে হন?

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু।

Question:-– বিশ্বভারতীর কলাবিভাগের প্রথম অধ্যক্ষ ছিলেন কে?

উঃ নন্দলাল বসু।

Question:-– চারশ বছর ধরে বৃষ্টি হয়নি এমন জায়গা কোথায় আছে?

উঃ-চিলির মরুভূমি।

Question:- ভগ্নী নিবেদিতার জন্ম কবে হয় ও কোথায়?

উঃ-১৮৬৭ সালে আয়ারল্যান্ডে।

Question:- খিদিরপুর ডক তৈরির পরিকল্পনা কবে নেওয়া হয়?

উঃ ১৭৭৭ সালে।

Question:- কত সালে ইংরেজরা ডক তৈরি করলেন?

উঃ ১৮০৭ সালে।

Question:-– মানব দেহের সবচেয়ে বলবান পেশী কোনটি?

উঃ চোয়ালের পেশী।

Question:- ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম সড়কপথ কোনটি?

উঃ গ্রান্ড ট্রাঙ্ক রোড।

Question:-– কোন কোন ভাষার সংমিশ্রনে উর্দু ভাষার উৎপত্তি হয়?

উঃ হিন্দী, তুর্কী ও ফার্সি।

Question:-– ভারতের কোন শিল্পে পুরুষদের তুলনায় মহিলারা বেশি কর্মরত?

উঃ- চা।

Question:- কোন রাজ্যে মহিলার সংখ্যা পুরুষের থেকে বেশি?

উঃ কেরল।

Question:- সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে?

উঃ রাষ্ট্রপতি। •

Question:-– বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দলকে প্রতীক প্রদান করে কোন সংস্থা?

উঃ- নির্বাচন কমিশন।

Question:- ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন দিল্লির কোথায় অবস্থিত?

উঃ রাইসিনা হিলে।

Question:- হাতির দাঁত কবার পড়ে?

উঃ-ছ’বার দাঁত পড়ে আবার নতুন করে গজায়।

Question:- লগুনের পুলিশদের কী বলা হয়?

উঃ বলিস (Bobbies)।

Question:- কোথাকার গাই-এর দুধের রঙ গোলাপি?

উঃ- হিমালয়ান চমরীগাই।

Question:- আমাদের মস্তিষ্ক কত ধরণের গন্ধকে আলাদা ভাবে চিনতে পারে?

উঃ- ১০,০০০ বিভিন্ন ধরণের গন্ধ।

Question:-– বরফ কখনই গলবে না কী উপায়?

উঃ তরল অ্যামোনিয়ায় রাখলে।

Question:-প্রথম এভারেষ্ট শৃঙ্গবিজয়ীর কী নাম এবং কত বছর বয়সে করে প্রয়াত হলেন?

উঃ এডমন্ড হিলারী ৮৮ বছর বয়সে প্রয়াত হন, ২০০৮ সালে।

Question:- ই. ভি. এম. বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ভারতে প্রথম ব্যবহার করা হয় কবে?

উঃ- প্রথম ব্যবহার করা হয় পরীক্ষামূলক ভাবে কেরলে পারুর বিধান সভা নির্বাচন কেন্দ্রে ১৯৮২ সালে।

Question:-– হাইড্রোজেন ভর্তি বেলুন আকাশে উঠে যায় কেন?

উঃ কারন হাইড্রোজেন বাতাসের চেয়ে হাল্কা বলে।

Question:-– ভারতের বিজ্ঞান নগরী কোনটি?

উঃ বেঙ্গালুরু।

Question:-– পৃথিবীতে সর্ব প্রথম ইন্টারনেট ব্যবস্থার প্রচলন করে কোন সংস্থা?

উঃ- Apernet নামে একটি সংস্থা। •

Question:-– ইন্টারনেট কী?

উঃ সারা বিশ্বের যোগাযোগের আধুনিকতম মাধ্যম।

Question:- কলকাতায় প্রথম কবে রিক্সা চলে?

উঃ ১৯০০ খ্রীষ্টাব্দে জাপান থেকে সাংহাই হয়ে ‘ডিনে রিকশ’ (জাপানি শব্দ, যার মানে মানুষটানা গাড়ি) কলকাতায় আসে।

Question:-– প্রথম কোথায় স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত ‘জন-গন-মন’ গাওয়া হয়?

উঃ ভারতের জাতীয় কংগ্রেস-এর কলকাতা অধিবেশন-এ।

Question:- পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র ‘নন্দন’ কবে উদ্বোধন হয় কে করেন?

উঃ- ১৯৮৫ সালে, সত্যজিৎ রায়।

Question:- ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ-মুম্বাই।

Question:-– ভারতের প্রথম থ্রি ডি ছবি কী?

উঃ মাইডিয়ার কুট্টিচাত্থান।

Question:- প্রতিটি বেদের কয়টি অংশ ও কী কী?

উঃ চারটি-সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ।

Question:--জাপানী যুদ্ধ বিমান কত সালে কলকাতায় বোম ফেলেছিল?

উঃ-১৮৯২ সালে।

Question:-– মানুষ যদি পৃথিবীপৃষ্ঠে ২ মিটার উঁচু লাফাতে পারে তবে চাঁদে কত উচ্চতা লাফাতে পারবে?

উঃ- ১২ মিটার উঁচুতে।

Question:-– লবন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

উঃ গুজরাট।

Question:-– ম্যালেরিয়া দেহের কোন অঙ্গকে আক্রমণ করে?

উঃ প্লীহা।

Question:-– কোন অ্যাসিডে অক্সিজেন থাকে না?

উঃ হাইড্রোক্লোরিক অ্যাসিড।

Question:-– রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম প্রেসিডেন্ট কে হন?

উঃ স্বামী ব্রহ্মানন্দ।

Question:-– স্বামী ব্রহ্মানন্দ কে ছিলেন? পূর্বে তাঁর ডাক নাম কী ছিল?

উঃ- স্বামী বিবেকানন্দের বাল্য বন্ধু, পূর্বে ডাক নাম ছিল রাজা।

Question:--বেলুড়ের ভুবনবিদিত শ্রী রামকৃষ্ণ মন্দির, কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উঃ-১৯৩৮ সালে।

Question:-– কার্টুন শব্দটি কোথা থেকে এসেছে?

উঃ-ইতালীর শব্দ ‘Cartone’ ও ডাচ শব্দ Kartor থেকে, যার অর্থ দৃঢ় ও ভারি কাগজ বা পিচবোর্ড। আসলে কার্টুন চিত্র আঁকা হতো। এই জাতীয় শক্ত বোর্ডের ওপর আর তার থেকেই এরকম নামের উৎপত্তি।

Question:--কমিক্স (Comics) শব্দটির উৎপত্তি কোথা থেকে?

উঃ-ল্যাটিন শব্দ Komikos থেকে।

Question:-– একটা ব্যাঙ হজম করতে সাপের কত সময় লাগে?

উঃ- ৫০ ঘন্টা লাগে।

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর GK | 1000 General knowledge Question & Answers  সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর GK | 1000 GK Question & Answers | জেনে নিন ১০০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর GK | 1000 GK Question & Answers .।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button