Othersউচ্চ মাধ্যমিকটিপসপড়াশোনাবিজ্ঞান

পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল, Best Latest Tips

পর্যায় সারণী মনে রাখার সহজ টেকনিক|পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল | পর্যায় সারণী মনে রাখার সহজ উপায়, পর্যায় সারণী মনে রাখার সহজ টেকনিক|পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল | পর্যায় সারণী মনে রাখার সহজ উপায়

পর্যায় সারণী কী?

পর্যায় সারণী হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থকে একত্রে উপস্থাপনের একটি আন্তর্জাতিকভাবে গৃহীত ছক। আজ পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহকে তাদের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে, ধর্মাবলী বিবেচনায় নিয়ে বিভিন্ন শ্রেণীতে ও পর্যায়ে বিভক্ত করে মৌলসমূহেের পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে পর্যায় সারণীতে সাজানো হয়েছে। [পড়াশোনা বিষয়ক ১০০০+ টিপস এখানে ]

পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল

স্থির করবেন, আপনাকে যেকোন উপায়ে বা যেকোন কৌশলে মনে রাখতেই হবে। সেটা শুনতে খারাপ হোক, বা ভাল হয়নি এরূপ ভাবলে কখনও মনে রাখতে পারবেন না। আর আপনি ব্যতিক্রমী না হলে কখনও কোন কিছু মনে রাখতে পারবেন না। তাই আসুন নিচের প্রয়োজনীয় মৌল গুলোর নাম সহজভাবে মনে রাখি।

গ্রূপ (Group) হিসেবে মনে রাখার সহজ কৌশল

গ্রূপ (Group)  1A: (ক্ষারধাতু) H Li Na K Rb Cs Fr

হায় — H — হাইড্রোজেন
লি — Li — লিথিয়াম
না — Na — সোডিয়াম
কে — K — পটাশিয়াম
রুবি — Rb — রুবিডিয়াম
ছেঁচে — Cs — সিজিয়াম
ফেলেছে — Fr — ফ্রানসিয়াম

সূত্র – হায় লি না কে রুবি ফেলেছে
গ্রূপ (Group) 2A / গ্রূপ (Group) 2 (মৃতক্ষারধাতু):  Be Mg Ca Sr Ba Ra

বিরিয়ানি — Be — বেরিলিয়াম
মোগলাই — Mg — ম্যাগনেসিয়াম
কাবাব — Ca — ক্যালসিয়াম
সরিয়ে — Sr — স্ট্রোনসিয়াম
বাটিতে — Ba — বেরিয়াম
রাখো — Ra — রেডিয়াম

গ্রূপ (Group)  -১১ (মুদ্রা ধাতু):  Cu, Ag, Au, Rg 

কাপড় — Cu — কপার
ছিড়ে — Ag — সিলভার
গোলা — Au — গোল্ড
রাঙাও — Rg — রোয়েন্টজিনিয়াম

সূত্র- কাপড় ছিড়ে গোলা রাঙাও

সূত্র-  বিরিয়ানি মোগলাই  কাবাব  সরিয়ে বাটিতে রাখো

গ্রূপ (Group) 3A / গ্রূপ (Group) ১৩ (অবস্থান্তর ধাতু)  : B Al Ga In Tl
বলে – B – বোরন
এলাম – Al – অ্যালুমিনিয়াম
জাই – Ga – গ্যালিয়াম
য়েন In – ইন্ডিয়াম
তাইলে – Tl – থ্যালিয়াম
সূত্র-  বলে এলাম জাই য়েন তাইলে
গ্রূপ (Group) 4A / গ্রূপ (Group) ১৪ (অবস্থান্তর ধাতু): C Si Ge Sn Pb
কাল — C — কার্বন
সিলেট — Si — সিলিকন
গেলে — Ge — জারমেনিয়াম
স্বর্ন — Sn — টিন
পাবো — Pb — লেড
সূত্র – কাল সিলেট গেলে স্বর্ন পাবো
গ্রূপ (Group) 5A/ গ্রূপ (Group) ১৫(অবস্থান্তর ধাতু):  N P As Sb Bi 
না – N – নাইট্রোজেন
পারলে – P – ফসফরাস
আসলে- As – আর্সেনিক
সুবিধা – Sb – অ্যান্টিমনি
বেশি- Bi – বিসমাথ
সূত্র-  না পারলে আসলে সুবিধা বেশি

গ্রূপ (Group) 6A / গ্রূপ (Group) 16 : O S Se Te Po

ওর  – O – অক্সিজেন
ছোট – S – সালফার
ছেলেটা – Se – সেলেনিয়াম
টেবিলে – Te – টেলুরিয়াম
পড়ে – Po – পোলনিয়াম
সূত্র- ওর ছোট ছেলেটা টেবিলে পড়ে
গ্রূপ (Group) 7A / গ্রূপ (Group) 17 : F Cl I Br At
ফ্লোর— F — ফ্লোরিন
কলনীরা— Cl — ক্লোরিন
বাসায় — Br — ব্রোমিন
দিনে— I — আয়োডিন
আসে — At — অ্যাস্টাটিন

সূত্র- ফ্লোর কলনীরা বাসায় দিনে আস্তে করা হয়

গ্রূপ (Group): ১৮ (He, Ne, Ar, Kr, Xe, Rn)

হিলি — He — হিলিয়াম
নিয়ন্তা — Ne — নিয়ন
আর — Ar — আর্গন
কিশোর — Kr — ক্রিপ্টন
যাবে — Xe — জেনন
রংপুর — Rn — রেডন

সূত্র- হিলি  নিয়ন্তা আর কিশোর যাবে রংপুর

পর্যায় হিসেবে মনে রাখার কৌশল 

পর্যায়-1 [ H, He ]

H – হাইড্রোজেন
He – হিলিয়াম

পর্যায়-2 [Li Be B C N O F Ne]
লি – Li – লিথিয়াম
বেন – Be – বেরিলিয়াম
বেনী B – বোরন
চুড়ি – C – কার্বন
নিপস্টিক – N – নাইট্রোজেন
ও – O – অক্সিজেন
ফা – F – ফ্লোরিন
ইন – Ne – নিয়ন
সূত্র- লি বেন? বেনী চুড়ি? নিপস্টিক ও ফা ইন
পর্যায় -৩ (অবস্থান্তর ধাতু) [Na, Mg, Al, Si, P, S, Cl, Ar]

না — Na — সোডিয়াম
মাযে — Mg — ম্যাগনেসিয়াম
এসে — Al — অ্যালুমিনিয়াম
সিজদায় — Si — সিলিকন
পড়ে — P — ফসফরাস
সবাই — S — সালফার
কালেমা — Cl — ক্লোরিন
আওড়ায় — Ar — আর্গন

সূত্র- না মাযে এসে সিজদায় পড়ে সবাই কালেমা আওড়ায়

পর্যায়-3 [Na Mg Al Si P S Cl Ar]
না! – Na – সোডিয়াম
মগা – Mg- ম্যাগনেসিয়াম
আলু – Al – অ্যালুমিনিয়াম
ছিলতে- Si – সিলিকন
পারে- P – ফসফরাস
সব- S – সালফার
কিলি- Cl – ক্লোরিন
য়ার- Ar – আর্গন
সূত্র-  না! মগা আলু ছিলতে পারে সব কিলি য়ার
পর্যায়-4 [Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn]
Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn
সূত্র- স্কুল টি ভাঙায় চেয়ার ম্যান ফের কমিশন নিয়ে  কাজে যাচ্ছেন
পর্যায়-5
Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd
ইওর জ্বর নামবে মন টাকে আরো রেস্ট-হতে দাও পারলে আগে কাঁদো
ল্যান্থানাইডঃ
Ce Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yb Lu
ছেলের প্রীতি এন্ড প্রেম সমানইউরোপ গুড তবে
ডাইরিয়া হয় এর টমেটো ইয়লো ব্লু
অ্যাক্টিনাইডঃ
Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr
থাকলে পাশে ইউএনপি পুঁথি আমার কমেনা বিকেলে
ক্যাফেতে এসে এফ এম মোডে নুডলস লাড়ি
টাগ : পর্যায় সারণী মনে রাখার সহজ টেকনিক,  পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল, পর্যায় সারণী মনে রাখার সহজ উপায়
এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button