2021 বোল্লা কালী পূজা সময় নির্ঘণ্ট, পুজার ক্যালেন্ডার
শ্রী শ্রী বোল্লা মায়ের পুজা - Bolla Puja Date Time

বোল্লা কালী পূজা: বোল্লা কালী মন্দির পশ্চিমবঙ্গের তথা দক্ষিণ দিনাজপুর জেলার একটি প্রাচীন ও বিখ্যাত কালী মন্দির। বালুরঘাট-মালদা মহাসড়কের বালুরঘাট শহর থেকে ২০ কিলোমিটার দূরে বোল্লা গ্রামে শ্রী শ্রী মা বোল্লা কালী অবস্থিত।
রাস পূর্ণিমার পর মা বোল্লা কালীপুজো অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য এমনকি বাংলাদেশ থেকেও বহু দর্শনার্থী এই পুজোয় অংশ নেন। সেইসঙ্গে চারদিন ব্যাপী বিরাট মেলাও বসে। উত্তরবঙ্গের দ্বিতীয় এবং দক্ষিণ দিনাজপুরের বৃহত্তম মেলা হল বোল্লা মেলা। মা কালীর পুজোকে কেন্দ্র করে এই মেলা হলেও এতে হিন্দুদের পাশাপাশি মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মানুষও অংশগ্রহণ করে। চারদিনের এই মেলায় ১০ লক্ষেরও বেশি মানুষের সামগম হয়। দিল্লি, মুম্বই এমনকী বিদেশ থেকেও পূণ্যার্থীরা পুজো দিতে মন্দিরে ভিড় জমান। প্রতিবার পুজোর রাতে ৬০০০’র বেশি পাঁঠা বলি হয়। অন্যদিকে, প্রায় শতাধিক ছোট-বড় মানতের কালীর পুজো হয় মণ্ডপ চত্বরে।
পৌরাণিক মতে, ৪০০ বছর আগে এলাকার জমিদার ছিলেন বল্লভ চৌধুরি। তার নাম অনুসারেই এই এলাকার নাম হয়েছে বোল্লা। সেসময় এক মহিলা স্বপ্না দেশে একটি কালো পাথরখণ্ড কুড়িয়ে পেয়ে সেটিকে প্রথম মাতৃরূপে পুজো শুরু করেছিলেন। এরপর জমিদার মুরারী মোহন চৌধুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মামলায় জড়িয়ে যান। তারপর তিনি বোল্লা মায়ের কাছে মানত করে, সেই মামলায় জয় লাভ করেন। দেবী কালি তার উদ্ধারের জন্য এসেছিলেন এবং পরবর্তী দিনই জমিদার মুক্তি পেয়েছিলেন। কৃতজ্ঞতার প্রতীক হিসাবে তিনি দেবী কালির একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেই বছর থেকে রাস পূর্ণিমার পরের শুক্রবার ঘটা করে পুজোর আয়োজন শুরু হয়।
সাধারণত বোল্লা পুজার দিন নির্ধারণ হয় প্রতিবছর রাশ পূর্ণিমার উপর। এককথায় রাশ পূর্ণিমার প্রথম শুক্রবার হল মা বোল্লা পুজা।রাশ শুক্রবার হলে পরের শুক্রবার অর্থাৎ ৮ দিনের মাথায় শ্রী শ্রী মা বোল্লা পুজা। সে হিসেবে এবারে অর্থাৎ ২০২১ রাশ যাত্রা হল ১৯ নভেম্বর (শুক্রবার) তাহলে মায়ের পুজা হবে ২৬ শে নভেম্বর।।
2021 বোল্লা কালী পূজা সময় নির্ঘণ্ট
উৎসবের নাম | উৎসবের দিন | উৎসবের তারিখ |
বোল্লা কালী পূজা সময় | শুক্রবার | ২৬ নভেম্বর , ২০২১ |
2020 বোল্লা কালী পূজা সময় নির্ঘণ্ট
উৎসবের নাম | উৎসবের দিন | উৎসবের তারিখ |
বোল্লা কালী পূজা সময় | শুক্রবার | ৪ ডিসেম্বর, ২০২০ |
বাংলা পঞ্জিকা অনুসারে – ১৮ অগ্রাহায়ন, ১৪২৬
এটিও পড়ুন – 2022 বোল্লা কালী পূজা সময় নির্ঘণ্ট, পুজার ক্যালেন্ডার