মাধ্যমিকমাধ্যমিক সাজেশন

২০২২ মাধ্যমিক লাস্ট মিনিট বাংলা সাজেশন, মডেল সম্ভাব্য প্রশ্নপত্র

মাধ্যমিক বাংলা সাজেশন, ২০১৯ মাধ্যমিক লাস্ট মিনিট বাংলা সাজেশন, মডেল সম্ভাব্য প্রশ্নপত্র , বাংলা মডেল প্রশ্ন পত্র , বাংলা সাজেশন, বাংলা প্রশ্নপত্র ২০১৯,

১। সঠিক উত্তরটি নির্বাচন করঃ                                                                   

১.১. পালকের কলমের ইংরেজি নাম –

ক) হুইল, খ) উইং, গ) কুইল, ঘ) ডেইল

১.২. “মহাবলী মেঘনাদ” রোষে কী ছিঁড়ে ফেলল?

ক) হস্তবর্ম, খ) কুষুমদাম, গ) কর্ণকুন্ডল, ঘ) কুষুমরাজি

১.৩. “নখ যাদের তীক্ষ্ণ”- যাদের বলতে –

ক) উপনিবেশিক রাষ্ট্রলোকে বোঝাতে হয়েছে, খ) কবির কথা বলা হয়েছে।

গ) আফ্রিকার মানুষদের কথা বলা হয়েছে, ঘ) দস্যুদের কথা বলা হয়েছে।

১.৪. “সপ্ত মহাসিন্ধু দোলে” কোথায়?

ক) কপালে, খ) শরীরে, গ) কপোলতলে, ঘ) ভূ-পৃষ্ঠে

১.৫. “গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন-” কে?

১.৬. “বর্ম খুলে দ্যাখো আদুর গায়ে” কী দেখতে বলা হয়েছে?

ক) গান দাঁড়াল ঋষিবালক খ) গান শোনালো ঋষিবালক গ)গান ভরালো ঋষিবালক ঘ) মন ভরালো ঋষিবালিক

১.৭.তপনের চিরকালের বন্ধু –

ক) ছোটমামা খ)ছোটদিদি গ) ছোটমাসি ঘ) ছোটকাকা

১.৮. “তায় আমি জাগানু অকালে”- কাকে জাগানোর কথা বলা হয়েছে?

ক) রাকা খ) ইন্দ্রজিৎ গ) প্রমীলা ঘ) কুম্ভকর্ণ

১.৯. ‘অসুখী একজন’ কবিতায় শাত হলুদ দেবতার কত বছর ধ্যানে ডুবেছিল?

ক) একশো খ) পাঁচশো গ) এক হাজার ঘ) পাঁচ হাজার

১.১০. “ঈশ্বর আপনার মঙ্গল করুন”- এটি কোন ধরনের বাক্যে দৃষ্টান্ত?

ক. নির্দেশক বাক্য খ. আবেগসুচক বাক্য গ. প্রার্থনাসুচক বাক্য ঘ. উপরের কোনটি নয়।   

১.১১. ক্রিয়ার ভাব প্রধান হয়ে উঠে-

ক) কর্মবাচ্যে খ) ভাববাচ্যে গ) কর্তৃবাচ্যে ঘ)কর্মকর্তৃবাচ্যে

১.১২. অর্থবোধের জন্য বাক্যে পদসমূহ যথাযথ সাজানোকেই বলে-

ক) যোগ্যতা খ) আসক্তি গ) আকাঙ্ক্ষা ঘ) বিভক্তি

১.১৩. ‘বীণাপাণি’ এই সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য হবে-

ক) বীণা পানিতে যার খ) বীণা ও পানি গ) বীণা পানির ন্যায় ঘ) বীণা যখন পানিতে

১.১৪. “রাতে খুব বৃষ্টি হতে পারে” – এটি হল-

ক) যৌগিক বাক্য খ) সন্দেহবাচক বাক্য গ) শর্তসাপেক্ষ বাক্য ঘ) জটিল বাক্য

১.১৫. “সৌদামিনী যেমন লুকায় জলধরে”- রেখাঙ্কিত পদটি কোন কারক?

ক) কর্তৃকারক খ) কর্মকারক ঘ) অধিকরণ কারক ঘ) করণকারক

১.১৬. বিভক্তি বসে-

ক) শুধু ধাতুর পরে খ) শুধু শব্দের পরে গ) ধাতু ও শব্দের পরে ঘ) পদের পরে

১.১৭. “রক্ষকই ভক্ষক”- জটিল বাক্যে রূপান্তর করলে হয়-

ক) রক্ষক ও ভক্ষক সমান খ) রক্ষাকারীই ভক্ষণকারী গ) যে রক্ষক সে ভক্ষক ঘ) রক্ষককে ভক্ষক হতে হয়

২। কমবেশি ২০ টি শব্দের মধ্যে প্রশ্ন প্রশ্নগুলির উত্তর দাওঃ       ১X১৯=১৯

২.১. যে কোন ৪ টি প্রশ্নের উত্তর দাওঃ                     ১X৪=৪

২.১.১. ‘সূচিপত্রেও তার নাম রয়েছে’- সূচিপত্রে কার, কী নাম রয়েছে?

২.১.২. বিরাগীর মতে, ‘পরম সুখ কী’

২.১.৩. গিরিশ মহাপাত্রের পরনে কী ছিল?

২.১.৪. কোন্‌ ট্রেনটিতে নদেরচাঁদের মৃত্যু হয়েছিল?       

২.১.৫. ‘অদল বদল’ গল্পটি কে তরজামা করেছেন?

২.২. যে কোন ৪টি প্রশ্নের উত্তর দাওঃ                      ১X৪=৪

২.২.১. ‘আমাদের মাথায় বোমারু’- বলতে কী বোঝানো হচ্ছে?

২.২.২. “ছিনিয়ে নিয়ে গেল তমাকে”- কে তাকে ছিনিয়ে নিয়ে গেল?

২.২.৩. “হা ধিক মোরে”- ইন্দ্রজিৎ নিজেকে কী বলে ধিক্কার দেন?

২.২.৪. বধূরা কেন প্রদীপ তুলে ধরবে?

২.২.৫. পাঞ্চবশ্যা কারা?

২.৩. যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাওঃ                  ১X৩=৩

২.৩.১. “বাংলার একটা কথা চালু ছিল”- কথাটি কী?

২.৩.২. পরিভাষার উদ্দেশ্য কী?

২.৩.৩. “একটি দোষ প্রায় নজরে পড়ে”- কোন দোষের কথা বলা হয়েছে ?

২.৩.৪. “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই”- বক্তা কীভাবে কালি তৈরি করতেন?

সমস্ত পেপার মাধ্যমিক সাজেশন

এগুলিও পড়তে পারেন -

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button