
অনুচ্ছেদ সমূহ
1427 বাংলা ক্যালেন্ডার ডাউনলোড ,বাংলা পঞ্জিকা , বাংলা পঞ্জিকা ডাউনলোড, বাংলা ক্যালেন্ডার pdf, Bengali Calendar, download Bengali calendar, বাংলা বারো মাসের ক্যালেন্ডার, ডাউনলোড 1427 বাংলা ক্যালেন্ডার ডাউনলোড এটিও পড়ুন – 2020 দুর্গাপূজা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার, দুর্গা পুজার সময় সুচি
বাংলা ক্যালেন্ডার বাংলা সালের উপর ভিত্তি করে দিনপঞ্জি। বাংলা পঞ্জিকা অনুসারে ১২ টি মাস রয়েছে বৈশাখ, জ্যেষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্রপদ বা ভাদ্র মাস বা প্রোষ্ঠপদ, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ বা মার্গশীর্ষ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র । মাসের এই নামগুলি খুবই তাৎপর্যপূর্ণ। প্রত্যেকটি মাসের নাম এসেছে সেই মাসের পূর্ণিমার দিনে চলমান নক্ষত্রের নাম থেকে। যেমন, যে মাসের পূর্ণিমায় চিত্রা নক্ষত্র থাকে, সেই মাসের নাম চৈত্র; পূর্ণিমায় অশ্বিনী নক্ষত্র অবস্থান করলে সেই মাস হয় আশ্বিন।
রাশি মোট ১২টি, প্রত্যেকটি রাশি এক-একটি মাসের জন্য। যে মাসে সূর্য মেষ রাশিতে গমন করে, সেই মাসটি হয় চৈত্র, এই মাসে মীন ও মেষ ― উভয় রাশিই দেখা যায়। যে মাসে সূর্য বৃষ রাশিতে গমন করে, সেই মাসের নাম হয় বৈশাখ, এই মাসেও মেষ ও বৃষ ― দুটি রাশিই থাকে। এই ভাবে অন্যান্যগুলি চলতে থাকে।
হিন্দু পঞ্জিকায় পুরুষোত্তম মাস নামে একটি অধিক ত্রয়োদশ মাস আছে। চান্দ্র ও সৌর পঞ্জিকার সামঞ্জস্য বিধানের জন্য এটিকে রাখা হয়েছে।
ইংরেজি ক্যালেন্ডার অনুসারে সাধারণত বৈশাখ মাস ( এপ্রিল – মে ), জ্যেষ্ঠ (মে – জুন), আষাঢ় (জুন- জুলাই), শ্রাবণ (জুলাই- আগস্ট), ভাদ্রপদ বা ভাদ্র মাস বা প্রোষ্ঠপদ (আগস্ট- সেপ্টেম্বর), আশ্বিন (সেপ্টেম্বর- অক্টোবর), কার্তিক (অক্টোবর- নভেম্বর), অগ্রহায়ণ বা মার্গশীর্ষ (নভেম্বর- ডিসেম্বর), পৌষ (ডিসেম্বর – জানুয়ারি), মাঘ (জানুয়ারি – ফেব্রুয়ারী ), ফাল্গুন (ফেব্রুয়ারী – মার্চ) এবং চৈত্র (মার্চ – এপ্রিল) নিয়ে গঠিত হয়।
১৫৮৪ সালে প্রবর্তিত বাংলা পঞ্জিকা বা বঙ্গাব্দ পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসম রাজ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ১৯৬৬ সালে বর্তমান বাংলাদেশে এই পঞ্জিকার কিছুটা সংস্কার করে বাংলাদেশের জাতীয় পঞ্জিকা হিসেবে মেনে নেওয়া হয়, এতেও প্রত্যেক মাসে দিনসংখ্যা অপরিবর্তিত আর অধিবর্ষ আছে। নেপালে বিক্রম সংবৎ প্রচলিত। মায়ানমার, কম্বোডিয়া, লাওস, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে প্রায় বৌদ্ধ পঞ্জিকার মতো একই মাস ও সময়কালযুক্ত বর্ষপঞ্জি ব্যবহৃত হয়।
বাংলা ক্যালেন্ডার
Month name |
Romanization |
Days after 2018) |
Days |
Month name calendar) |
বৈশাখ |
Boishakh |
31 |
30.950 |
April–May |
জ্যৈষ্ঠ |
Jyoishţho |
31 |
31.429 |
May–June |
আষাঢ় |
Ashaŗh |
31 |
31.638 |
June–July |
শ্রাবণ |
Shrabon |
31 |
31.463 |
July–August |
ভাদ্র |
Bhadro |
31 |
31.012 |
August–September |
আশ্বিন |
Ashshin |
31** |
30.428 |
September–October |
কার্তিক |
Kartik |
30 |
29.879 |
October–November |
অগ্রহায়ণ |
Ogrohayon |
30 |
29.475 |
November–December |
পৌষ |
Poush |
30 |
29.310 |
December–January |
মাঘ |
Magh |
30 |
29.457 |
January–February |
ফাল্গুন |
Falgun |
30 / 31 (leap year) |
29.841 |
February–March |
চৈত্র |
Choitro |
30 |
30.377 |
March–April |
কিভাবে বাংলা ক্যালেন্ডার ডাউনলোড করবেন?
১। প্রথমে এই অয়েব সাইতে যাবেন
২। এরপর আপনার পছন্দের বছর এবং মাস নির্বাচন করবেন।
৩। তারপর ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে আপনার ক্যালেন্ডার ডাউনলোড হয়ে যাবে।
বাংলা ক্যালেন্ডার 1427 বাংলা ক্যালেন্ডার ডাউনলোড –>>> Download
1427 বাংলা ক্যালেন্ডার (বৈশাখ, জৈষ্ট, আষাঢ় ও শ্রাবন )
1427 বাংলা ক্যালেন্ডার (ভাদ্র, আশ্বিন, কার্ত্তিক ও অগ্রায়ন )
1427 বাংলা ক্যালেন্ডার (পৌষ, মাঘ, ফালগুণ ও মাঘ )
কিভাবে মোবাইলে বাংলা ক্যালেন্ডার ডাউনলোড করবেন?
১। প্রথমে গুগল প্লে ষ্টোর এ যাবেন
২। এরপর Bengali Calendar লিখে সার্চ করবেন।
৩। এরপর Bengali Calendar অ্যাপ দেখতে পাবেন
৪। সেটিকে Install করলেই আপনি আপনার মোবাইলে বাংলা ক্যালেন্ডার দেখতে পাবেন।
Download PDF – 1427 বাংলা ক্যালেন্ডার ডাউনলোড – Bengali Calendar