
ফুল সংরক্ষণঃ ফুল বা পুষ্প ইংরেজিতে Flower বলা হয়।ফুল হল উদ্ভিদের বিশেষ একটি মৌসুমী অঙ্গ যা উদ্ভিদের প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি উদ্ভিদের পরিবর্তিত বিটপ। ফুল এর সৌন্দর্যের জন্য জনপ্রিয়। ফুল থেকে উদ্ভিদের ফল হয়।পৃথিবীতে এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে ফুল ভালোবাসে না।
ফুল সংরক্ষণ করার সঠিক পদ্ধতি
গাছ থেকে ফুল তুলে ফুলদানিতে রাখলেন। কি তােড়া বেঁধে পাঠালেন বাইরে। দেখলেন ২-১ দিনের ভেতরেই ফুল গেল শুকিয়ে। পাপড়িগুলি পড়ল খসে খসে। কি কষ্ট, কি দুঃখের ব্যাপার বলুনতাে। তােলার পর ফুল যাতে যথাসম্ভব বেশি দিন টাটকা থাকে তার নিয়ম মেনে চলুন যেমন-
- ফুল ফোটার সঙ্গে সঙ্গে পুংকেশরগুলি ছিড়ে দিলে ফুল অনেকদিন টাটকা থাকে।
- ফুল তােলার পর বোঁটা ফুটন্ত জলে ২৫-৩০ সেকেণ্ড ডুবিয়ে, পরে ঠাণ্ডা জলে রেখে দিলে ফুল অনেকদিন টাটকা থাকে।
- ফুলের বোঁটায় দু-একটি পাতা থাকলে ভাল হয়।
- মাঝে মাঝে তােলা ফুলের পাপড়িতে মৃদুভাবে জলের ছিটে দেওয়া দরকার।
- ফুলদানীর জলে বােরিক এসিড (১লিটার জলে ১ গ্রাম) অথবা তামার পয়সা বা সাধারণ লবণ মিশিয়ে দেওয়া উচিত। তাড়াতাড়ি ফুল শুকিয়ে যাবে না। রােগের আক্রমণে উঁটা পচবে না।
- রােজ ফুলদানীর জল বদলাতে হবে এবং বোঁটার শেষাংশ সামান্য পরিমাণে কেটে দিতে হবে।
- বোঁটা হাত দিয়ে না ছিড়ে কাঁচি দিয়ে সাবধানে কাটা দরকার। বােটার কাটা অংশে গলান মােম লাগিয়ে দিলে, ফুল অনেকদিন টাটকা থাকে।
- পলিথিন প্যাকে আগাগােড়া মুড়ে বাইরে ফুল পাঠানাে উচিত।
- পাপড়িগুলি পুরােপুরি খােলার আগে ডালিয়ার কুঁড়ি বা আধফোটা অবস্থায় গােলাপ, মাঝখানের সবুজ ভাব মিলিয়ে যাওয়া মাত্র চন্দ্রমল্লিকা ও জিনিয়া ফুল তুললে অনেকদিন টাটকা ও সতেজ থাকে।
এটিও পড়ুন – গাঁদা ফুলের উপকারিতা জানলে চমকে যাবেন
ফেসবুকে আগমনী বার্তা- ।। শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন ইত্যাদি তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে পাশে থাকুন।