
পাত্র পাত্রি: আগমনী বার্তার সকল পাঠক পাঠিকাদের আন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আপনাদের আরেকটি নতুন পরিষেবা দিতে চলেছি। বেঙ্গল ওয়েডিং (BengalWedding.com) নামে মেট্রোমণি (Matromony) অর্থাৎ পাত্র পাত্রী খোঁজার ওয়েব পোর্টাল। আমাদের প্রত্যেকটি পরিষেবা আপনাদের বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতে পেরে সত্যি আমারা গর্বিত। আপনাদের ভালোবাসা ও অনুপেরনা আমারা সকলেই মুগ্ধ এবং অনুপ্রাণিত। বেঙ্গল ওয়েডিং এ আপনি আপনার পছন্দ মতো মনের সঙ্গীকে খুঁজে নিতে পারবেন খুব সহজে তাও আবার আপনার ভাষায়। কি কি সুবিধা পাবেন বেঙ্গল ওয়েডিং ওয়েব পোর্টালে চলুন জেনে নেওয়া যাক –
পাত্র পাত্রি খুঁজুন মনের মতো
BengalWedding এ যে সকল পরিষেবা সমূহ পাবেন –
- ফ্রীতে অসংখ্য চ্যাটিং
- ফ্রিতে অসংখ্য ম্যাসেজ
- ফ্রীতে যতখুশি প্রোফাইল দেখা
- সঙ্গী শর্টলিস্ট তৈরি করা
- সঙ্গীকে ফলো করা
- কাউকে ভালো না লাগলে উপেক্ষিত তালিকা (Ignored List) তৈরি করতে পারবেন।
- গ্যালারীতে ফটো উপলোড
- হ্যাপি স্টোরি যুক্ত করণ
- ফোট প্রাইফেসি এবং
- আরও অনেক কিছু।।
সাইটির লিঙ্ক – https://bengalwedding.com
আরও কি ভাবে সাইটিকে সাজানো যেতে পারে বিভিন্ন অভিমত জানাতে ভুলবেন না কিন্তু। আপনার অভিমতি / মতামতই আমাদের আশীর্বাদ। সকলে ভালো এবং থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।।