মাধ্যমিকপড়াশোনাবিজ্ঞানমাধ্যমিক সাজেশন

পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর: এই পোষ্টে ভৌত বিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষায় খুবই কাজে আসবে। এর আগের পোষ্টে জীবন বিজ্ঞানের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করা হয়েছে চাইলে দেখে নিতে পারো। এছারাও নিম্নে পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরর PDF দেওয়া হয়েছে, ডাউনলোড করে রেখে দিতে পারেন।

পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

  • এক্সোস্ফিয়ার কী কী গ্যাস বর্তমান থাকে ?
    উত্তর:-  হাইড্রোজেন (H,) এবং হিলিয়াম (He)।
  • সাধারণত সমুদ্রের ধারে বায়ুকল স্থাপন করা হয় কেন ?
    উত্তর:-  সমুদ্রের ধারে বায়ুর বেগ বেশি থাকে বলে।
  • বায়ুশক্তি ব্যবহারের মূল সুবিধা কী ?
    উত্তর:-  বায়ু শক্তি পরিবেশ দূষণ ঘটায় না।
  • বায়ু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তােলার অসুবিধা কী ?
    উত্তর:-   এটি ব্যয়সাপেক্ষ প্রক্রিয়া।
  • জোয়ারভাটা শক্তির উৎপাদন ক্ষমতা কীরকম হয়?
    উত্তর:- উৎপাদন ক্ষমতা খুব উচ্চ—প্রায় 80% ।
  •  জোয়ারভাটা শক্তি কি সমুদ্রের তীরে যে-কোনাে স্থানে আহরণ করা হয় ?
    উত্তর:- না।  একমাত্র উচ্চ জোয়ার যুক্ত অঞ্চলে।
  • ভূতাপ শক্তি কী ?
    উত্তর:- পৃথিবীর অভ্যন্তরের তাপ থেকে সংগৃহীত শক্তি।
  • কয়েকটি জৈব ভরের নাম উল্লেখ করাে?
    উত্তর:-  কর্ক, শুকনাে লতাপাতা, গােবর, কৃষিজ বর্জ্য ইত্যাদি।
  • পৃথিবীর যে-কোনাে স্থানে কি ভূতাপ শক্তি পাওয়া যায় ?
    উত্তর:- না। ভূতাপ শক্তির উৎস গুলো পৃথিবীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছড়ানাে।
  • জৈব ভরের মধ্যে কোন্ যৌগ থাকে ?
    উত্তর:- কার্বন
  • বায়োমাস থেকে কি ফুয়েল পাওয়া যায় ?
    উত্তর:- হ্যাঁ – বায়ো ফুয়েল (ইথানল, মিথানল ইত্যাদি) পাওয়া যায়।
  • বায়ােমাসের তাপনমূল্য তুলনামূলকভাবে কম না বেশি ?
    উত্তর:- কম।
  •  বায়োমাস কি একটি পুনর্নবীকরণযােগ্য শক্তির উৎস ?
    উত্তর:- হ্যাঁ।
  •  বর্জ্য থেকে কি বিদ্যুৎ পাওয়া যায় ?
    উত্তর:- হ্যাঁ।
  • মেরুজ্যোতি বায়ুমন্ডলের কোন স্তরে উৎপন্ন হয় ?
    উত্তর:- আয়নােস্ফিয়ারে।
  • যানবাহনের তরল জ্বালানিতে ইথানল মেশালে কী সুবিধা হয় ?
    উত্তর:- যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় কার্বন মনোক্সাইড -এ মাত্রা কম হয়।
  • Gasohol কী?
    উত্তর:-  গ্যাসােলিনের সঙ্গে 85% ইথানলের মিশ্রণ।
  • একক আয়তন মিথেন হাইড্রেট থেকে কত গুণ মিথেন পাওয়া সম্ভব ?
    উত্তর:-  164 গুণ।
  • বায়ুমণ্ডল কে কয় ভাগে ভাগ করা যায় ?
    উত্তর:-  চার ভাগে।
  • ভূপৃষ্ঠসংলগ্ন বায়ুমণ্ডলীয় স্তরের নাম কী ?
    উত্তর:-  ট্রপোস্ফিয়ার বা ক্ষুদ্ধমণ্ডল (Troposphere)।
  • শান্তমণ্ডলের উর্ধ্বসীমার অঞ্চলকে কী বলে ?
    উত্তর:-  স্ট্র্যাটেজি।
  • মেরুজ্যোতি কোথায় হয় ?
    উত্তর:- বায়ুমণ্ডলের আয়ন স্তরে তড়িদাহিত অণুর প্রভাবে মেরুজ্যোতি সৃষ্টি হয়।
  • রেডিয়াে তরঙ্গের সাহায্যে যােগাযােগে কোণ বায়ুস্তরকে কাজে লাগানাে হয় ?
    উত্তর:-  আয়নিত গ্যাসের স্তর যার নাম আয়ন স্তর (Ionosphere)
  • উচ্চতার সঙ্গে দ্রুত হারে উয়তা বাড়তে শুরু করে কোন্ স্তরে ?
    উত্তর:-  থার্মোস্ফিয়ারে।
  • কোন পদ্ধতিতে বায়ুমণ্ডলের প্রতিটি স্তরে তাপ সঞ্চালিত হয় ?
    উত্তর:-  পরিচলন পদ্ধতিতে।
  • বায়ুমণ্ডলের কোন উপাদানটির জন্য মেঘ ও বৃষ্টি হয় ?
    উত্তর:-  ট্রোপােপজে সৃষ্ট জলীয় বাষ্পের জন্য।
  • যােগাযােগকারী উপগ্রহ কত উচ্চতায় থাকে ?
    উত্তর:-  আনুমানিক 300 km উঁচুতে।
  • জেটপ্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে উড়ে চলে ?
    উত্তর:-  শান্তমণ্ডলে।
  • এভারেস্ট শৃঙ্গের উচ্চতা উয়ন কত?
    উত্তর:-  -40°C-এর কাছাকাছি।
  • সমুদ্রবায়ু ও স্থলবায়ু সৃষ্টির কারণ কী?
    উত্তর:-  পরিচলন স্রোত।
  • বায়োডিজেল কোথায় ব্যবহৃত হয় ?
    উত্তর:-  জেনারেটর চালাতে এবং ডিজেল ইঞ্জিন যুক্ত যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
  • কোনাে অঞ্চলে বায়ুর চাপের তারতম্যের জন্য যে ঝড়ের সৃষ্টি হয় তাকে কী বলে ?
    উত্তর:-  ঘূর্ণিঝড়।
  • মিথেন হাইড্রেটের সংকেত কী ?
    উত্তর:- 8CH4, 46H2O |

এগুলিও পড়ুন –

  • মাধ্যমিক পরীক্ষার্থীদের ভৌতবিজ্ঞান বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা
  • 10+ গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ
  • ODP-এর পুরাে কথাটি কী ?
    উত্তর:-  Ozone Depleting Potential(ওজোন বিনষ্ট করার ক্ষমতা)।
  • শক্তি কি সংরক্ষণ সূত্র মেনে চলে ?
    উত্তর:-  হ্যা।
  • সমস্ত শক্তির উৎস কী ?
    উত্তর:-  সূর্য।
  • কয়েকটি জীবাশ্ম জ্বালানির নাম উল্লেখ করাে।
    উত্তর:-  কয়লা, ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস ইত্যাদি।
  • ওজোনস্তর পৃথিবীপৃষ্ঠ থেকে কত উচ্চতায় থাকে ?
    উত্তর:-  20 km থেকে 50 km উচ্চতায় থাকে।
  • থার্মোস্ফিয়ারের উয়তা কি পৃথিবীর গড় উয়তার থেকে বেশি ?
    উত্তর:- হ্যাঁ।
  • কোন্ জ্বালানির তাপনমূল্য সবচেয়ে অধিক ?
    উত্তর:-  হাইড্রোজেন। তাপন মূল্য প্রায় 150 kJ/g ।
  • অতিবেগুনি রশ্মির কোন অংশ অপেক্ষাকৃত কম ক্ষতিকারক ?
    উত্তর:- UV-A রশ্মি।
  • গ্রিনহাউস এফেক্টের কারণে কি সমুদ্রতল বাড়তে পারে ?
  • উত্তর:-  হ্যাঁ।
  • ODS-এর পুরাে কথাটি কী ?
    উত্তর:-  Ozone Depleting Substances
  • নিরক্ষরেখার ওপরে ট্রোপােস্ফিয়ারের উচ্চতা কত ?
    উত্তর:-  16-18 কিলোমিটার।
  •  বায়োইথানল’ কি থেকে তৈরি হয় ?
    উত্তর:-  আখ বা ভুট্টার সন্ধান প্রক্রিয়ায়।
  • গ্রীন হাউস ইফেক্ট এর ফলে বিশ্বে কী ঘটছে ?
    উত্তর:-  বিশ্ব উন্নয়ন ঘটছে।
  • পেট্রোপ্ল্যান্ট’ জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও।
    উত্তর:-  অ্যাসক্লেপিয়াডেসি, ইউফরবিয়া ইত্যাদি।
  • মূল গ্রিনহাউস গ্যাস কোনটি ?
    উত্তর:-  CO2,
  • বায়ুমণ্ডলের কোন গ্যাস গুলোকে গ্রিনহাউস গ্যাস বলে ?
    উত্তর:-  যে সমস্ত গ্যাস ভূপৃষ্ঠ থেকে নির্গত তাপ শােষণ করে, তাদের গ্রিনহাউস গ্যাস বলে।
  • চারটি গ্রিন হাউস গ্যাসের নাম বলাে।
    উত্তর:-  CO2, NO2, CH4, এবং CFC ।
  •  জলীয় বাষ্প কি গ্রিনহাউস গ্যাস হিসেবে ধরা হয় ?
    উত্তর:-  কারণ এর স্থিতিকাল মাত্র 7 দিন।
  • মিথেন হাইড্রেট কোথায় থাকে ?
    উত্তর:-  মেরুপ্রদেশে বরফে এবং সমুদ্রের তলদেশে স্তরীভূত অবস্থায়।
  • ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস কী ?
    উত্তর:-  মিথেন হাইড্রেট।
  •  কী পদ্ধতিতে বায়ুমন্ডল সর্বাধিক উত্তপ্ত হয় ?উত্তর:-   বিকিরণ পদ্ধতিতে।
  •  ভূপৃষ্ঠ থেকে ম্যাগনেটোস্ফিয়ারের উচ্চতা কত ?উত্তর:-  1500 থেকে 10,000 কিলোমিটার।
  •  টেবিল ল্যাম্প জ্বলতে পারে কোন পদ্ধতির জন্য?উত্তর:-  পরিচলন।
  •  ওজোনস্তর সৃষ্টিতে ফোটনের ভূমিকা কী?উত্তর:-   ফোটন, আলোক রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সাহায্য করে।
  •  সব শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করার সুবিধা কী ?
    উত্তর:-   তড়িৎচালিত যন্ত্রে শক্তি অপচয় কম হয়।
  •  গ্রিনহাউস গ্যাস কমাতে কী ধরনের চুল্লি ব্যবহার করা উচিত ?উত্তর:-  পরিপূর্ণ দহন হয় এমন চুল্লি।
  •  সহনশীল বিকাশের মূল শর্ত কী ?উত্তর:-   পরিবেশের ওপর ন্যূনতম হস্তক্ষেপ।
  •  2050 সালে বায়ুমন্ডলে CO2 এর সম্ভাব্য বৃদ্ধির পরিমাণ কত হবে ?উত্তর:-  আনুমানিক 550-600 ppm |
  • বায়োডিজেল কী ?
    উত্তর:-  মিথানল, ভেজিটেবল অয়েল ও প্রাণীজ ফ্যাটের মিশ্রণ।
  •  বায়োগ্যাস কি দাহ্য ?উত্তর:-   হ্যা, এটি একটি দাহ্য গ্যাস।
  •  বায়ােগ্যাসের তাপনমূল্য কত ?উত্তর:-  (35-40) kJ/g
  •  একটি বায়োগ্যাস প্ল্যান্টের আয়ু কত বছর?উত্তর:-  প্রায় 20 বছর।
  •  বায়োগ্যাস প্ল্যান্টের ক-টি অংশ ও কী কী ?উত্তর:-  তিনটি অংশ—মিশ্রণ আধার, ডাইজেস্টার ও বহির্গমন আধার।
  •  বায়োগ্যাস প্ল্যান্টের তরল পদার্থ কী হিসেবে ব্যবহৃত হয় ?উত্তর:-   উচ্চমানের সার হিসেবে।
  •  রান্নার ক্ষেত্রে বায়োগ্যাস ব্যবহারের সুবিধা কী ?উত্তর:-  রান্নার বাসনপত্রে কালি পড়ে না।
  •  কয়লাখনিতে ড্রিল করে স্টিল পাইপ দিয়ে কোন গ্যাস সংগ্রহ করা হয় ?উত্তর:-  মিথেন।
  •  মিথেন হাইড্রেট কোথায় থাকে ?উত্তর:-  মেরুপ্রদেশে বরফে এবং সমুদ্রের তলদেশে স্তরীভূত অবস্থায়।

    এগুলিও পড়ুন

ট্যাগঃ পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF, ডাউনলোড পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ২০২১ মাধ্যমিক পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button