উচ্চ মাধ্যমিকবাংলা ব্যাকরণ

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ V থেকে XII পর্যন্ত, সাজেশন

এক কথায় প্রকাশঃ সকল ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য এই পোষ্টে কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ ( V থেকে XII পর্যন্ত) শেয়ার করা হল। আশা করি সকল পরীক্ষার জন্য এই এক কথায় প্রকাশ গুলি খুবই কাজে আসবে। আর আগের পোষ্টে 500+ গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ  নিয়ে পোষ্ট করা হয়েছে। চাইলে সেটিও পরে নিতে পারেন। বিশেষ করে যে সকল ছাত্র ছাত্রী এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে “গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ V থেকে XII পর্যন্ত, সাজেশন #2021 ”  পোষ্টটি তাদের খুব সহকারী হবে।

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ

.অকালে পক্ব হয়েছে যাঅকালপক্ব।
. অক্ষির অগোচরেপরোক্ষ।
. অক্ষির সম্মুখেপ্রত্যক্ষ।
. অগ্রে গমন করে যেঅগ্রগামী।
. অতি দীর্ঘ নয়নাতিদীর্ঘ।
. অতি শীতলও নয় অতি উষ্ণও নয়নাতিশীতোষ্ণ।
. অগ্রে জন্মগ্রহণ করেছে যেঅগ্রজ।
. অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখনদুর্ভিক্ষ।
. অনেকের মধ্যে একজনঅন্যতম।
১০. অনুসন্ধান করার ইচ্ছাঅনুসন্ধিৎসা।
১১. পশ্চাতে গমন করে যেঅনুগামী।
১২. অবশ্যই যা ঘটবেঅবশ্যম্ভাবী।
১৩. অভিজ্ঞতার অভাব যারঅনভিজ্ঞ।
১৪. অহংকার করে যেঅহংকারী।
১৫. অহংকার নেই এমননিরহংকার।
১৬. অল্প ব্যয় করে যেমিতব্যয়ী।
১৭. আকাশ পথে যে যান ব্যবহার করা যায়নভোযান।
১৮. আচারে নিষ্ঠা আছে যারআচারনিষ্ঠ।
১৯. আদি থেকে অন্ত পর্যন্তআদ্যন্ত।
২০. আপনার বর্ণ লুকায় যেবর্ণচোরা।
২১. আমিষের অভাবনিরামিষ।
২২. ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যারআস্তিক।
২৩. ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যারনাস্তিক।
২৪. আকাশে ওড়ে যেখেচর।
২৫. ইতিহাস জানেন যিনিইতিহাসবেত্তা।
২৬. ইন্দ্রিয়কে জয় করেছে যেজিতেন্দ্রিয়।
২৭. ক্ষণকালের জন্য স্থায়ীক্ষণস্থায়ী।
২৮. উপায় নেই যারনিরুপায়।
২৯. উপকার করেন যিনিউপকারক।
৩০. উপকারীর উপকার স্বীকার করাকৃতজ্ঞতা
৩১. কল্পনা করা যায় না এমনঅকল্পনীয়।
৩২. খাওয়ার ইচ্ছাক্ষুধা।
৩৩. গরুর ডাকহাম্বা।
৩৪. চোখে যার লজ্জা নেইচশমখোর।
৩৫. জন্ম থেকে আরম্ভ করেআজন্ম।
৩৬. জানা আছে যাজ্ঞাত।
৩৭. জানা নেই যাঅজ্ঞাত।
৩৮. জলে স্থলে চরে যেউভচর।
৩৯. জায়া পতিদম্পতি।
৪০. জীবন পর্যন্তআজীবন।
৪১. একই গুরুর শিষ্যসতীর্থ।
৪২. একই বিষয়ে যার চিত্ত নিবিষ্টএকাগ্রচিত্ত।
৪৩. একই সময়েযুগপৎ।
৪৪. একই সময়ে বর্তমানসমসাময়িক।
৪৫. একই মাতার উদরে জন্ম যাদেরসহোদর।
৪৫. কোনো ভাবেই যা নিবারণ করা যায় নাঅনিবার্য।
৪৬. কণ্ঠ পর্যন্তআকণ্ঠ।
৪৭. কম কথা বলে যেমিতভাষী।
৪৮. যার কোনো কিছুতে ভয় নেইঅকুতোভয়।
৪৯. যার অন্য উপায় নেইঅনন্যোপায়।
৫০. যার কাজ করার শক্তি আছেসক্ষম।
৫১. যার আকার নেইনিরাকার।
৫২. যার পীড়া হয়েছেপীড়িত।
৫৩. যার উপস্থিত বুদ্ধি আছেপ্রত্যুৎপন্নমতি।
৫৪.যিনি অধিক ব্যয় করেন নামিতব্যয়ী।
৫৫. যিনি শিক্ষা দান করেনশিক্ষক।
৫৬. যিনি বিশেষ জ্ঞান রাখেনবিশেষজ্ঞ।
৫৭. শুভক্ষণে জন্ম যারক্ষণজন্মা।
৫৮. শত্রুকে দমন করে যেঅরিন্দম।
৫৯. শৈশবকাল অবধিআশৈশব।
৬০. শুকনো পাতার শব্দমর্মর।
৬১. সকলের জন্য প্রযোজ্যসর্বজনীন।
৬২. সমুদ্র পর্যন্তআসমুদ্র।
৬৩. সমস্ত পৃথিবীর লোকের বন্দনাযোগ্যবিশ্ববন্দিত, বিশ্ববন্দ্য।
৬৪. সারা দুনিয়ায় খ্যাতজগদ্বিখ্যাত।
৬৫. সাধনা করেন যিনিসাধক।
৬৬. সিংহের ডাকহুংকার।
৬৭. সোনার মতো দেখতেসোনালি।
৬৮. হনন করার ইচ্ছাজিঘাংসা।
৬৯. হরিণের চামড়াঅজিন।
৭০. হিত কামনা করে যেহিতৈষী।
৭১. হঠাৎ রাগ করে যেরগচটা।
৭২. হাতির ডাকবৃংহণ/বৃংহিত।
৭৩. কষ্টে গমন করা যায় যেখানেদুর্গম।
৭৪. কোথাও উঁচু কোথাও নিচুবন্ধুর।
৭৫. কী করতে হবে তা বুঝতে না পারাকিংকর্তব্যবিমূঢ়
৭৬. কূলের সমীপেউপকূল।
৭৭. কর্ম সম্পাদনে পরিশ্রমীকর্মঠ।
৭৮. কল্পনা করা যায় না এমনঅকল্পনীয়।
৭৯. কোকিলের স্বরকুহু।
৮০. খাবার যোগ্যখাদ্য।
৮১. খ্যাতি আছে যারখ্যাতিমান।
৮২. ঘোড়ার ডাকহ্রেষা।
৮৩. চিরদিন মনে রাখার যোগ্যচিরস্মরণীয়।
৮৪. জানার ইচ্ছাজিজ্ঞাসা।
৮৫. জয়ের জন্য যে উৎসবজয়োৎসব।
৮৬. ডালের আগামগডাল।
৮৭. তুলনা হয় না এমনঅতুলনীয়।
৮৮. তিন রাস্তার মোড়তেমাথা।
৮৯. তাল ঠিক নেই যারবেতাল।
৯০. ত্রি (তিন) ফলের সমাহারত্রিফলা।
৯১. দমন করা যায় না এমনঅদম্য।
৯২. দিনের মধ্যভাগমধ্যাহ্ন।
৯৩. দিনে যে একবার আহার করেএকাহারী।
৯৪. দিবসের প্রথম ভাগপূর্বাহ্ন।
৯৫. দিবসের শেষ ভাগঅপরাহ্ন।
৯৬. দূরে দেখে না যেঅদূরদর্শী।
৯৭. নষ্ট হয় যানশ্বর।
৯৮.নিশাকালে চরে বেড়ায়যেনিশাচর।
৯৯. নদীমাতা যারনদীমাতৃক।
১০০. নূপুরের শব্দনিক্বণ।

এটিও পড়ুন -1000+ এক কথায় প্রকাশ অ থেকে ঔ পর্যন্ত

১০১. নতুন কিছু তৈরি করাউদ্ভাবন।
১০২. নিজের অধিকারস্বাধিকার।
১০৩. নষ্ট হয়ে যাওয়া জিনিসের গাদাআবর্জনা।
১০৪. নিজের ইচ্ছায়স্বেচ্ছায়।
১০৫. পরের অধীনপরাধীন।
১০৬. পা থেকে মাথা পর্যন্তআপাদমস্তক।
১০৭. পান করার ইচ্ছাপিপাসা।
১০৮. প্রতিভা আছে যারপ্রতিভাবান।
১০৯. পরিহার করা যায় না এমনঅপরিহার্য।
১১০. পান করার যোগ্যপেয়।
১১১. প্রহরা দেয় যেপ্রহরী।
১১২. পাখির কলরবকূজন।
১১৩. পান করার ইচ্ছাপিপাসা।
১১৪. পা হতে মাথা পর্যন্তআপাদমস্তক।
১১৫. পেছনে সরে যাওয়াপশ্চাদপসরণ।
১১৬. প্রাণ আছে যারপ্রাণী।
১১৭. ফল পাকলে যে গাছ মরে যায়ওষধি।
১১৮. বাঘের ডাকগর্জন।
১১৯. বয়সে সবচেয়ে ছোটকনিষ্ঠ।
১২০. বয়সে সবচেয়ে বড়জ্যেষ্ঠ।
১২১. বেশি কথা বলে যেবাচাল।
১২২. বরণ করার যোগ্যবরণীয়।
১২৩. বিচার নেই এমনঅবিচার্য।
১২৪. ব্যাকরণ জানেন যিনিবৈয়াকরণ।
১২৫. বীরদের মধ্যে শ্রেষ্ঠবীরশ্রেষ্ঠ।
১২৬. বেঁচে আছে এমনজীবিত।
১২৭. বিনা পয়সায়মুফত/মাগনা।
১২৮. বিভিন্ন জাতি সম্পর্কীয়বহুজাতিক।
১২৯. বড় গ্রহকে ঘিরে যে ছোট গ্রহ ঘোরে —  উপগ্রহ।
১৩০. ভয় নেই যারনির্ভীক।
১৩১. ভিক্ষার অভাবদুর্ভিক্ষ।
১৩২. ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেনভাষাবিদ।
১৩৩. ভোজন করতে ইচ্ছুকবুভুক্ষু।
১৩৪. ভাবা যায় না এমনঅভাবনীয়।
১৩৫. ভ্রমরের গানগুঞ্জন।
১৩৬. মধুর ধ্বনিমধুরা।
১৩৭. মরণ পর্যন্তআমরণ।
১৩৮. মৃতের মতো অবস্থামুমূর্ষু।
১৩৯. মেধা আছে যারমেধাবী।
১৪০. ময়ূরের ডাককেকা।
১৪১. মায়ের মতো যে ভূমিমাতৃভূমি।
১৪২. মিষ্টি কথা বলে যেমিষ্টভাষী।
১৪৩. যে গাছ অন্য গাছের ওপর জন্মেপরগাছা।
১৪৪. যে নারীর পুত্রসন্তান হয়নিঅপুত্রক।
১৪৫. যে পরিণাম বোঝে নাঅপরিণামদর্শী।
১৪৬. যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে নাবনস্পতি।
১৪৭. যে জামাই শ্বশুরবাড়ি থাকেঘরজামাই।
১৪৮. যে মেয়ের বিয়ে হয়নিঅনূঢ়া।
১৪৯. যে পরে জন্মগ্রহণ করেছেঅনুজ।
১৫০. যে জমিতে দুবার ফসল হয়দোফসলা।
১৫১. যে সংবাদ বহন করেসাংবাদিক।
১৫২. যে অত্যাচার করেঅত্যাচারী।
১৫৩. যে শব্দ বাধা পেয়ে ফিরে আসেপ্রতিধ্বনি।
১৫৪. যে অন্যের অধীন নয়স্বাধীন।
১৫৫. যে নৌকা চালায়মাঝি।
১৫৬. যেখানে লোকজন বাস করেলোকালয়।
১৫৭. যে উপকারীর উপকার স্বীকার করেকৃতজ্ঞ।
১৫৮. যে হিংসা করেহিংসক।
১৫৯. যে উপকারীর অপকার করেকৃতঘ্ন।
১৬০. যে বিদেশে থাকেপ্রবাসী।
১৬১. যে আকাশে চরেখেচর।
১৬২. যা মর্ম স্পর্শ করেমর্মস্পর্শী।
১৬৩. যা সহজে লাভ করা যায়সুলভ।
১৬৪. যা সহজে লাভ করা যায়সুলভ।
১৬৫. যা সহজে ভেঙে যায়ভঙ্গুর।
১৬৬. যা বালকের মধ্যেই সুলভবালসুলভ।
১৬৭. যা লাফিয়ে চলেপ্লবগ।
১৬৮. যা বুকে হাঁটেসরীসৃপ।
১৬৯. যা বলার যোগ্য নয়অকথ্য।
১৭০. যা চুষে খাওয়া যায়চুষ্য।
১৭১. যা জলে জন্মেজলজ।
১৭২. যা দেখা যাচ্ছেদৃশ্যমান।
১৭৩. যা পূর্বে ছিল এখন নেইভূতপূর্ব।
১৭৪. যা একইভাবে চলেগতানুগতিক।
১৭৫. যা বাক্যে প্রকাশ করা যায় নাঅবর্ণনীয়।
১৭৬. যা কষ্ট করে জয় করা যায়দুর্জয়।
১৭৭. যা হবেই/হইবেভাবী।
১৭৮. যা সহজে দমন করা যায় নাদুর্দমনীয়।
১৭৯. যা মাটি ভেদ করে ওঠেউদ্ভিদ।
১৮০. যা ফুরায় নাঅফুরান।
১৮১. যা জলে চরেজলচর।
১৮২. যা কষ্টে লাভ করা যায়দুর্লভ।
১৮৩. যা পূর্বে ঘটেনিঅভূতপূর্ব।
১৮৪. যার তল স্পর্শ করা যায় নাঅতলস্পর্শী।
১৮৫. যার বিশেষ খ্যাতি আছেবিখ্যাত।
১৮৬. যার নাম কেউ জানে নাঅজ্ঞাতনামা।
১৮৭. যার পত্নী গত হয়েছেবিপত্মীক।
১৮৮. যার ভাতের অভাবহাভাতে।
১৮৯. যার মমতা নেইনির্মম।
১৯০. যার তুলনা হয় নাঅতুলনীয়।
১৯১. যার সীমা নেইঅসীম।
১৯২. যার তুলনা নেইঅতুলনীয়।
১৯৩. যার অন্ত নেইঅন্তহীন।
১৯৪. যার শত্রু জন্মায়নিঅজাতশত্রু।
১৯৫. গরু রাখার স্থানগোহাল।
১৯৬. ঢেউয়ের ধ্বনিকল্লোল।
১৯৭. পুবের বাতাসপুবালি।
১৯৮. গরু চরায় যেরাখাল।
১৯৯. গাভির ডাকহাম্বা।
২০০. বিশ্বের যে নবীবিশ্বনবী।
২০১. বিদেশে থাকে যেপ্রবাসী।
২০২. পুতুল পূজা করে যেপৌত্তলিক।
২০৩. রুপার মতোরুপালি।
২০৪. মাটির তৈরি শিল্পকর্মমৃৎশিল্প।
২০৫. আঠা যুক্ত আছে যাতেআঠালো।
২০৬. চালচলনের উৎকর্ষসভ্যতা।
২০৭. পুরুষানুক্রমিকঐতিহ্য।
২০৮. চিত্রকর্মের কাঠামোনকশা।
২০৯. জীবন পর্যন্তআজীবন।
২১০. জনশূন্য স্থাননির্জন।
২১১. যে বৃক্ষের ফুল না হলেও ফল হয়বনস্পতি।
২১২. মধু সংগ্রহকারী পতঙ্গবিশেষমৌমাছি।
২১৩. জ্ঞানের সঙ্গে বিদ্যমানসজ্ঞান।
২১৪. আপনাকে ভুলে থাকে যেআপনভোলা।
২১৫. বিলম্বে নয় এমনঅবিলম্বে।
২১৬. স্থির নয় এমনঅস্থির।
২১৭. ফুল হতে জাতফুলেল।
২১৮. আলাপ করতে তৎপরআলাপী।
২১৯. আলোচনার বিষয়বস্তুআলোচ্য।
২২০. মুক্তি কামনা করে যেমুক্তিকামী।
২২১. মৃত্তিকা দিয়ে নির্মিতমৃন্ময়।
২২২. স্রোত আছে যারস্রোতস্বতী।
২২৩. প্রাচীন ইতিহাসপ্রত্নতাত্ত্বিক।
২২৪. প্রাণিদেহ থেকে লব্ধপ্রাণিজ।
২২৫. রোগনাশক গাছগাছড়াভেষজ।
২২৬. আলো ছড়ায় যে পাখিআলোর পাখি।
২২৭. শিক্ষা করছে যেশিক্ষানবিশ।
২২৮. বিচিত্রতায় পূর্ণ যাবৈচিত্র্যপূর্ণ।
২২৯. খাদ নেই যাতেনিখাদ।
২৩০. বনে বাস করে যেবনবাসী।
২৩১. যা বনে চরেবনচর।
২৩২. আকাশ পৃথিবীক্রন্দসী।
২৩৩. অন্বেষণ করার ইচ্ছাঅন্বেষা।
২৩৪. উদ্দাম নৃত্যতাণ্ডব।
২৩৫. যা সহজেই ভেঙে যায়ঠুনকো।
২৩৬. বিনা অপরাধে সংঘটিত হত্যাগণহত্যা

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button