উৎসব

2023 ধনতেরাস এর দিন ও তারিখ Dhanteras

ধনতেরাস কখন? জেনে নিন শুভ সময়, গুরুত্ব ও পূজার ফল

ধনতেরাস উৎসবটি অবাঙ্গালি হিন্দুরা পালন করে থাকে। বর্তমানে বাঙ্গালিরাও এই উৎসব পালন করে থাকে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই উৎসব পালন করা হয় হয়ে থাকে। এটি ( Dhanteras ) ধনত্রয়োদশী নামেও পরিচিত।

‘ধন’ শব্দের অর্থ সম্পত্তি। আর ‘ত্রয়োদশী’ শব্দের অর্থ ১৩তম দিন। দীপাবলীর উৎসবরে দুই দিন আগে এই উৎসব হয়। এদিন দেবী লক্ষ্মী তাঁর ভক্তদের গৃহে যান ও তাঁদের ইচ্ছাপূরণ করেন। এটি ভারতে দীপাবলি উৎসবের প্রথম দিন।

2023 ধনতেরাসের দিন ও তারিখ

উতসবের নাম দিন তারিখ
ধনত্রয়োদশী (Dhanteras) শুক্রবার ১০ নভেম্বর

জেনে নিন – ২০২৩ সালের অন্যান্য পুজার দিন ও তারিখ

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button