car techইংরেজিউচ্চ মাধ্যমিকজানা অজানাপড়াশোনামাধ্যমিক

ইংরেজী বিষয়ক কয়েকটি মজার টিপস ১০০% কাজের

টিপস এই পোস্টে ইংরেজি বিষয়ে এর উপর কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করা হল যেমন- সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ টির নাম কী? , vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ টির নাম কী?, vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ টির নাম কী? ইত্যাদি কিছু মজার টিপস শেয়ার করা হল। আশা করি সকলের কাজে আসবে।

ইংরেজী বিষয়ক কয়েকটি মজার টিপসগুলি হল-

1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল-
Floccinaucinihilipilification
2. 80 কে letter marks বলা হ্য় কারণ
L=12, E=5, T=20, T=20, E=5, R=
18(অক্ষরের অবস্হানগত সংখ্যা)
সুতরাং 12+5+20+20+5+18=80
3. ইংরেজি madam ও reviver শব্দকে
উল্টো করে পড়লে একই হবে।
4. “a quick brown fox jumps over the lazy
dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি
অক্ষর আছে।
5. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি
বাক্য।
6. “Education” ও “Favourite” শব্দে
সবগুলো vowel আছে।
7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল
শব্দে Q এ পরে u আছে।
9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে
৫টি vowel একসঙ্গে আছে।
10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
11. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি
শব্দ যার মধ্যে vowel নাই।
12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।
14. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
15. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ
Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।
16. Lieutenant শব্দের উচ্চারণ
লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-
দশ-পিপড়া।
17. University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
18. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
19. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।
20. ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।

বাকী টিপস গুলি পরের পৃষ্ঠায় –

এগুলিও পড়তে পারেন -

1 2Next page

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button