জি কেমাধ্যমিকমাধ্যমিক সাজেশন
তাপের ঘটনাসমূহ অধ্যায়ের প্রশ্ন উত্তর

তাপের ঘটনাসমূহ অধ্যায়ের প্রশ্ন উত্তর: এই পোষ্টে তাপের ঘটনাসমূহ অধ্যায়ের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। মাধ্যমিক ছাত্রছাত্রীদের তাপের ঘটনাসমূহ অধ্যায়ের প্রশ্ন খুজে থাকলে তাদের খুব উপকার হবে। পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এর আগের পোষ্টে আলোচনা করা হয়েছে চাইলে দেখে নিতে পার। চাকুরীর যেকোন ধরনের জিকে পড়ুন এখান থেকে।
তাপের ঘটনাসমূহ অধ্যায়ের প্রশ্ন উত্তর
- সব উয়তায় একটি পিতলের দণ্ডের দৈর্ঘ্য মাপতে কোন ধরনের স্কেল ব্যবহার করবে ?
উত্তর:- কাঠের স্কেল। - কঠিনের প্রসারণ গুণাঙ্ক ক-ধরনের ও কী কি?
উত্তর:- তিন ধরনের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ গুণাঙ্ক। - গ্যাসের কোন প্রসারণ গুণাঙ্ক হয় ?
উত্তর:- কেবলমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক। - কোন পদার্থের তাপমাত্রা বাড়ালেও প্রসারণ হয় না ?
উত্তর:- ইনভার নামক সংকর ধাতুর। - দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী ?
উত্তর:- দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক প্রতি কেলভিন বা প্রতি °C। - দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাপমাত্রার এককের ওপর নির্ভর করে কি?
উত্তর:- হ্যাঁ। সেন্টিগ্রেড বা ফারেনহাইট বা কেলভিন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আলাদা। - দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে কি ?
উত্তর:- না। এটি দুটি দৈর্ঘ্যের অনুপাত সমানানুপাতিক। - পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কীসের ওপর নির্ভর করে ?
উত্তর:- পদার্থের প্রাথমিক দৈর্ঘ্য এবং আয়তন বৃদ্ধির পরিমাণের ওপর। - সবচেয়ে বেশি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন ধাতুর ?
উত্তর:- সিসা (29 x 10^-6 /K)। - দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কী ?
উত্তর:- দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক : আয়তন প্রসারণ গুণাঙ্ক = 1:3 - কোনাে থার্মোমিটারের কুণ্ডকে গরম জলে ডােবালে থার্মোমিটারের পারদ স্তম্ভ বেড়ে যায় কেন ?
উত্তর:- কারণ, পারদ তাপের সুপরিবাহী এবং গরম জল থেকে তাপ নিয়ে প্রসারিত হয়। - বেলুন রােদে রাখলে ফুলতে থাকে কেন ?
উত্তর:- কারণ, সূর্যের তাপ গ্রহণ করে বেলুনের অভ্যন্তরস্থ বায়ু আয়তনে বাড়ে। - কোনাে ধাতব দণ্ডের তাপমাত্রা বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন?
উত্তর:- তাপীয় প্রসারণের জন্য। - গ্রীষ্মকালে বাড়ির লোহার দরজা এঁটে যায় কেন?
উত্তর:- কারণ, গ্রীষ্মকালে লোহার দৈর্ঘ্য প্রসারণ ঘটে। - উয়তার পরিবর্তনে বিভিন্ন পদার্থের প্রসারণ কি বিভিন্ন হয় ?
উত্তর:- হ্যাঁ ।
এটিও পড়ুন – একটি নদীর আত্মকথা প্রবন্ধ রচনা
- দ্বিধাতব পাত কী ?
উত্তর:- দুটি ধাতু, যারা একই তাপে একই পরিমাণ প্রসারিত হয় না, তাদেরকে একসঙ্গে রিভেট করে দিলে দ্বিধাতব পাত তৈরি হয়। - পিতল ও লোহার দ্বিধাতব পাতে কার প্রসারণ বেশি হবে?
উত্তর:- পিতলের। - পারদ ও কাচের আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হলে সাধারণ থার্মোমিটার কোন কাজ করত কি ?
উত্তর:- না। কারণ পারদস্তম্ভের কোন প্রসারণ দেখা যেত না। - ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কি দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে ?
উত্তর:- না। এই গুণাঙ্ক দুটি ক্ষেত্রফলের অনুপাত সমানানুপাতিক। - ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এর SI-তে একক কী।
উত্তর:- /KI - কাচ, কাঠ, কাপড়, তামা এগুলির মধ্যে কোনটি তাপের সুপরিবাহী ?
উত্তর:- তামা। - কোন পদার্থ কতটা তাপের পরিবাহী তা বোঝার জন্য পদার্থের কোন ধর্মের উল্লেখ করা হয় ?
উত্তর:- পরিবাহিতাঙ্ক। - কেটলির হাতলে বেত জড়ানাে থাকে কেন?
উত্তর:- গরম জলপূর্ণ কেটলি বেত জড়ানো হাত দিয়ে ধরলে গরম লাগে না, কারণ বেত তাপের কুপরিবাহী। - সুস্থির অবস্থায় (steady state) তাপ চলাচল পদার্থের কোন্ ধর্মের ওপর নির্ভর করে ?
উত্তর:- পরিবাহিতাঙ্ক। - শীতকালে কাঠ অপেক্ষা লোহা বেশি ঠান্ডা মনে হয়, যদিও দুটির তাপমাত্রা একই কারণ ব্যাখ্যা করাে।
উত্তর:- কারণ, কাঠ অপেক্ষা লােহা তাপের সুপরিবাহী। - বয়লার ড্রাম ও টিউব সাধারণত তামার তৈরি হয় কেন ?
উত্তর:- কারণ, তামা তাপের সুপরিবাহী। - কোনাে বাঁকা ধাতব দন্ড দিয়ে তাপ পরিবহন কি সম্ভব ?
উত্তর:- হ্যাঁ। - একটি তাপের সুপরিবাহী তরলের নাম বল।
উত্তর:- পারদ। - কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় মাধ্যমের অণুগুলির স্থানচ্যুতি ঘটে না?
উত্তর:- পরিবহণ পদ্ধতিতে। - কঠিন, তরল ও গ্যাসের মধ্যে কার তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি ?
উত্তর:- গ্যাসের। - গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত ?
উত্তর:- 1 / 273 - তাপ পরিবহণে মাধ্যমের স্থানচ্যুতি ঘটে না কোন পদ্ধতিতে ?
উত্তর:- পরিবহণ। - জলকে 0°C থেকে 4°C পর্যন্ত উত্তপ্ত করা হল। জলের আয়তন কীভাবে পরিবর্তিত হবে ?
উত্তর:- আয়তনের সংকোচন হবে। - তরলের তাপীয় প্রসারণের একটি ব্যাবহারিক প্রয়ােগ উল্লেখ করাে।
উত্তর:- থার্মোমিটার নির্মাণ। - একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধিতে সমপরিমাণ কয়েকটি তরলের আয়তন বৃদ্ধি কেমন হবে ?
উত্তর:- বিভিন্ন তরলের প্রসারণ বিভিন্ন হবে। - ঘরের আয়নায় একটি কাচের পাত্রকে জল দিয়ে পূর্ণ। করা হল। উষ্নতা বাড়ানাে হলে কী হবে?
উত্তর:- জল উপচে পড়বে। - গ্যাসীয় পদার্থের অবস্থা জানার জন্য কী কী জানা দরকার ?
উত্তর:- চাপ, তাপমাত্রা ও আয়তন জানা দরকার। - পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক কীসের ওপর নির্ভর করে ?
উত্তর:- পদার্থের উপাদানের ওপর। - আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কেমন হয় ?
উত্তর:- অসীম। - কোনাে পরিবাহী দণ্ডের ওপর একটি কুপরিবাহী পদার্থের আচ্ছাদন দেওয়া হল। তাপ পরিবহণের হার কি একই থাকবে ?
উত্তর:- হ্যাঁ। - গ্রীষ্মকালে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের ফলে পুকুরের উপরিভাগের জল একটু গরম হয়ে যায় ?
উত্তর:- পরিবহণ। - স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা বৃদ্ধিতে অণুর সংখ্যা বাড়বে কি ?
উত্তর:- না। অণুর সংখ্যা একই থাকবে। - বেলুন ফোলানাের সময় বেলুনের আয়তন ও চাপ দুই-ই বাড়ে। এতে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয় ?
উত্তর:- না। - সব পদার্থের তাপ পরিবাহিতা কি সমান ?
উত্তর:- না। - পদার্থের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে তাপ পরিবহণের শর্ত কী ?
উত্তর:- ওই দুটি বিন্দুর মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকতে হবে। - গ্যাসের তাপ পরিবাহিতা কিরূপ?
উত্তর:- খুবই কম, প্রায় শূন্য। - রুপাে ও তামার মধ্যে কার তাপ পরিবাহিতা বেশি ?
উত্তর:- রুপাের। - তাপ পরিবাহিতার SI-তে একক কী ?
উত্তর:- SI-তে তাপ পরিবাহিতার একক হল Js^-1’m^-1K^-1 বা Wm^-1’K^-1। - সর্বাপেক্ষা সুপরিবাহী ধাতু কোনটি ?
উত্তর:- রুপাে। - সর্বাপেক্ষা কুপরিবাহী পদার্থ কোনটি ?
উত্তর:- গ্লাস উল। - তাপ প্রবাহমাত্রা কাকে বলে ?
উত্তর:- তাপ প্রবাহের হারকে তাপ প্রবাহমাত্রা বলে। - হিরে কি তাপ ও তড়িতের সুপরিবাহী ?
উত্তর:- হিরে তাপের সুপরিবাহী, কিন্তু এর তড়িৎ পরিবাহিতা খুবই কম। - রুপাে ও হিরের মধ্যে কোনটি তাপের বেশি পরিবাহী ?
উত্তর:- হিরে। - কোন পদার্থে তাপের সবচেয়ে বেশি পরিবাহী ?
উত্তর:- হিরে। - তাপ পরিবাহিতা তড়িৎ কোন রাশির সমতুল্য ?
উত্তর:- তড়িৎ পরিবাহিতার সমতুলা। - পরিবহন পদ্ধতি দ্রুত না মন্থর ?
উত্তর:- মন্থর। - কঠিন পদার্থের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কোন পতিতা তাপের সঞ্চালন হয়?
উত্তর:- পরিবহন। - কোনাে পদার্থের তাপ রােধাঙ্ক কাকে বলে ?
উত্তর:- তাপ পরিবাহিতাঙ্কের অন্যোন্যককে। - শীতকালে পশমের জামা ব্যবহার করা হয় কেন ?
উত্তর:- কারণ, পশমের জামা তাপের কুপরিবাহী। - গামা এর একক কী ?.
উত্তর:- গামা -এর একক হল °C- বা °F1| - তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি পাত্রের প্রসারণ গুণাঙ্কের ওপর নির্ভরশীল?
উত্তর:- না, এটি তরলের নিজস্ব ধর্ম। - একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধিতে তার্পিন তেল ও জল-এর মধ্যে কে বেশি প্রসারিত হবে ?
উত্তর:- তার্পিন তেল। - কোন্ তরলের আয়তন বৃদ্ধির সঙ্গে আয়তন কমে ?
উত্তর:- 0°C থেকে 4°C-এর মধ্যে জলের। - কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি ?
উত্তর:- 4°C-এ। - 0°C থেকে 4°C পর্যন্ত জলের প্রসারণকে কী বলে ?
উত্তর:- ব্যতিক্রান্ত প্রসারণ। - 0°C থেকে 4°C পর্যন্ত জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক কেমন ?
উত্তর:- ধনাত্মক। - ছাদ ঢালাইয়ে সাধারণত কীসের রড ব্যবহার করা হয় ?
উত্তর:- লোহার রড।
এটিও পড়ুন – ভ্রমণের প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা 600 শব্দের মধ্যে
Tag: তাপের ঘটনাসমূহ PDF, জেনে নিন তাপের ঘটনাসমূহ প্রশ্ন ও উত্তর, মাধ্যমিক ভৌত বিজ্ঞানের তাপের ঘটনাসমূহ, ডাউনলোড তাপের ঘটনাসমূহ
ফেসবুকে আগমনী বার্তা- ।। শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন ইত্যাদি তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে পাশে থাকুন।
এগুলিও পড়তে পারেন -