প্রশ্নপত্রমাধ্যমিকমাধ্যমিক সাজেশন

জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

জীবজগতের নিয়ন্ত্রণঃ এই পোষ্টে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত প্রশ্ন ও উত্তরগুলি মাধ্যমিক পরীক্ষার্থীদের খুবই কাজে আসবে। এর আগের পোষ্টে ভ্রমণের প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা 600 শব্দের মধ্যে শেয়ার করা হয়েছে চাইলে দেখে নিতে পারেন। নিম্নে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF সহ শেয়ার করা হল।

জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়

  • প্রাণীদের ভৌত সমন্বয়সাধনের কাজটি কার দ্বারা সম্পন্ন হয় ?
    উত্তর:- স্নায়ুতন্ত্র।
  • স্নায়ুতন্ত্রের বিভাজনে সক্ষম ধারক কোষের নাম লেখাে।
    উত্তর:-  নিউরোগ্লিয়া।
  • স্নায়ুতন্ত্র বিহীন একটি প্রাণীর নাম কী ?
    উত্তর:- অ্যামিবা।
  • নিরেট স্নায়ুতন্ত্র কোন প্রাণীদের দেখা যায় ?
    উত্তর:- অমেরুদণ্ডী প্রাণীদের।
  •  নিউরনের অংশগুলি কী কি?
    উত্তর:- কোশদেহ এবং প্রবর্ধক। (প্রবর্ধক অ্যাক্সন নামক দুটি অংশ দ্বারা গঠিত)।
  • কোন বহুকোষী প্রাণীদেহে প্রথম স্নায়ুতন্ত্র দেখা যায় ?
    উত্তর:- হাইড্রা-র।
  • স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কী বলে ?
    উত্তর:-নিউরন বা স্নায়ুকোষ।
  •  স্নায়ুকোশের কোশদেহকে কী বলে ?
    উত্তর:-নিউরােসাইটন বা পেরিক্যারিয়ন।
  •  নিউরনের কোথায় সকল বিপাক ক্রিয়া নিয়ন্ত্রিত হয় ?
    উত্তর:-  নিউরনের কোশদেহে নিয়ন্ত্রিত হয়।
  •  স্নায়ুকোশের তোমায় সাইটোপ্লাজমকে কী বলে?
    উত্তর:- নিউ রেপ্লিজ।
  •  মায়েলিন আবরণী গঠনে কে সাহায্য করে ?
    উত্তর:- নিউরোগ্লিয়া।
  • একটি নিউরোগ্লিয়া কোষের উদাহরণ দাও।
    উত্তর:- অ্যাস্ট্রোসাইট।
  • স্নায়ু কোষ বিভাজিত হয় না কেন ?
    উত্তর:-  স্নায়ু কোষে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায়।
  • স্নায়ুকোষের চেষ্টীয় প্রবর্ধকটির নাম কী ?
    উত্তর:-  অ্যাক্সন।
  •  অ্যাক্সোপ্লাজম কী ?
    উত্তর:- অ্যাক্সনের সাইটোপ্লাজমকে অ্যাক্সোপ্লাজম বলে।
  • অ্যাক্সোপ্লাজমে কোন অঙ্গাণু থাকে না?
    উত্তর:- নিজল দানা থাকে না।
  • অ্যাক্সোলেমা কী?
    উত্তর:- অ্যাক্সোপ্লাজমের ওপরের আবরণকে অ্যাক্সোলেমা বলে।
  •  মায়েলিন আবরণ বা পর্দা কোষ থেকে গঠিত হয় ?
    উত্তর:- সোয়ান কোশ।
  • মায়েলিন সি বা মায়েলিন আবরণী কাকে বলে ?
    উত্তর:- মেডুলেটেড স্নায়ুতন্ত্র অ্যাক্সলেমা ওপরে একটি চর্বির স্তর থাকে, একে মায়েলিন সিদ বলে।
  •  নিউরিলেমা কী ?
    উত্তর:- মেডুলেটেড স্নায়ুতন্ত্র সাওয়ান কোশের ওপর একটি আবরণ থাকে, একে নিউরিলেমা বলে। নিউরিলেমা হল অ্যাক্সনের একেবারে বাইরের আবরণ।
  • মানব মস্তিষ্কের সবথেকে ছােটো অংশ কোনটি ?
    উত্তর:- মানব মস্তিষ্কের সবথেকে ছােটো অংশটি হল মধ্যমস্তিষ্ক বা মেসেনসেফালন।
  • পশ্চাৎ মস্তিষ্কের সবথেকে বড়াে এবং প্রধান অংশটির নাম লেখাে।
    উত্তর:- পশ্চাৎ মস্তিষ্কের সবথেকে বড়াে এবং প্রধান অংশটির নাম লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম।
  • রাতের অল্প আলােতে কোন কোষ অধিক সংবেদনশীল ?
    উত্তর:- রেডক্রস।
  •  শ্বসনতন্ত্রের ওপর সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রের প্রভাব কী ?উত্তর:- ব্রংকাস ও ব্রংকিয়ােলকে প্রসারিত করে।
  • হৃৎপিণ্ডের ওপর প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রের প্রভাব কী ?
    উত্তর:- হৃৎস্পন্দন কমায়।
  •  কোন্ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দেহকে কোনাে কাজের জন্য প্রস্তুত করে ?উত্তর:-  সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র।
  •  সুষুম্না স্নায়ুর প্রকৃতি কী ?উত্তর:-  প্রত্যেকটি সুষুম্না স্নায়ু এক-একটি মিশ্র স্নায়ু।
  • শ্বসনতন্ত্রের একটি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও।
    উত্তর:-  হাঁচি বা কফ উদগিরণ করা।
  • চোখের একটি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও।
    উত্তর:-  চোখের পাতা অনবরত খােলা ও বন্ধ হওয়া।
  •   সাইন্যান্স কত প্রকার ?
    উত্তর:-  তিন প্রকার।
  • দূরের বস্তু দেখার জন্য লেন্সের কী পরিবর্তন হয় ?
    উত্তর:-  সিলিয়ারি পেশীর প্রসারণের ফলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়।
  • কাছের বস্তু দেখার জন্য লেন্সের কী পরিবর্তন ঘটে ?
    উত্তর:- সিলিয়ারি পেশির সংকোচনের জন্য লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে যায়।
  • কে সর্বপ্রথম প্রতিবর্ত ক্রিয়া নামকরণ করেন ?
    উত্তর:- বিজ্ঞানী শেরিংটন।
  •  শিশুর একটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও।
    উত্তর:- হাঁটতে শেখা/কথা বলতে শেখা।
  • প্রাপ্তবয়স্কদের অর্জিত একটি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও।
    উত্তর:-  গাড়ি চালানাে/গান গাওয়া।
  • CSF-এর চলাচলের স্থান উল্লেখ করাে।
    উত্তর:- মস্তিষ্কের ফাঁপা অংশ ও সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালি।
  •  মেনিনজেসের মধ্যস্তরের বৈশিষ্ট্য কী ?উত্তর:-  জালের ন্যায় বিস্তৃত পাতলা ও সূক্ষ্ম স্তর।
  •  ডায়েনসেফালন কোন কোন্ অংশ নিয়ে গঠিত ?উত্তর:-  থ্যালামাস ও হাইপোথ্যালামাস।
  • ক্রোধ ও বেদনাবােধ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
    উত্তর:-  থ্যালামাস।
  •  ক্ষুধা, তৃয়া ও নিদ্রা মস্তিষ্কের অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়?উত্তর:-  হাইপোথ্যালামাস।
  •  রেটিনার পীতবিন্দুর বৈশিষ্ট্য কী ?উত্তর:- কেবলমাত্র কোন কোষ দ্বারা গঠিত।

এটিও পড়ুন – ৫ টি প্যারাগ্রাফ শিখলেই লিখতে পারবেন ১২৭ টি প্যারাগ্রাফ

  •  গুরু মস্তিষ্ক ও লঘুমস্তিষ্কের ওজনের আপেক্ষিক অনুপাত কত ?উত্তর:-  শিশুদের ক্ষেত্রে ৪ : 1 ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 20 : 1 ।
  • কোন্ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দেহের সাম্যাবস্থা বিঘ্নিত হওয়ার পর আবার পূর্বের অবস্থা ফিরিয়ে নিয়ে আসে ?
    উত্তর:-  প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র.
  • তারার বা পিউপিলের কাজ কী ?
    উত্তর:-  তারারন্প্রের মাধ্যমে আলােকরশ্মি চোখের মধ্যে প্রবেশ করে।
  •  লেন্সের কাজ কী ?উত্তর:-  আলোর প্রতিসরণ ঘটানাে ও আলােকরশ্মিকে রেটিনার ওপর কেন্দ্রীভূত করে ফোকাস আনা।
  •  সিলিয়ারি বডির কাজ কী ?উত্তর:-  সিলিয়ারি বডি সংকুচিত ও প্রসারিত হয়ে চোখের উপযােজনে সাহায্য করে।
  • বর্ণান্ধতা রোগের কারণ কী ?
    উত্তর:- চোখের রেটিনায় কোন কোষের সংখ্যা কম থাকলে বর্ণান্ধতা। নামক রোগ ঘটে।
  •  চোখের কোন অংশ তারার ছোট বা বড়াে হতে সাহায্য করে ?উত্তর:-  আইরিশ।
  •  অক্ষিগােলকের আকার স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে কী অসুবিধা হয় ?উত্তর:-  মায়োপিয়া।
  •  অক্ষিগােলকের আকার স্বাভাবিকের তুলনায় কম হলে কী ত্রুটি হয় ?উত্তর:-  হাইপারমেট্রোপিয়া।
  •  বয়স্কদের লিঙ্গের অস্বচ্ছতাজনিত ত্রুটি কী নামে পরিচিত ?উত্তর:- ক্যাটারাক্ট বা ছানি পড়া।
  •  উত্তর:-  স্নায়ুকোষ ব্যতীত অন্যত্র পাওয়া যায় না এমন একটি সাইটোপ্লাজমীয় বস্তুর নাম লেখাে।উত্তর:-  নিজল দানা।
  • অণু গ্রন্থির অবস্থান কোথায়?
    উত্তর:-  অক্ষিকোটরের যেখানে উর্ধ্ব নেত্রপল্লব যুক্ত থাকে সেখানে অণু গ্রন্থি অবস্থিত।
  •  মায়োপিয়া রোগের ক্ষেত্রে কোন লেন্স ব্যবহৃত হয় ?উত্তর:-  অবতল লেন্স।
  • স্নায়ুতন্ত্রের কার্যগত উপাদান গুলির নাম উল্লেখ করাে।
    উত্তর:- গ্রাহক, বাহক, কারক।
  •  মানবদেহে কারকের উদাহরণ দাও।উত্তর:- পেশি ও গ্রন্থি।
  •  নিউরােফাইব্রিলের কাজ কী ?উত্তর:- স্নায়ু স্পন্দন কোষদেহ থেকে অ্যাক্সন অভিমুখে পরিবহণ করা।
  • মায়েলিন আবরণী তৈরি করতে পারে এমন একটি কোশের নাম লেখাে।
    উত্তর:-  অলিগােডেনড্রোগ্লিয়া/সােয়ান কোশ।
  • উত্তর:-  কোন্ নিউরোগ্লিয়া কোশ জীবাণুকে ধ্বংস করেউত্তর:-  মাইক্রোগ্লিয়া।

এটিও পড়ুন

ট্যাগঃ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সংক্ষিপ্ত প্রশ্ন, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় রচনা মূলক প্রশ্ন

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button