পূজার দিন ও তারিখ

2023 জন্মাষ্টমী পূজার নির্ঘণ্ট, দিন ও তারিখ এবং ক্যালেন্ডার

কৃষ্ণ জন্ম অষ্টমী 2023 দিনাঙ্ক এবং মুহূর্ত

জন্মাষ্টমী বা কৃষ্ণজন্মাষ্টমী (kṛṣṇa janmāṣṭami) একটি হিন্দু উৎসব। এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তী ইত্যাদি।

হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে।

বিষ্ণুধর্ম্মোত্তরে লিখিত আছে, হে দ্বিজশ্রেষ্ঠ। কৃষ্ণাষ্টমীতে রোহিণীর যোগ হইলেই সেই তিথি জয়ন্তী বলিয়া অভিহিত হয়। ঐ তিথি সর্ব্বপাপহারিণী। বহু বহু জন্মে বাল্যে, কৌমারে, যৌবনে ও বার্দ্ধক্যে যে সমস্ত পাতক অনুষ্ঠিত হয়, জয়ন্তী তিথিতে উপবাস করিলে তৎ সমস্ত বিদুরিত হইয়া থাকে।

2023 জন্মাষ্টমী পূজার নির্ঘণ্ট

উৎসবের নাম দিন তারিখ
 কৃষ্ণ জন্ম ষ্টমী  বুধবার 18 সেপ্টেম্বর, ২০২৩

 

২০২৩ সালে শ্রী শ্রী কৃষ্ণের 5250 জন্মষ্টমী পালন করা হবে। বিভিন্ন মত অনুসারে এবারে জন্মষ্টমী (Krishna Janmashtami) পালন করা হবে ১৮ আগস্ট বৃহস্পতিবার এবং ১৮ সেপ্টেম্বর বুধবার। 

2022 জন্মষ্টমী পূজার নির্ঘণ্ট

উৎসবের নাম দিন তারিখ
জন্মষ্টমী পুজা   বৃহস্পতিবার  18 আগস্ট, 2021

2021 জন্মষ্টমী পূজার নির্ঘণ্ট

উৎসবের নাম দিন তারিখ
জন্ম ষ্টমী রবিবার 29 আগস্ট, 2021

পর‌মেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী তি‌থি ২০১৯:

2020 বছরে জন্মষ্টমী পূজার দিন ও তারিখঃ

উৎসবের নাম দিন তারিখ
জন্ম ষ্টমী মঙ্গলবার ১১ আগস্ট, ২০২০

2019 পর‌মেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী তি‌থি :

উৎসবের নাম দিন তারিখ
জন্ম ষ্টমী শনিবার ২৪ আগস্ট, ২০১৯

জন্মষ্টমী ব্রত ফর্দমালা

জন্মষ্টমী ব্রত ফর্দ— পঞ্চগুড়ি, পঞ্চগব্য, তিল, হরিতকী, ফুল, তুলসী, দূৰ্ব্বা, বিল্বপত্র, ধূপ, দীপ, ধুনা, আসনাঙ্গুরীয়ক ৪, মধুপর্কের বাটী ৪, নৈবেদ্য ৬, কুচা নৈবেদ্য ১, গুড়, ঘৃত, বালি, কাষ্ঠ, খােড়কে, ঘৃত ২ পােয়া, পূর্ণপাত্র ১, দধি, মধু, চিনি, তৈল, হরিদ্রা।

জেনে নিন-

জন্ম ষ্টমী কবে, জন্মাষ্টমী কবে পালন করা হয়, জন্ম ষ্টমী ২০২২, শ্রী কৃষ্ণের জন্ম ষ্টমী ২০২০, এক মাস ধরে পালন করা বৈষ্ণবদের ব্রত, জন্মষ্টমী ইতিহাস, জন্মাষ্টমী ২০২১, শ্রী কৃষ্ণের জন্মা ষ্টমী ২০২১, জন্মা ষ্টমী ২০২২, শ্রী কৃষ্ণের জন্মা ষ্টমী ২০২২, জন্মষ্টমী ২০২৩, শ্রী কৃষ্ণের জন্মা ষ্টমী ২০২৩

এটিও পড়ুন –

২০২৪ জন্মাষ্টমী পূজার নির্ঘণ্ট, দিন ও তারিখ এবং ক্যালেন্ডার

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতকথা ডাউনলোড PDF

Download

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button