2023 জগদ্ধাত্রী পুজার সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার – Jagaddhatri Puja
Jagadhatri Puja Date & Time, Jagaddhatri

অনুচ্ছেদ সমূহ
জগদ্ধাত্রী পুজার সময়ঃ জগদ্ধাত্রী (Jagaddhatri) শব্দের আভিধানিক অর্থ “জগৎ+ধাত্রী। জগতের (ত্রিভুবনের) ধাত্রী (ধারণকর্ত্রী, পালিকা)।” ব্যাপ্ত অর্থে দুর্গা, কালী সহ অন্যান্য শক্তিদেবীগণও জগদ্ধাত্রী।
জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দেবী। ইনি দেবী দুর্গার অপর রূপ। উপনিষদে এঁর নাম উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও এঁর উল্লেখ পাওয়া যায়। যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত আবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর, গুপ্তিপাড়া ও নদিয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী উৎসব জগদ্বিখ্যাত।
জগদ্ধাত্রী পূজা বাঙালি হিন্দু সমাজের একটি বিশিষ্ট উৎসব হলেও, দুর্গা বা কালী পূজার তুলনায় এই পূজার প্রচলন অপেক্ষাকৃত আধুনিক কালে ঘটে। অষ্টাদশ শতকে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় তাঁর রাজধানী কৃষ্ণনগরে এই পূজার প্রচলন করার পর এর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। যদিও দেবী জগদ্ধাত্রী যে বাঙালি সমাজে একান্ত অপরিচিত ছিলেন না, তার প্রমাণও পাওয়া যায়। শূলপাণি খ্রিস্টীয় পঞ্চদশ শতকে কালবিবেক গ্রন্থে কার্তিক মাসে জগদ্ধাত্রী পূজার উল্লেখ করেন।
কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু বাঙালির ধর্মীয় মানসে রাজসিক দেবী দুর্গা ও তামসিক কালীর পরেই স্থান সত্ত্বগুণের দেবী জগদ্ধাত্রীর।
জগদ্ধাত্রী পূজার ফর্দ
জগদ্ধাত্রী পূজা—সিন্দুর, গুরু, পূজক, ও তন্ত্রধারক বরণ ৩, বরণাঙ্গুরীয়ক ৩, যজ্ঞােপবীত ৩, বরণডালা, তিল, হরিতকী, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, পঞ্চশস্য, পঞ্চপল্লব, ঘট ১, সশীষ ডাব ১, একসরা আতপ তণ্ডুল, কুণ্ডহাঁড়ি ১, তেকাঠা ১, তীরকাঠি ৪, ঘটাচ্ছাদন গামছা ১, জগদ্ধাত্রীর তিনপূজার শাটী ৩, বিষ্ণুর ধুতি ১, সিংহের ধুতি ১, শিবের ধুতি ১, নারদের ধুতি, ১, আসনাঙ্গুরীয়ক ৭ মধুপর্কের বাটী ৭, নৈবেদ্য ১০, কুচা নৈবেদ্য ১, চন্দ্রমাল্য ৩, পূষ্পমাল্য ৩, পুষ্প প্রভৃতি, বিল্বপত্রমাল্য ৩, থালা ৩ বা ১, ঘটি, লােহা, নথ, সিন্দুরচুবড়ি, পট্টবস্ত্র ৩, দধি, মধু, চিনি, শঙ্খ ১ জোড়া, রচনা, কাষ্ঠ, খােড়কে, গব্যঘৃত আধ সের, হােমের বিল্পপত্র ১০৮ বা ২৮, ভােগের দ্রব্যাদি, পান, পানের মশলা, ছাগাদি বলিদান, পূর্ণপাত্র, দক্ষিণা।
জগদ্ধাত্রী পুজার সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার
২০২৩ জগদ্ধাত্রী পুজার সময়, দিন ও তারিখঃ
উৎসবের নাম | দিন | তারিখ |
জগদ্ধাত্রী পুজা | মঙ্গলবার | ২১ নভেম্বর, ২০২৩ |
বাংলা পঞ্জিকা অনুসারে -৪ অগ্রাহায়ন, ১৪৩০
2022 জগদ্ধাত্রী পুজা হয়েছিল
উৎসবের নাম | দিন | তারিখ |
জগদ্ধাত্রী পুজা | বুধবার | ২ নভেম্বর, ২০২২ |
বাংলা পঞ্জিকা অনুসারে – 16 কার্ত্তিক ১৪২৯
২০২১ জগদ্ধাত্রী পুজার দিন ও তারিখঃ
উৎসবের নাম | দিন | তারিখ |
জগদ্ধাত্রী পুজা | শুক্রবার | ১২ নভেম্বর, ২০২১ |
বাংলা পঞ্জিকা অনুসারে – ২৬ কার্ত্তিক ১৪২৮
২০২০ জগদ্ধাত্রী পুজার দিন ও তারিখঃ
উৎসবের নাম | দিন | তারিখ |
জগদ্ধাত্রী পুজা | সোমবার | ২৩ নভেম্বর, ২০২০ |
বাংলা পঞ্জিকা অনুসারে – ৭ অগ্রাহায়ন, ১৪২৭
২০১৯ জগদ্ধাত্রী পুজার দিন ও তারিখঃ
উৎসবের নাম | দিন | তারিখ |
জগদ্ধাত্রী পুজা | মঙ্গলবার | ৫ নভেম্বর, ২০১৯ |
জেনে নিন-
২০২৪ জগদ্ধাত্রী পুজার সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার – Jagaddhatri Puja