বাবার কাছে ছেলের চিঠি । পিতাকে ভালো মন্দ জানিয়ে পত্র
হোস্টেলে কেমন পড়াশোনা করেছে তা জানিয়ে বাবাকে পত্র

বাবার কাছে ছেলের চিঠি । পিতাকে ভালো মন্দ জানিয়ে পত্র । হোস্টেলে কেমন পড়াশোনা করেছে তা জানিয়ে বাবাকে পত্র। হিন্দু রিতি অনুযায়ী হোস্টেলে মাধ্যমিক পরীক্ষার কেমন পড়াশোনা করেছে তা জানিয়ে বাবাকে পত্র। ইংরেজিতে কিভাবে পিতাকে ভালো মন্দ জানিয়ে পত্র লিখবেন এখানে।
বাবার কাছে ছেলের চিঠি
জয় গুরু
নিউ পূবালী মুদ্রায়ণ
৪৬/১ হেমেন্দ্র দাস রোড,
জেলাঃ- দক্ষিন দিনাজপুর
তারিখঃ-০৩/০৭/২০২২
শ্রীচরণকমলেষু বাবা,
আমার ভক্তিপূর্ণ সহ প্রনাম নেবেন। কয়েকদিন আগে আপনার স্নেহসিক্ত চিঠি পেয়েছি। চিঠি পেয়ে সকল বিষয় অবগত হোলাম। খুব তারাতারি আমাদের টেস্ট পরীক্ষা শরু হবে। বিগত দু-বছর অজস্র পরিশ্রম করে পড়াশুনা করেছি । আমি সারা জীবনে আপনার আদেশ পালনের চেষ্টা করি। এই কঠোর পরিশ্রমের ফল যাতে পরীক্ষায় লাভ করতে পারি তারজন্য আপনার আর্শিরবাদ একান্তই কাম্য। আপনার আর্শিরবাদে সব পরীক্ষাতেই আশাতীত ফল লাভ করিছি। আশা করি, এবারেও সাফল্য লাভ করবো আপনার মুখোজ্জ্বল করতে পারব ।
আমাকে নিয়ে কোণ চিন্তা করবেন না আমি সুস্থ আছি ভালো আছি । ভাই বোন, কাকা, কাকিমা সবাই কেমন আছে। তাদের কে শ্রদ্ধা ও ভালোবাসা জানাবেন। মা-কে আমার প্রনাম জানাবেন ।
ইতি
আপনাদের আদরের
নিখিল
এটিও পড়ুন – পুত্রের কাছে বাবার পত্র । পুত্রকে কুশলাদি জানিয়ে চিঠি