মাইক্রোসফট ওয়ার্ডকম্পিউটার

মাইক্রোসফট অফিস ওয়ার্ড কীবোর্ড শর্ট কাট – MS Word Short Cut Key

অফিশিয়াল (ডকুমেন্টেশন ) কাজ করার ক্ষেত্রে সবার আগে সফটওয়্যার সিসেবে এম এস অফিস ওয়ার্ড (Microsoft Office Word) আসে। ইমেল থেকে শুরু করে খেলার প্যাড পর্যন্ত সবই করি এই অফিস ওয়ার্ড ব্যবহার করে। ওয়ার্ডে খুব দ্রুত কাজ করার জন্য কিছু প্রয়োজনীয় কিছু শর্ট কাট কী শেয়ার করা হল।

Shortcut                Description    

Ctrl+N-              ডকুমেন্ট শুরু করুন।(start)
Ctrl+O-              ওপেন ডায়ালগ বক্স প্রদর্শন করুন।(open)
Ctrl+W –            অ্যাকটিভ ডকুমেন্ট বন্ধ করুন।(close)
Ctrl+S-             ডকুমেন্ট সংরক্ষণ বা সেভ করুন।(save document)
Ctrl+P –              প্রিন্ট ডায়ালগ বক্স প্রদর্শন বা প্রিন্ট করার জন্য প্রেস করুন।(print the active page)
Alt+Ctrl+I –      প্রিন্ট কত পেইজ থেকে কত পেইজ  হবে বা প্রিন্ট প্রিভিউ প্রদর্শন করার জন্য প্রেস করুন।
Alt+Ctrl+P –     প্রিন্ট লেআউট প্রদর্শন করার জন্য প্রেস করুন।(switch to print layout view)
Alt+Ctrl+O –    আউটলাইন ভিউ প্রদর্শন করার জন্য প্রেস করুন।(switch to outline view)
Alt+Ctrl+N –    ড্রাফট ভিউ প্রদর্শন করার জন্যপ্রেস করুন।(switch to draft view)
Ctrl+F    –       কোন ওয়ার্ড সার্চ করার জন্যপ্রেস করুন।(to use for find)
Alt+Ctrl+Y-    আরেকটা ওয়ার্ড সার্চ করার জন্য(একটা সার্চ রিপ্লেস করার পর)(to use for search)
Ctrl +H   –      রিপ্লেস ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্য প্রেস করুন।(to use for replace)
Ctrl+G    –      গো টু ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্যপ্রেস করুন।(to use for go to)
Alt+Ctrl+ Z- আপনি শেষ চারটি জায়গায় সংশোধন করেছেন তা প্রদর্শন করবে।(switch between the last 4 places that you have edited)
Ctrl+PageUp-  পূর্বের সংশোধনের স্থানে যাওয়ার জন্য প্রেস করুন।(move to previous page)
Ctrl+PageDown -পরের সংশোধনের স্থানে যাওয়ার জন্যপ্রেস করুন।(move to next page)
Ctrl+1- সিঙ্গেল লাইন স্পেসিং সেট করার জন্য।(Single-space lines.)
Ctrl + 2- ডাবল লাইন স্পেসিং সেট করার জন্য।(Double-space lines.)
Ctrl+5 – দেড় লাইন স্পেসিং সেট করার জন্য।(1.5-line spacing.)
Ctrl+0 – এক লাইন স্পেস দেওয়ার জন্য ২টি প্যারাগ্রাফের মধ্যে।(Toggles 6pts of spacing before a paragraph.)
Ctrl +E- একটি প্যারাগ্রাফকে মাঝখানে সেট করে।(Aligns the line or selected text to the center of the screen.)
Ctrl+J- একটি প্যারাগ্রাফকে জাস্টিফাইড  অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।(Aligns the selected text or line to justify the screen.)
Ctrl+R- একটি প্যারাগ্রাফকে রাইট  অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।(Aligns the line or selected text to the right of the screen.)
Ctrl+L-  একটি প্যারাগ্রাফকে লেফট অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।(Aligns the line or selected text to the left of the screen.)
Ctrl+F9        খালি ফিল্ড ইনসার্ট করার জন্য।
Ctrl+M- বাম দিক থেকে ইনডেন্ট দেওয়ার জন্য(Indent the paragraph.)
Ctrl+Shift+M- বামদিক থেকে প্যারাগ্রাফ ইনডেন্ট বাদ দেয়ার জন্য।()
Ctrl+T- হ্যাংগিং ইনডেন্ট দেওয়ার জন্য।
Ctrl+Shift+T- হ্যাংগিং ইনডেন্ট কমানোর জন্য।(Create a hanging indent.)
Ctrl+Q- প্যারাগ্রাফ ফরম্যাটিং দূর করার জন্য।
Shift +Enter একটি প্যারাগ্রাফে একটি নতুন লাইন শুরু করার জন্য্।
Ctrl + Enter  পেজ ব্রেক ইনসার্ট করার জন্য।
Ctrl + shift+ Enter কলাম ব্রেক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+Minus Sign একটি em ড্যাশ ইনসার্ট করার জন্য।
Ctrl+Minus Sign  একটি en ড্যাশ ইনসার্ট করার জন্য।
Ctrl + Hyphen একটি অপশনাল হাইপেন ইনসার্ট করার জন্য।(to create a optional hyphen)
Ctrl + Shift + Hyphen  নন ব্রেকিং হাইপেন ইনসার্ট করার জন্য।
Ctrl + Shift + Spacebar  নন ব্রেকিং স্পেস ইনসার্ট করার জন্য।
Alt + Ctrl + C  কপিরাইট প্রতীক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+R  রেজিষ্টার্ড ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+T  ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+Full Stop  উপবৃত্ত ইনসার্ট করার জন্য।
Backspace – বামদিক থেকে একটি বর্ণ ডিলিট করার জন্য।
Ctrl + Backspace – বামদিক  থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।
Delete – ডানদিন থেকে একটি বর্ণ ডিলিট করার জন্য।
Ctrl + Delete – ডানদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।
Ctrl+ Z – শেষ কাজটি বাতিল করার জন্য।
Ctrl + C – নির্বাচিত টেক্সট কপি করার জন্য।
Ctrl + X – নির্বাচিত টেক্সট কাট করার জন্য।
Ctrl+V – কপি/কাট করা টেক্সট পেস্ট করার জন্য।
Alt+Shift +R –  হেডার অথবা ফুটারের পূর্বের অংশ কপি করার জন্য।
Ctrl +Alt +V – পেস্ট স্পেশাল ডায়ালগ বক্স প্রদর্শনের জন্য।
Ctrl + Shift + V – শুধু ফরম্যাটিং পেস্ট করার জন্য
Alt+shift+K- মেইল মার্জ প্রদর্শনের জন্য।
Alt+Shift+N- ডকুমেন্ট মার্জড করার জন্য।
Alt+Shift+M- মার্জড ডকুমেন্ট প্রিন্ট করার জন্য।
Alt+Shift+E- মেইল মার্জড ডাটা ডকুমেন্ট এডিট করার জন্য।
Alt+shift+F- একটি মার্জ ফিল্ড ইনসার্ট করার জন্য।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button