বাংলা ব্যাকরণ
গল্প লিখনের জন্য পালনীয় নিয়ম

গল্প লিখনের জন্য পালনীয় নির্দেশঃ এই পোষ্টে গল্প লিখতে গেলে যেসমস্ত নিয়ম অনুসরণ করতে হয়। তা শেয়ার করা হল। এর আগের পোষ্টে মনের মধ্যেকার ভয় দূরকরার উপায় উপায় শেয়ার করা হয়েছিল। চাইলে দেখে নিতে পারেন।
গল্প লিখনের জন্য পালনীয় নিয়ম
- প্রথমেই মনে মনে গল্পের প্লট বা কাহিনির কাঠামােটিকে ভেবে নিতে হবে। যদি কাহিনির সংকেত-সূত্র দেওয়া থাকে তাহলে সেই সংকেত-সূত্রটিকে ভিত্তি করে কীভাবে গল্পটিকে গড়ে তােলা হবে তা ভেবে নেওয়া দরকার।
- গল্পের কাহিনি এমনভাবে বিন্যস্ত হওয়া দরকার যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠকের কৌতূহল থাকে।
- প্রশ্নপত্রে প্রদত্ত সংকেত-সূত্র অনুযায়ী গল্প লেখার ক্ষেত্রে গল্পের আয়তন এবং চরিত্রসংখ্যার দিকে বিশেষভাবে নজর রাখতে হবে।
- পরীক্ষার উত্তরপত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে গল্পটি শেষ করতে না পারলে হবে না। তাই গল্পটি যথাসম্ভব সংক্ষিপ্ত হওয়া প্রয়ােজন। চরিত্রসংখ্যাও যাতে বেশি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
- গল্পের একটি তাৎপর্যপূর্ণ শিরােনাম দিতে হবে।
- গল্পটি যদি নীতিগল্প হয় তাহলে গল্পের শেষে একটি নীতিবাক্য দেওয়া যেতে পারে।
- গল্প শুধু বিবৃতিমূলক হলে তার আকর্ষণ কমে যায়। সেজন্য প্রয়ােজনীয় সংলাপ থাকা দরকার।
- গল্পের ভাষা হওয়া উচিত সহজ সরল। কঠিন শব্দ, দীর্ঘ বাক্য যথাসম্ভব পরিহার করা বানীয়।
- গল্পের সমাপ্তি-অংশটি যাতে আকর্ষণীয় হয়, সে বিষয়ে সচেতন হতে হবে।
এটিও পড়ুন – দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ – ভাব