খেলাধুলাজানা অজানাজি কে

সর্বকালের সেরা ক্যুইজ সকল ছাত্র ছাত্রীদের জন্য । GK With Answers

সর্বকালের সেরা ক্যুইজ | সর্বকালের সেরা ক্যুইজ সকল ছাত্র ছাত্রীদের জন্য । GK With Answers | সর্বকালের সেরা ক্যুইজ | সর্বকালের সেরা ক্যুইজ সকল ছাত্র ছাত্রীদের জন্য । GK With Answers |

সর্বকালের সেরা ক্যুইজ

প্রঃ- ভারতবর্ষ কথাটি প্রথম কোথায় পাওয়া যায়?

উঃ ঋগ্বেদে।

প্রঃ- ভারতে প্রথম টাকার প্রচলন হয় কার আমলে?

উঃ সমুদ্রগুপ্তের আমলে।

প্রঃ- আমাদের জাতীয় সঙ্গীত গাইবার সময় সীমা কত?

উঃ বাহান্ন সেকেণ্ড।

প্রঃ ভারতের জাতীয় পণ্ড কী?

উঃ রয়‍্যাল বেঙ্গল টাইগার।

প্রঃ- ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন?

উঃ সুকুমার সেন।

প্রঃ- পৃথিবীর মোট জনসংখ্যার কত অংশ ভারতে বসবাস করে?

উঃ-১৬ শতাংশ।

প্রঃ – ভারত কত সালে রাষ্ট্রপুঞ্জের সদস্যপদ লাভ করে?

উঃ ১৯৪৫ সালে।

প্রঃ- কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করে?

উঃ পারসিক।

প্রঃ- ভারতের জাতীয় ফল কী?

উঃ- আম।

প্রঃ- ভারতে কবে থেকে মাতৃকালীন ছুটি আইন চালু হয়?

উঃ ১৯৬১ সালে।

প্রঃ – অন্ধ মানুষদের লেখাপড়ার পদ্ধতিটির নাম কী?

উঃ লুই ব্রেইল পদ্ধতি।

প্রঃ- দিল্লীর আগে ভারতের রাজধানী কোথায় ছিল?

উঃ- কলকাতা, ১৯১১ সাল পর্যন্ত।

প্রঃ- কোন গ্রহের পশ্চিম দিকে সূর্যোদয় হয় এবং অস্ত যায় পূর্ব দিকে?

উঃ ভেনাস গ্রহ।

প্রঃ – মাউন্ট এভারেস্টের পূর্বে কী নাম ছিল?

উঃ ১৫৮৬ সালের আগে এভারেস্টের নাম ছিল-এক্স, ভি, পিক

প্রঃ-রবীন্দ্রনাথের প্রথম জন্মদিনের উৎসব অনুষ্ঠিত হয় কত সালে?

উঃ-১২৯৪-এর পাঁচশে বৈশাখ, ১৮৮৭ সালের ৭ মে, কবির ভাগনি সরলাদেবীর প্রচেষ্টায়, তখন তাঁর বয়স ২৭।

প্রা জীবদ্দশাতে, কবিগুরু রবীন্দ্রনাথের শেষ জন্মোৎসব হয় কত সালে?

প্রশ্ন ভারতে স্বাধীনতার পর প্রথম কার ফাঁসি হয়েছিল?

উঃ নাথুরাম গদসের।

উঃ ১৯৪১ সালের পঁচিশে বৈশাখ।

প্রঃ- কবিগুরু তাঁর শেষ জন্মদিনে কি গান রচনা করেছিলেন?

উঃ- হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ’।

প্রঃ- ক্রিকেট ব্যাট তৈরি হয় কী কাঠ দিয়ে?

উঃ উইলো কাঠ দিয়ে।

প্রঃ- প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান?

উঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রঃ- প্রথম কোন বাঙালী জ্ঞানপীঠ পুরস্কার পান?

উঃ- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

প্রঃ- লণ্ডনের আগে ইংলণ্ডের রাজধানী কোথায় ছিল?

উঃ- উইনচেষ্টার।

প্রঃ- দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম নক্সাটি তৈরি করেন কে?

উঃ মেঘনাদ সাহা।

প্রঃ কোন দেশের লোকেরা সবচেয়ে বেশি চকোলেট খান?

উঃ সুইজারল্যান্ডের লোকেরা, জনপ্রতি গড়ে বছরে প্রায় সাড়ে এগারো কেজি।

প্রঃ- লিখে পরীক্ষা দেবার রীতি কোন সময় থেকে চালু হয়?

উঃ- ১৭০২ খ্রিষ্টাব্দে ইংল্যাণ্ডের কেম্ব্রিজ ট্রিনিটি কলেজে সর্বপ্রথম লিখে পরীক্ষা দেওয়ার নিয়ম চালু হয়।

প্রঃ কোন সাপ চলার সময় ঝুম ঝুম শব্দ হয়?

উঃ- দক্ষিণ আমেরিকার এক ধরনের সাপ, নাম র‍্যাটেল স্নেক।

প্রঃ- টুথব্রাশের আবিষ্কারক কে?

উঃ- উইলিয়ম অ্যাডিস। তিনি কারাবাসে থাকাকালীন এই আবিষ্কার করেছিলেন।

প্রঃ- “সারে জাঁহা সে আচ্ছা” গানটি কার লেখা?

উঃ মহম্মদ ইকবাল।

প্রঃ ‘Post Card’ কবে চালু হয়?

উঃ ১৮০৮ সালে অস্ট্রীয়াতে।

প্রঃ-সত্যজিৎ রায়ের শখ কী ছিল?

উঃ-পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের পুরোনো রেকর্ড জমানো।

প্রঃ – একটি ছয় বছরের শিশু গড়ে দিনে কত বার হাসে?

উঃ কমবেশী ৩০০ বার।

প্রঃ – পৃথিবীর দীর্ঘতম সাপের কী নাম?

উঃ-অ্যানাকোন্ডা ৩৭ ফুট লম্বা, ওজন ১০০০ পাউণ্ড

প্রঃ- পিতল কী কী ধাতু দিয়ে তৈরি?

উঃ কপার ও জিঙ্ক।

প্রঃ- কোন শহরকে বাতাসের শহর বলা হয়?

উঃ আমেরিকার শিকাগোকে।

প্রঃ- সলমন রুশদি বিখ্যাত হয়েছিলেন কোন্ বইটি লিখে?

উঃ স্যাটানিক ভার্সেস।

প্রঃ- ‘হ্যাপিবার্থ ডে টু ইউ’ গানটি কে লিখে ছিলেন?

উঃ- মিলড্রেড জে এবং প্যাটি স্মিথ হিল ১৯৩৬ সাল।

প্রঃ – অক্সিজেন কথাটির আক্ষরিক অর্থ কী?

উঃ অম্ল উৎপাদক।

প্রঃ – মানুষের সবচেয়ে বড় ইন্দ্রিয় কোনটি?

উঃ- দেহের চামড়া।

প্রঃ- কোন প্রাণী তিরিশটি হাতির ওজনের সমান?

উঃ- নীলতিমি।

প্রঃ- সবচেয়ে বড় সামুদ্রিক স্তন্যপায়ী প্রানীর নাম কী?

উঃ- তিমি।

প্রঃ- টারজানের ছেলের নাম কী?

উঃ কোরাক।

প্রঃ – অলিম্পিকের পাঁচটি রিং-এর মানে কী?

উঃ- পাঁচটি মহাদেশের প্রতীক।

প্রঃ- টাইটানিক চলচ্চিত্রের পরিচালকের নাম কী?

উঃ- জেমস ক্যামেরন। •

প্রঃ- কোন কবি কবিতা লেখার আগে সাদা জামা পরে নিতেন?

উঃ- পি. বি. শেলি।

প্রঃ- রবীন্দ্রনাথের ইংরাজী গীতাঞ্জলির ভূমিকা কে লিখেছিলেন?

উঃ- উইলিয়াম বাটলার ইয়েটস। •

প্রঃ – বিশ্বের সবচেয়ে বড় মহাকাব্য কী?

উঃ- মহাভারত।

প্রঃ- কোন রক্ত কনিকা রোগ জীবানু ধ্বংস করে?

উঃ শ্বেত রক্ত কনিকা। •

প্রঃ- ভিটামিন আবিষ্কার করেন কে?

উঃ- ১৯১২ সালে বিজ্ঞানী ফ্রাঙ্ক।

প্রঃ- বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতুর তার দিয়ে?

উঃ-টাংস্টেন।

প্রশ্ন: দেহে নাইট্রোজেন যোগান কোথা থেকে পাওয়া যায়?

উঃ প্রোটিন।

প্রঃ- সবচেয়ে হাল্কা ধাতু কী?

উঃ লিথিয়াম।

প্রঃ- বিনয়-বাদল-দীনেশ কবে রাইটার্স বিল্ডিং অভিযান করেন?

উঃ- ১৯৩০ সালের ৮ই ডিসেম্বর।

প্রঃ VCR তৈরি হয় কত সালে?

উঃ ১৯৫৬ সালে।

প্রঃ- বিদেশে কোথায় ৩৮ক্স ডাক্তার ভারতীয়?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রে।

প্রঃ স্পেন শব্দটির আক্ষরিক অর্থ কী?

উঃ The Land of Rabbits

প্রঃ ইন্টারনেটের মাধ্যমে প্রথম স্তুপ্ত পাঠানো হয় কবে থেকে?

উঃ-১৯৭২ সালে।

প্রাঃ শামুক কত দিন ঘুমায়?

উঃ তিন বছর।

প্রঃ- শিশু জন্মের সময় দেহে কতটি হাড় থাকে?

উঃ ৩০০ টি।

প্রঃ- পূর্ণ বয়স্ক হলে হাড়ের সংখ্যা হয় কতগুলি?

উঃ ২০৬ টি।

প্রঃ-একজন সাধারণ মানুষ সারাজীবন দাড়ি না কামালে-তা কত লম্বা হবে?

উঃ তিরিশ ফুটা

প্রঃ- পৃথিবীর প্রাচীনতম চিকিৎসাশাস্ত্র কী?

উঃ ভারতের আয়ুর্বেদ।

প্রঃ- আঙ্গুলের ছাপ প্রত্যেকের আলাদা হয়, ঐরূপ দেহের আর কোন অঙ্গের ছাপ প্রত্যেকের আলাদা হয়?

উঃ- জিভের ছাপ।

প্রঃ- কোন দেশের আশি শতাংশ মানুষদের পছন্দের রঙ নীল?

উঃ আমেরিকানদের।

প্রঃ- কোন শহরে যত মানুষ আছে তার চেয়ে বেশি টেলিফোন আছে?

উঃ ওয়াশিংটন।

প্রঃ- চার বছরের বাচ্চা গড়ে দিনে কত প্রশ্ন জিজ্ঞেস করে?

উঃ চারশ।

প্রঃ– একজন মানুষ ঘন্টায় গড়ে কতটি শব্দ বলে?

উঃ ৪৮৫০টি।

প্রঃ- একজন সুস্থ মানুষ দিনে গড়ে কতবার হাসেন

উঃ পাঁচবার।

প্রঃ রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলে সর্বপ্রথম কে সম্মানিত করেন?

উঃ ব্রহ্মবান্ধব উপাধ্যায়।

প্রঃ- ইংরাজিতে স্কুল কথাটি এসেছে কোথা থেকে?

উঃ গ্রীক শব্দ থেকে।

প্রঃ রবীন্দ্রনাথ কি কি ছদ্মনামে লিখতেন?

উঃ-আন্নাকালী, পাকড়াশী, ভানুসিং প্রভৃতি নামে।

প্রঃ- ডুবে যাওয়ার সময় টাইটানিক জাহাজে কত যাত্রী ছিল?

উঃ-২২২৭ জন।

প্রঃ- কোন ভারতীয় ১৮ টি ভাষায় এম. এ. পাশ করেন ও ৩৪ টি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন?

উঃ হরিনাথ দে।

প্রঃ- রবীন্দ্রনাথকে প্রথম কে গুরুদেব সম্মানে সম্মানিত করেন?

উঃ-মহাত্মা গান্ধী।

প্রঃ- কম্পিউটার কে আবিস্কার করেন?

উঃ চার্লস ব্যাবেজ।

প্রঃ- রবীন্দ্রনাথের কোন গল্পটি প্রথম ইংরাজীতে অনুবাদ করা হয়?

উঃ-বিচারক।

প্রঃ – শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজরোষে বাজেয়াপ্ত হয়েছিল?

উঃ-পথের দাবী।

প্রঃ- রাজ্যসভা সদস্য হতে গেলে প্রার্থীর নুন্যতম বয়স কত হবে?

উঃ ৩০ বছর।

প্রঃ- ভারত সরকারের টাকা ও স্ট্যাম্প ছাপা হয় কোথায়?

উঃ নাসিক-এ।

প্রঃ- পশ্চিম বাংলায় প্রথম ট্রেন চলেছিল কবে?

উঃ- ১৫ই আগষ্ট ১৮৫৪ (হাওড়া থেকে হুগলী পর্যন্ত)।

প্রঃ- কতসালে ২৪ পরগণা জেলা দুই ভাগে বিভক্ত হয়?

উঃ ১৯৮৬ সালে ১লা মার্চ

প্রঃ – কত সালে মেদিনীপুর জেলা ভাগ হয়?

উঃ ২০০২ সালের ১লা জানুয়ারী।

প্রঃ- কত সালে মুর্শিদাবাদ জেলার জন্ম হয়?

উঃ ১৭৮৬ সালে ১৮ই এপ্রিল।

প্রঃ- কোন জেলা থেকে হুগলী জেলার জন্ম হয়?

উঃ বর্ধমান।

প্রঃ- ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়?

উঃ রাজা রামমোহন রায়।

প্রঃ – একজন প্রাপ্ত বয়স্কের মিনিটে কতবার হৃদস্পন্দন হয়?

উঃ ৭২ বার।

প্রাঃ- রক্তের গ্রুপ কে আবিস্কার করেন?

উঃ স্টেইনার এবং কার্ল বিজ্ঞানীদ্বয়।

প্রঃ- রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় কবে?

উঃ ১৮৯৭ খ্রিষ্টাব্দে।

প্রঃ- ভারতরত্ন উপাধি প্রথম কোন মহিলা পেয়েছেন?

উঃ- ইন্দিরা গান্ধী।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button