কিবোর্ড ছারাই কম্পিউটার চালান #1 Tips

অনুচ্ছেদ সমূহ
কম্পিউটারের অন্যান্য ডিভাইসের মতোই কিবোর্ড এবং মাউস গুরুত্বপূর্ণ ডিভাইস। হটাৎ কিবোর্ড নষ্ট হয়ে গেলে আমরা অনেক সময় বিপদে পরে যাই। জরুরী কাজ অথচ কিবোর্ড নষ্ট, অথবা কোন কি কাজ করছে না। এই মুহুর্তে কেনাও সম্ভব নয়। দোকান যদি অনেক দূরে হয় তাহলেতো কথাই নেই। এই জন্যই আজকের এই টিপস। কিভাবে কী বোর্ড ছাড়া দরকারিয় কাজটি সেরে ফেলবেন তার জন্য নিচের দেওয়া পদ্ধতিটি একবার দেখে নিতে পারেন আশা করি কাজে আসবে। আগের পোষ্টে কীবোর্ড সম্পর্কে অনেক পোষ্ট করা হয়েছে চাইলে কম্পিউটার ক্যাটাগরি বিভাগ থেকে দেখে নিতে পারেন। টিপস টুইট অয়েব সাইটে এই নিয়ে অনেক পোষ্ট করা হয়েছে চাইলে সেটিও এখান থেকে জেনে নিতে পারেন।
কিবোর্ড ছারাই কম্পিউটার চালান
Windows এর ক্ষেত্রে
তার জন্য প্রথমে আপনাকে Start বাটনে ক্লিক করতে হবে। তারপর
- প্রথমে All Programs যেতে হবে
- এরপর Accesories
- এরপর Ease of Access
- এবং সবশেষে On-Screen Keyboard.ক্লিক করতে হবে-
- তাহলেই On-Screen Keyboard চলে আসবে।
এরপর পেয়ে জাবেন আপনার পুরো স্কিন কীবোর্ড। মাউস দাড়াই সব কিছু করতে পারবেন
এটা windows-7 এর জন্য, xp তে আরো সহজ। Accesories-এ গেলে virtual keboard নামে ১টা কিবোর্ড পেয়ে যাবেন।
Windows 10 এ কীবোর্ড ছাড়া চালানোর নিয়ম
১. প্রথমে Window বটানে ক্লিক করতে হবে।
২ . এরপর Windows Ease of Access অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপর On-Screen Keyboard অপশনে ক্লিক করলেই ডেস্কটপে কীবোর্ড চলে আসবে। নিম্নে Video সহ দেখানো হল।
কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।