পণ্য সমূহওয়ালপেপারব্যবসাব্লগিং

ব্লগারদের জন্য কপিরাইট ফ্রি 600 ইমেজ সম্পূর্ণ বিনামূল্যে

ব্লগারদের জন্য কপিরাইট ফ্রি 600 ইমেজ সম্পূর্ণ বিনামূল্যেঃ আপনারা যারা ব্লগিং করেন কিংবা ব্লগিং শুরু করতে চান তাদের জন্য এই পোষ্ট। কেননা ব্লগ বা ওয়েব সাইট শুরু করলে অনেক ছবির প্রয়োজন পরে। ইন্টারনেট থেকে ডাউনলোড করতে গেলে ছবি গুলি কপিরাইট ক্লেমে পরে যায়। আবার কিছু ওয়েব সাইট ছবি বিনামূল্যে দিলেও তাদের ক্রেডিট লিঙ্ক দিতে হয়। এই সমস্যা দূর করার জন্য আমরা শেয়ার করছি সম্পূর্ণ বিনা মুল্যে 600+ ছবি। যেগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আপনি যেকোন ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন সেটি পার্সোনাল কিংবা ব্যবসায়িক হোক।

কি কি ধরনের ছবি পাবেন?

  • প্রত্যেকটি ছবি হাই কোয়ালিটি সম্পর্ন
  • পড়াশোনা মূলক ছবি
  • বিজ্ঞান মূলক ছবি
  • ভ্রমণ মূলক ছবি
  • শপিং বা কেনাকাটা মূলক ছবি
  • প্রকৃতিক দৃশ্য মূলক
  • পাহাড় – পর্বত এবং সমুদ্র বিষয়ক
  • খেলাধুলা বিষয়ক ছবি
  • কম্পিউটার মূলক ছবি
  • ইন্টারনেট বিষয়ক ছবি
  • মেকানিক্যাল বিষয়ক ছবি
  • বিনোদন মূলক ইমেজ
  • ওয়েবসাইট বিষয়ক ফোট
  • বাইক, গাড়ি এবং বাই সাইকেল ইত্যাদি বিষয়ক ছবি।।

এজন্য যা আপনাকে করতে হবে

  • প্রথমে এই লিঙ্কে যান ( https://agomonibarta.com/join-now ) ।
  • অথবা https://page.co/jvv6E ক্লিক করুন।
  • এরপর আপনার ইমেল আইডি দিন এবং Join Now এ ক্লিক করুন।
  • এরপর Thank You ম্যাসেজ দেখতে পাবেন।
  • ব্যাস আপনার কাজ কমপ্লিট।

কীভাবে পাবেন ইমেজ গুলো

আমরা আপনার দেওয়া ইমেল আইডিতে ফোট ডাউনলোড লিঙ্ক পাঠিয়ে দেব । আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি আমাদের দেওয়া কাজটি না করতে চান তবে, ১ আগস্ট পর এই পোষ্টে আমরা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব। চাইলে আপনি সেখান থেকেও ডাউনলোড করতে পারবে।

যেসমস্ত ওয়েব সাইট থেকে সরাসরি কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড  পারবেন –

  • Pixabay

  • Unsplash
  • Pexels

  •  Flickr

এছাড়াও – এরকম আরো এই ধরনের অনেক ওয়েবসাইট আছে, যারা সবাই কপিরাইট ফ্রি ইমেজ প্রদান করে থাকে। তাদের মধ্যে অন্যতম হল –picjumbo.com gratisography.com ,  stockvault.net ,  pikwizard.com ,  morguefile.com ,  reshot.com  ইত্যাদি

Click Here – ডাউনলোড ৬০০+ ইমেজ ও ওয়ালপেপার

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button