ইতিহাস সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর

ইতিহাস সম্পর্কিত ঘটনা ও কার্যাবলীর অধ্যয়ন করা সকলের প্রয়োজন। কম বেশি সকল পরীক্ষায় ইতিহাস নিয়ে কিছু প্রশ্ন থেকে থাকে। সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য ইতিহাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করা হল।
ইতিহাস সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর
প্রশ্নঃ মৌর্যবংশ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রশ্নঃ বাংলার পালবংশের প্রথম রাজা কে ছিলেন ?
উত্তর: গোপাল।
প্রশ্নঃ কৌলিন্য প্রথা কে প্রচলন করেন ?
উত্তর: রাজা বল্লাল সেন।
প্রশ্নঃ তুঘলক বংশের প্রতিষ্ঠাতার নাম কর।
উত্তর : সুলতান গিয়াস উদ্দিন তুঘলক।
প্রশ্নঃ হলদিঘাটের যুদ্ধ কাহাদের মধ্যে হইয়াছিল ?
উত্তর : মুঘল সম্রাট আকবরের সাথে মেবারের রাণা প্রতাপ সিংহের।
প্রশ্নঃ পানিপথের তৃতীয় যুদ্ধে কে জয়লাভ করেন ?
উত্তর : আফগান সম্রাট আহম্মদ শাহ আবদালী।
প্রশ্নঃ আর্যসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : স্বামী দয়ানন্দ সরস্বতী।
প্রশ্নঃ স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
উত্তর : লর্ড ডালহৌসী।
প্রশ্নঃ বেসিনের সন্ধি (১৮০২) কাহাদের মধ্যে হইয়াছিল ?
উত্তর পেশোয়া দ্বিতীয় বাজীরাও ও ইংরেজদের মধ্যে।
প্রশ্নঃ ‘বন্দে মাতরম’ সঙ্গীত কে রচনা করেন ?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্নঃ সাধারণ ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : শিবনাথ শাস্ত্রী।
প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ আদালত কোনটি ?
‘উত্তর : ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্ট।
প্রশ্নঃ ভারতীয় সংবিধান কোন্ বৎসর প্রচলিত হয় ?
উত্তর : ১৯৫০ খ্রীষ্টাব্দের ২৬শে জানুয়ারী।
প্রশ্নঃ হর্ষচরিতের রচয়িতা কে ?
উত্তর : বাণভট্ট।
প্রশ্নঃ গুপ্তবংশ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর শ্রীগুপ্ত।
প্রশ্নঃ হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পর্যটক এই দেশে আসিয়াছিলেন ?
উত্তর হিউয়েন সাঙ ।
প্রশ্নঃ কে দিল্লীতে সুলতানী শাসন প্রতিষ্ঠা করেন ?
উত্তর কুতুবউদ্দীন আইবক।
প্রশ্নঃ খানুয়ার যুদ্ধ কাহাদের মধ্যে হইয়াছিল ?
উত্তর : মোগল সম্রাট বাবরের সঙ্গে মেবারের রাণা সংগ্রামসিংহের।
(চ) ‘আকবর নামা’ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর : আবুল ফজল।
প্রশ্নঃ কোন বৎসর ইস্ট ইন্ডিয়া কোম্পানী দেওয়ানী লাভ করে ?
উত্তর ১৭৬৫ খ্রীঃ।
প্রশ্নঃ সতীদাহ প্রথা কে উচ্ছেদ করেন ?
উত্তর : লর্ড বেন্টিঙ্ক।
প্রশ্নঃ ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন ?
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ।
প্রশ্নঃ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর : উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
প্রশ্নঃ “সীমান্ত গান্ধী” কাহাকে বলা হয় ?
উত্তর: খান আব্দুল গফর খাঁ।
প্রশ্নঃ ‘রাজতরঙ্গিনী’ কে রচনা করিয়াছিলেন ?
উত্তরঃ কলহণ।
প্রশ্নঃ তক্ষশীলার কোন ভারতীয় শাসক প্রথমে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করিয়াছিলেন ?
উত্তর : অস্তি।
প্রশ্নঃ কোন গুপ্ত রাজা হুণ আক্রমণ প্রতিহত করিয়া খ্যাতিলাভ করেন?
উত্তর: স্কন্দগুপ্ত।
প্রশ্নঃ সেন বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তর : লক্ষ্মণ সেন।
প্রশ্নঃ ইবন বতুতা কোন্ সুলতানের সময় ভারতে আসেন?
উত্তর : মহম্মদ-বিন-তুঘলকের সময়।
প্রশ্নঃ দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাহাদের মধ্যে হইয়াছিল ?
উত্তর : মুঘল সম্রাট আকবরের সঙ্গে শুর বংশের সেনাপতি হিমুর।
প্রশ্নঃ চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?
উত্তর : লর্ড কর্ণওয়ালিস।
প্রশ্নঃ কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় ?
উত্তর : শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে।
প্রশ্নঃ স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
উত্তর : লর্ড ডালহৌসী।
প্রশ্নঃ কোন বৎসর শিবাজীর অভিষেক হয় ?
উত্তর: ১৬৭৪ খ্রীষ্টাব্দে।
প্রশ্নঃ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে ‘নাইট’ উপাধি ত্যাগ করেন ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ ‘ইণ্ডিকা’ কে রচনা করেন?
উত্তর : মেগাস্থিনিস।
প্রশ্নঃ শকাব্দ কোন বৎসর হইতে প্রচলিত হয়?
উত্তর : শকাব্দ ৭৮ খ্রীষ্টাব্দ থেকে প্রচলিত হয়।
প্রশ্নঃ হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পর্যটক এই দেশে আসিয়াছিলেন?
উত্তর : হিউয়েন সাঙ হর্ষবর্ধনের রাজত্বকালে এই দেশে এসেছিলেন।
প্রশ্নঃ অতীশ দীপঙ্কর কে ছিলেন?
উত্তর : বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ এবং ‘বজ্রযান সাধন’ গ্রন্থের রচয়িতা।
প্রশ্নঃ দিল্লীতে সুলতানী শাসন কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : কুতুবউদ্দীন আইবক।
এটিও পড়ুন – পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রশ্নঃ মালিক কাফুর কে ছিলেন?
উত্তর: আলাউদ্দিনের সেনাপতি—দক্ষিণ ভারত অভিযানের নায়ক।
প্রশ্নঃ হলদিঘাটের যুদ্ধ কোন বৎসর অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৫৭৬ খ্রীষ্টাব্দে।
পলাশীর যুদ্ধ কাহাদের মধ্যে হইয়াছিল ?
উত্তর : বাংলার নবাব সিরাজদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর।
প্রশ্নঃ বক্সারের যুদ্ধ কোন বৎসর অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৭৬৪ খ্রীষ্টাব্দে।
প্রশ্নঃ আইন করিয়া কে বিধবা বিবাহ প্রচলন করিয়াছিলেন?
উত্তর : লর্ড ক্যানিং।
প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
প্রশ্নঃ আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি?
উত্তর : ঋকবেদ।
প্রশ্নঃ শেষ জৈন তীর্থঙ্করের নাম কি?
উত্তর : মহাবীর।
প্রশ্নঃ ‘এলাহাবাদ প্রশস্তি’ কে রচনা করেন?
উত্তর : হরিষেণ।
প্রশ্নঃ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?
উত্তর : কর্ণসুবর্ণ।
প্রশ্নঃ চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি?
উত্তর রাজেন্দ্র চোল।
প্রশ্নঃ দিল্লীর সুলতানী শাসন কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : কুতুবউদ্দিন আইবক।
প্রশ্নঃ খানুয়ার যুদ্ধ কোন বৎসর হইয়াছিল?
উত্তর : ১৫২৭ খ্রীষ্টাব্দে।
প্রশ্নঃ ‘আইন-ই-আকবরী’ কে রচনা করেন?
উত্তর : আবুল ফজ
প্রশ্নঃ পুরন্দরের সন্ধি (১৬৬৫) কাহাদের মধ্যে হইয়াছিল ?
উত্তর : মুঘলদের সঙ্গে শিবাজীর।
প্রশ্নঃ কলিকাতা মেডিকেল কলেজ কোন বৎসর প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৩৫ খ্রীষ্টাব্দে কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।
প্রশ্নঃ ‘সত্যার্থ প্রকাশ’ কাহার রচনা?
উত্তর : স্বামী দয়ানন্দ সরস্বতী।
প্রশ্নঃ কত খ্ৰীষ্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়?
উত্তর : ১৯১১ খ্রীষ্টাব্দে।
প্রশ্নঃ স্বাধীন ভারতের সংবিধান কবে হইতে কার্যকর হয়?
উত্তরঃ ১৯৫০ খ্রিষ্টাব্দে ২৬ শে জানুয়ারি।
প্রশ্নঃ বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ?
উত্তর : ত্রিপিটক।
প্রশ্নঃ সাতবাহন বংশের কে সর্বশ্রেষ্ঠ নৃপতি ছিলেন?
উত্তর : গৌতমীপুত্র সাতকর্ণী ৷
প্রশ্নঃ গুপ্তযুগে কোন্ চীনা পর্যটক ভারতে আসিয়াছিলেন?
উত্তর : ফা-হিয়েন।
প্রশ্নঃ ‘হর্ষচরিত’ কে রচনা করেন?
উত্তর : বাণভট্ট।
প্রশ্নঃ কোন বৎসর তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়?
উত্তর : ১৯৯২ খ্রীষ্টাব্দে।
প্রশ্নঃ প্রথম পানিপথের যুদ্ধ কাহাদের মধ্যে হইয়াছিল?
উত্তর : বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে।
প্রশ্নঃ শিখদের দশম গুরু কে ছিলেন?
উত্তর : গুরু গোবিন্দ সিং।
প্রশ্নঃ চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তর : লর্ড কর্ণওয়ালিস।
প্রশ্নঃ সতীদাহ প্রথা কে রদ করেন?
উত্তর : লর্ড বেন্টিঙ্ক ।
প্রশ্নঃ কলিকাতা বিশ্ববিদ্যালয় কোন্ বৎসর প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৫৭ খ্রীষ্টাব্দে।
প্রশ্নঃ ‘বর্তমান ভারত’ কাহার রচনা?
উত্তর : স্বামী বিবেকানন্দ।
প্রশ্নঃ ‘ফরওয়ার্ড ব্লক’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : সুভাষচন্দ্র বসু।
প্রশ্নঃ গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর : ডঃ রাজেন্দ্র প্রসাদ।
এটিও পড়ুন –
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর, জেনে নিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর। ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF, জেনে নিন ইতিহাস সম্পর্কিত Question Answers.