ইংরেজিউচ্চ মাধ্যমিকজানা অজানাপঞ্চম শ্রেণীরপড়াশোনামাধ্যমিক

ইংরেজি বানান শুদ্ধ করতে 15 টি নিয়ম মনে চলুন। RULES OF SPELLING

শুদ্ধ ইংরেজি, সঠিক ইংরেজি উচ্চারণ করতে এই নিয়মগুলি জেনে নিন

ইংরেজি বানান শুদ্ধ ( RULES OF SPELLING ) – ইংরেজি বিদেশী ভাষা। এ ভাষা শিক্ষা করা খুব একটা সহজ কথা নয়। Spelling (বানান) Pronunciation (উচ্চারণ) ভাষাকে আরও জটিল করেছে। ছাত্র-ছাত্রীরা কিছু লিখতে গেলে বানানে এত ভুল করে যে তারা ভাল দিখেও আশানুরূপ নম্বর পায় না। বানান ভুলে ভাবের গড়মিল ঘটে। কাজেই Spelling হল ছাত্র-ছাত্রীদের একটা বড় সমস্যা। এ জন্য শব্দ গঠন ও প্রত্যয় (suffix) সংযোজন সম্পর্কে শিক্ষার্থীদের একটা প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। এ অধ্যায়ে প্রত্যয় সংযোজন সম্পর্কে আলোচনা করা হবে।

ইংরেজি বানান শুদ্ধ করার পদ্ধতি

Word-এর শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগে নতুন Word তৈরি হয় তাকে Suffix বলে। এ Suffix যোগ করার সময় মূল শব্দের বা suffix-এর মধ্যে যে কিছুটা পরিবর্তন সাধিত হয় তা লক্ষ্য কর।

পদ্ধতি -১ :

এক Syllable বিশিষ্ট Word-এর মাঝে একটি Vowel থাকলে মূল Word- এর শেষে একটি L না হয়ে দুটি L বসে এবং ing যোগ হলে দুটি L-ই থাকে। যেমন Till, hill tell fell felled, full, bull skill, mill, well 4tilling, filling, killing, drilling, telling.

পদ্ধতি -২:

এক Syllable বিশিষ্ট Word-এর মাঝে দুটো Vowel থাকলে Word-এর শেষে একটি Consonant বসে। এই Word-এ suffix যোগ হলে একটি Consonant- ই থাকে। Tail, nail fall, fool. deal foot root. look feel. look প্রভৃতি শব্দের পর, যথা- look-looking- looked, fail-failing-failed: deal-dealt-dealing: build-built-building.

পদ্ধতি -৩ :

:

Word-এর শেষে দুটি ‘L’ থাকলে অন্য Word-এর আগে বা পরে যুক্ত হলে একটি L বাদ পরে। যেমন- All + most = Almost Full Fill Fulfil Skill full Skilful. Well come = Welcome. Well + fare= Welfare, Un + till until. Use + full Useful; Spoon + full = Spoonful, Hand + full = Handful, En + roll Enrol. All together = Altogether. ব্যতিক্রম 1 All right. All-round Roll call. Rainfall Illness.

পদ্ধতি -৪ :

এক Syllable Word-এর শেষে একটি Consonant থাকলে এবং এর আগে একটি Vowel থাকলে Suffix-এর প্রথম বর্ণ যদি Vowel হয় তবে Word- এর শেষ বর্ণের দ্বিত্ব হবে। যেমন- Cut + ing = Cutting. Put + ing = Putting, Set + ing = Setting, Sin+ er sinner, Get + ing = Getting.

পদ্ধতি -৫ : (ইংরেজি বানান শুদ্ধ)

বহু Syllable যুক্ত Word এর শেষে একটি Consonant থাকলে এবং এর আগে একটি Vowel থাকলে এবং শেষ Syllable-এর উপর উচ্চারণে জোর পড়লে শেষ Consonant-এর দ্বিত্ব হয়। যেমন- Refering – Referring, Travel + er = Traveller, quarrel + ing Quarrelling. Admit + ed = Admitted. Permit + ed= Permitted. Begin + er Beginner, Swim + Ing Swimming. Model + ing – Modelling, Level + ed- Levelled, Signal + ed Signalled.

ব্যতিক্রম : বহু Syllable Word-এ শেষে Consonant থাকলে এবং প্রথম Syllable-এ জোর পড়লে আর suffix- যুক্ত হলে ওই Consonant-টির দ্বিত্ব হয় না। যেমন- Answering Answering. Limited Limited. Visiting Visiting. Visited Visited. Offer +ing Offering. Offered, Suffer +ing = Suffering, Murmur+ ing Murmuring, Commit+ ing – Committing.

পদ্ধতি -৬ :

Word-এর শেষ বর্ণy হলে এবং তার পূর্ব বর্ণ Consonant হলে Suffix- যুক্ত হওয়ার সময় y-এর বদলে বসে। যেমন –

Dry + ed=Dried, Fry+ ed= Fried, Try+ed Tried, Deny+al – Denial, Beauty + ful Beautiful, Easy + ly Easily, Carry+ed Carried, Busy +ness Business, Penny +less= Penniless. Vary+ ance Variance. Pity+ able Pitiable. Defy+ance Defiance. Hurry ed Hurried, Happy+ness Happiness, Study + ous Studious Supply + er = Supplier. Complement Compliment: Marry +ed Married,

ব্যতিক্রমঃ Beauty + ous = Beauteous; Pity + ous = Piteous.

কিন্তু y-এর পূর্বে Vowel থাকলে কোন পরিবর্তন হয় না। যেমন : Boy + hood = Boyhood, Boyish এবং ing যুক্ত হলেও পরিবর্তন হয় না। Play +ing= Playing, Say + ing = Saying.

পদ্ধতি -৭ :

Suffix- এর প্রথম বর্ণ Vowel হলে মুল Word-এর শেষে e বাদ পরে; Come + ing = Coming, Move + ing = Moving, Move + able = Movable, Value + able = Valuable, Love + ing = Loving, Write + ing = Writing, Fine + al = Final, Give + ing = Giving.

ব্যতিক্রমঃ Move + ment = Movement, Settlement = Settlement, Arrange + ment = Arrangement.

পদ্ধতি -৮ :

Word-4 dge, le, use, we, use Suffix CNG : Judge + ment = Judgment, Whole + ly = Wholly, Judge + ing = Judging, True + ly = truly. Due + ly = Duly, Due + ty = Duty, Awe + ful = Awful, Argue + ment = Argument.

পদ্ধতি -৯:

বহু Syallable Word-এর শেষে able থাকলে এবং Suffix-এর ly যুক্ত হলে মূল word-এর le.. xy, e-Comfortable+ly=Comfortably, Possible + ly=Possibly, Probable + ly=Probably, Capabel + ly= Capably.

পদ্ধতি -১০ :

Word-এর শেষে ce ওge থাকলে Suffix-এর প্রথমে যদি a. u, o বর্ণ থাকে তবে উচ্চারণ নরম থাকার জন্য মূল Word-এর শেষের e বাদ পড়ে না। যেমন : Service able Serviceable, Marriage + able + Marriagéable, Courage+ous- Courageous, change +able = Changeable, Charge + able = Chargeable, Trace + able = Traceable.

ব্যতিক্রম ঃ ing, ed যদি Suffix হয় তবে e বাদ পড়ে। যেমন : Service + ing = Servicing. Change + ing = Changing. Arrange + ing = Arranging. Change + ed = Changed. Arrange + ed = Arranged.

পদ্ধতি -১১ :

Word-এর শেষে re, ye, oc. ee থাকলে Suffix যোগ করার সময় বাদ পড়ে না। যেমন ২ Sure + ly= Surely. Pure + ly = Purely, Entire + ly = Entirely, Agreement = Agreement Free + dom = Freedom, Dyeing = Dye + ing. Hoe + ing = Hoeing

ব্যতিক্রমঃ  Free + er = Freer, Agree + ed = Agreed.

পদ্ধতি -১২ :

Word-এর শেষে e থাকলে এবং Suffix-এর ing যোগ করলে le-এর বদলে y বসে। যেমনঃ Die + ing = Dying, Lie + ing = Lying.

এটিও পড়ুন – সবসময় ব্যবহৃত 100 বিশেষণের ইংরেজি বিপরীত শব্দ

পদ্ধতি -১৩ :

Word-এর মধ্যস্থিত Vowel যদি e ও। পাশাপাশি থাকে এবং এদের পূর্ববর্তী কোন বর্ণ যদি c না হয় তবে I বসে এবং পরে c বসে। যেমন- Relief, Belief, Crief, Piece, Niece, Chief, Achieve. Field, Shield, Thief Hier, কিন্তু I ওe-এর পূর্বে যদি e বা c থাকে তবে আগে এবং পরে বসেঃ receipt Perceive. Conceive, Ceiling.

ব্যতিক্রম- Sieze, Ceiling.

পদ্ধতি -১৪ :

Word-এর শেষে ce থাকলে Suffix যদি ous যোগ হয় তবে e-এর বদলে। বসে। যেমন : Grace + ous = Gracious, Vice + ous = Vicious.

পদ্ধতি -১5 : (ইংরেজি বানান শুদ্ধ)

নিচের শব্দগুলোর Part of speech-এর বদল করলে তখন এ বাদ পড়ে। যেমন- Honours Honorary, Labour> Laborious, Vigour>Vigorous, Rigour> Rigorous.

নিচের Word- গুলোতে প্রয়াই বানান ভুল হয়: Across, addressee, alright, beggar, carriage, coffee, centre, compel, control, deceive.

deficient, diarrhoea, dying, disease, exaggerate, familiar, fibre, forfeit, forty, the gazette. geology, guarantee, hygiene, Jackal, leisure, marriage, meter, mischief, mystery. nuisance, personnel, piteous, palm, enquiry, receive, relief, revel, rogue, shepherd, surety, transferred, truly, until, welfare, winner, welcome.

ট্যাগঃ ইংরেজি বানান শুদ্ধ, জেনে নিন ইংরেজি বানান শুদ্ধ করার পদ্ধতি, ইংরেজি বানান শুদ্ধ করার নিয়ম, জেনে নিন ইংরেজি বানান শুদ্ধ, ইংরেজি বানান শুদ্ধ করন পদ্ধতি, ইংরেজি বানান শুদ্ধ PDF .

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button