
আলস্য এক ভয়ানক ব্যাধি মূলভাব :- সাফল্যের মুলে রয়েছে পরিশ্রম। পরিশ্রম ব্যতীত সহজে কোন জিনিস পাওয়া স্বপ্ন মাত্র। আলস্ ব্যক্তি কখনও সাফল্য অর্জন করতে পারে না বরং অন্য ব্যক্তিকেও আলস্যে পরিণত করে।
আলস্য এক ভয়ানক ব্যাধি
ভাব-সম্প্রসারণ : মানুষের যত রকমের র্যাধি তন্মধ্যে অলসতা একটি। ইহা প্রথমে একজন মানুষকে, পরে সমাজের অন্যান্য মানুষকে আক্রমণ করে। যাহারা দুর্বল, ভীরু ও কর্মবিমুখ তাহারা সমাজের তথা দেশের পক্ষে অভিশাপের ন্যায়। কর্মোদ্দীপনার বিপরীত মেরুতে আছে অলসতা। অলসতার ফলে অলস ব্যক্তি যথার্থ কর্ম সম্পাদনে সফল হইতে পারে না। সময়ের কাজ সময়ে না করা অথবা কর্মে অবহেলা করা এক মারাত্মক ব্যাধি। কাজ না করার অভ্যাস একবার মানুষের মধ্যে সংক্রামিত হইলে তাহা এক হইতে ক্রমশ বহুর মধ্যে প্রবেশ লাভ করে এবং সমাজ তথা জাতিকে আক্রমণ করিয়া উহার জীবনী-শক্তি ধ্বংস করিয়া ফেলে। ফলে অলসতা হইতে যত কিছু অমঙ্গল ও দুর্ভোগের সৃষ্টি হয়।
এটিও পড়ুন – চরিত্রই বল ভাব সম্প্রসারণ 300 শব্দের মধ্যে