অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অভিব্যক্তি ও অভিযোজনঃ দশম শ্রেণী ও মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য এই পোষ্টে অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়ের প্রশ্ন ও উত্তরগুলি মাধ্যমিক ও অন্যান্য পরীক্ষায় খুব কাজে আসবে। ২০০ টিরও বেশি Composition বা Essay লিখুন মাত্র ৪ টি Composition বা Essay শিখে আগের পোষ্টে আলোচনা করা হয়েছিল চাইলে দেখে নিত পারো।
অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
- আনুমানিক কত বছর পূর্বে জীবনের উৎপত্তি হয়েছিল ?
উত্তর:- > 200 কোটি বছর পূর্বে। - জীবনের আবির্ভাব প্রথম কোথায় হয়েছিল ?
উত্তর:- > সমুদ্রের জলে। - কোন্ মহাযুগে জীবনের আবির্ভাব হয়েছিল ?
উত্তর:- প্রােটেরােজোয়িক মহাযুগে। - কোন মহাযুগে মানুষের আবির্ভাব হয়েছে ?
উত্তর:- সিনোজোয়িক মহাযুগে। - একটি প্রােটোবায়ােন্টের উদাহরণ দাও।
উত্তর:- কোয়াসারভেট | - নয়া ডারউইনবাদের প্রবক্তাদের নাম লেখাে।
উত্তর:- গােল্ডস্মিথ, হুগাে দ্য ভ্রিস, ভাইসম্যান, হেভেন । - ” ‘অভিব্যক্তি বা ‘Evolution’ কথাটি কে প্রথম প্রণয়ন করেন ?
উত্তর:- ইংরেজ দার্শনিক ও শিক্ষাবিদ হার্বার্ট স্পেনসার। - কোন প্রক্রিয়ায় সরল জীব থেকে জটিল জীবের উদ্ভব ঘটে ?
উত্তর:- জীব বিবর্তন বা অভিব্যক্তি। - প্রাকৃতিক বিপর্যয় বাদ (Natural Catastrophe)- এর প্রবক্তা কে ?
উত্তর:- কুভিয়ার - পৃথিবীতে প্রথম আবির্ভূত জীবের প্রকৃতি কীরূপ ছিল ?
উত্তর:- > পৃথিবীতে প্রথম আবির্ভূত জীব ছিল এককোষী। - উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও।
উত্তর:- > ভূনিম্নস্থ কাণ্ডে শল্কপত্র এবং কালকাসুন্দার স্ট্যামিনােড (নিষ্ক্রিয় বা বন্ধ্যা পুংকেশর) এবং নারকেলের পিস্টিলােড (নিষ্ক্রিয় বা বন্ধ্যা গর্ভকেশর)। - পাখির ডানা, বাদুড়ের ডানা, ঘােড়ার অগ্রপদ, তিমির ফ্লিপার, মানুষের হাত কী জাতীয় অঙ্গের উদাহরণ ?
উত্তর:- > সমসংস্থ অঙ্গ। - পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা কী প্রকার অঙ্গের উদাহরণ ?
উত্তর:- > সমবৃত্তীয় অঙ্গ। - যে-সমস্ত অঙ্গের গঠন ও উৎপত্তি এক, আলাদা, তাদের কী অঙ্গ বলে ?
উত্তর:- সমসংস্থ অঙ্গ। - যে-সমস্ত অঙ্গের কাজ এক, কিন্তু গঠন ও উৎপত্তি আলাদা, তাদের কী বলে ?
উত্তর:- সমবৃত্তীয় অঙ্গ। - উদ্ভিদের সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও।
উত্তর:- > মটর গাছের আকর্ষ ও ঝুমকোলতার আকর্ষ।
এটিও পড়ুন – পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমুহ
- পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন অঙ্গের মিল দেখা যায় ?
উত্তর:- > অগ্রপদ। - কালকাসুন্দার কোন অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ ?
উত্তর:- > স্ট্যামিনােড। - স্ট্যামিনােড কী ?
উত্তর:- নিষ্ক্রিয় বা বন্ধ্যা পুংকেশরকে স্ট্যামিনােড বলে। উদাহরণ: কালকাসুন্দা-র বন্ধ্যা পুংকেশর। - পিস্টিলােড কি?
উত্তর:- নিষ্ক্রিয় বা বন্ধ্যা গর্ভকেশরকে পিস্টিলােড বলে। উদাহরণ: নারকেল ও কাজুবাদাম-এর বন্ধ্যা গর্ভকেশর। - দুটি জীবগােষ্ঠীর বৈশিষ্ট্য বহনকারী জীবের কী বলে ?
উত্তর:- সংযোগ রক্ষাকারী জীব। - আলুর স্ফীতকন্দ ও হলুদের গ্রন্থির কী প্রকারের অঙ্গ ?
উত্তর:- সমসংস্থ অঙ্গ। - তিমির যে-অঙ্গটি সন্তরণে সাহায্য করে, তার নাম কী ?
উত্তর:- > ফ্লিপার। - শতমূলীর নিষ্ক্রিয় অঙ্গের নাম লিখে।
উত্তর:- > পিস্টিলোড। - জবা পাতা ও মটর গাছের আকর্ষ কোন ধরনের অঙ্গের উদাহরণ ?
উত্তর:- > সমসংস্থ অঙ্গের উদাহরণ। - ভার্মিফর্ম অ্যাপেনডিক্স যে-অঙ্গের নিষ্ক্রিয় অবস্থা তার নাম লেখাে।
উত্তর:- মানুষের সিকাম। - পাইথনের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখাে।
উত্তর:- নিষ্ক্রিয় পশ্চাৎপদ। - একটি প্রাণী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
উত্তর:- > লিমুলাস। - মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গ কোনটি ?
উত্তর:- নিকটিটেটিং পর্দা। - কোন বিশিষ্ট দেখে উভচরের অগ্রপদ ও পাখি ডানাকে সমসংস্থ অঙ্গ বলে চিহ্নিত করা যায়?
উত্তর:- উভয় অঙ্গের উৎপত্তি ও অস্থির গঠন দেখে উভচরের অগ্রপদ ও পাখির ডানাকে সমসংস্থ অঙ্গ বলে চিহ্নিত করা যায়। - কোন মাছের দেহে ফুসফুস আছে ?
উত্তর:- লাংফিশ (dipnoi)। - পক্ষী সরীসৃপের রূপান্তর এই উক্তিটি কোন বিজ্ঞানীর ?
উত্তর:- বিজ্ঞানী টি এইচ হাক্সলে। - মানুষের দুটি ভেস্টিজিয়াল বা নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ দাও।
উত্তর:- ক্রিস এবং অ্যাপেনডিক্স। - মানুষের বহিঃকর্ণের পেশি কী জাতীয় অঙ্গের উদাহরণ ?
উত্তর:- লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ।
এটিও পড়ুন – তাপের ঘটনাসমূহ অধ্যায়ের প্রশ্ন উত্তর
- মানুষের অ্যাপেনডিক্স কোন অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা?
উত্তর:- সিকাম। - মানুষের পৌষ্টিকনালির সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটির নাম কী ?
উত্তর:- ভার্মিফর্ম অ্যাপেনডিক্স। - মাছ ও উভচরের মধ্যে সংযােগরক্ষাকারী প্রাণীর নাম কি?
উত্তর:- > লাংফিশ। - সরীসৃপ ও স্তন্যপায়ী গােষ্ঠীর মধ্যবর্তী প্রাণীর নাম লেখাে।
উত্তর:- > হংসচঞ্চু বা প্লাটিপাস। - জীবের জীবনকালে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে—ল্যামার্কের এই মতবাদটি কে ভ্রান্ত প্রমাণ করেন ?
উত্তর:- বিজ্ঞানী ভাইসম্যান। - যে বৈশিষ্ট্যগুলি একটি জীবকে, অপর জীব থেকে পৃথক রাখে, তাকে কী বলে ?
উত্তর:- ভেদ বা প্রকরণ। - অভিব্যক্তির জনক কে ?
উত্তর:- চার্লস ডারউইন। - মিউট্যান্ট কাকে বলে ?
উত্তর:- > মিউটেশনের ফলে উদ্ভূত জীবকে মিউট্যান্ট বলে। - মিউল্যাটো কাকে বলে ?
উত্তর:- > শ্বেতকায় ও কৃষ্ণকায় (নিগ্রো) পুরুষ বা স্ত্রীর মিলনের ফলে যেসব সংকর মানুষ সৃষ্টি হয়, তাদের মিউল্যাটো বলে। - উটপাখির লুপ্তপ্রায় অঙ্গটি কি?
উত্তর:- ডানা। - সাপের লুপ্তপ্রায় অঙ্গটি কী ?
- উত্তর:- পদ বা পা।
- ল্যামার্ক তাঁর তত্ত্বটি কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন অথবা, জে বি ল্যামার্ক রচিত গ্রন্থটির নাম কী ? অথবা, অর্জিত বৈশিষ্টের বংশানুসরণ মতবাদ কোন পুস্তকে প্রকাশিত হয় ?
উত্তর:- ল্যামার্ক তাঁর তত্ত্বটি ফিলােজফি জুলজিক(Philosophic Zoologique) গ্রন্থে (1809 খ্রিস্টাব্দ) লিপিবদ্ধ করেন। - প্রাণীদের এককোষী জাইগোট কোন শ্রেণির প্রতিনিধিত্ব করে ?
উত্তর:- এককোষী প্রোটোজোয়া। - প্রাণীদের মরুলা দশা কোন্ পর্বের প্রতিনিধিত্ব করে ?
উত্তর:- পরিফেরা পর্বের। - প্রাণীদের ব্লাস্টুলা দশা কোন পর্বের করে ?
উত্তর:- > সিলেনটারেটা। - কোন্ প্রাণীতে স্থায়ীভাবে গলবিলীয় ফুলকাছিদ্র থাকে ?
উত্তর:- মাছ। - কোন ঘোড়ার অপর নাম রােমন্থক ঘোড়া ?
উত্তর:- মেসােহিগ্পাস। - একটি সংযােগরক্ষাকারী উদ্ভিদ জীবাশ্মের নাম করাে।
উত্তর:- একটি সংযােগরক্ষাকারী উদ্ভিদ জীবাশ্মের নাম রাইনিয়া (ব্রায়ােফাইটা ও টেরিডােফাইটার সংযােগরক্ষাকারী)। - একটি মিসিং লিংকের উদাহরণ দাও।
উত্তর:- একটি মিসিং লিংকের উদাহরণ হল- টেরিডােম্পার্ম (ফার্ন ও ব্যক্তবীজী উদ্ভিদের সংযােগরক্ষাকারী)। - আধুনিক ঘোড়া ইকুয়াসের উৎপত্তির বিবর্তন গত ধারাবাহিক পর্যায়টি লেখাে।
উত্তর:- ইকুয়াসের উৎপত্তির ধারাবাহিক পর্যায়টি হল ইওহিপ্পাস → মেসােহিপ্পাস > মেরিচিল্লাস -> প্লায়োহিপ্পসাস → ইকুয়াস। - জীবের উৎপত্তি সংক্রান্ত রাসায়নিক মতবাদের প্রবক্তা কে ?
উত্তর:- > ওপারিন ও হ্যালডেন। - আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর:- > ইকুয়াস ফেরাস ক্যাব্বেলাস। - সরীসৃপ ও পক্ষীর সংযােগী জীবাশ্ম কি ?
উত্তর:- আর্কিওপ্টেরিক্স। - একটি মিসিং লিংক বা হৃতযােজকের উদাহরণ দাও।
উত্তর:- > আর্কিওপ্টেরিক্স। - একটি অমেরুদণ্ডী ও একটি মেরুদণ্ডী (সরীসৃপ) জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
উত্তর:- > অমেরুদণ্ডী → লিমুলাস, মেরুদণ্ডী → স্ফেনোডন বা টুয়াটারা।
এটিও পড়ুন –মাষ্টার অফ টেন্স, Tense শিখুন নিমিষে
- একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তর:- গিংগো বাইলােবা (ব্যক্তবীজী উদ্ভিদ)। - অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদটির প্রব্ত কে ?
উত্তর:- জ্যা ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক। - কোন্ ঘোড়া উষাকালে ঘোড়া বলা হয়?
উত্তর:- > ইওহিপ্পাস। - জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানকে কী বলে ?
উত্তর:- প্রত্নজীববিদ্যা বা প্যালিয়ােন্টোলজি। - সর্বাপেক্ষা প্রাচীনতম মৎস্য কোনটি ? অথবা, একটি মাছের জীবন্ত জীবাশ্মের নাম করাে।
উত্তর:- সিলাকান্থ মাছ। - পৃথিবীর প্রাচীনতম পাখিটির নাম কী ?
উত্তর:- প্রােটোঅ্যাভিস। এই পাখিটি আর্কিওপ্টেরিক্স-এর থেকে প্রায় 7.5 কোটি বছরের পুরােনাে বলে মনে করা হয়। - একটি প্রাণীগােষ্ঠীভুক্ত জীবাশ্মের উদাহরণ দাও।
উত্তর:- > আর্কিওপ্টেরিক্স ও ডাইনোসরের জীবাশ্ম। - একটি উদ্ভিদ জীবাশ্মের নাম করাে।
উত্তর:- গ্লসাইটিস (Glossopteris)। - ইয়ােহিপ্পাসের আবির্ভাব কোন উপপর্যায়ে হয়েছিল
উত্তর:- ইয়ােসিন যুগে। - Biogenetic law-এর প্রবক্তার নাম কী ?
উত্তর:- হেকেল (Haeckel)। - ইঁদুরের মতাে দেখতে কোন প্রাণী শত্রু দেখতে পেলে সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন হয়ে মৃতের মতাে আচরণ করে নিজেকে রক্ষা করে ?
উত্তর:- Didelphis virginiana. - বিজ্ঞানী স্ট্যানলি মিলার তাঁর পরীক্ষার জন্য যে সমস্ত যৌগগুলি ব্যবহার করেছিলেন, তাদের নাম কী ?
উত্তর:- জলীয় বাষ্প (H2O), মিথেন (CH4), হাইড্রোজেন (H2), অ্যামোনিয়া (NH3)। - জিমনােস্পার্ম জাতীয় উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের নাম করাে।
উত্তর:- গিংগো বাইলােবা (Ginkgo biloba) ও সাইকাস রিভােলিউটা (Cycas revoluta)। - অস্তিত্বের জন্য সংগ্রাম কত রকমের ?
উত্তর:- তিন রকমের a. আন্তঃপ্রজাতির সংগ্রাম, b. পরিবেশ- গত সংগ্রাম, c. অন্তঃপ্রজাতির সংগ্রাম। - জার্মপ্লাজম কী ?
উত্তর:- জনন কোষের প্রােটোপ্লাজমকে জার্মপ্লাজম বলে। - কোন ধরনের প্রাণীদের সক্রিয় অঙ্গ সিকাম?
উত্তর:- তৃণভোজী প্রাণী (ঘােড়া)।
ট্যাগঃ অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF, 100+ অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, দশম শ্রেণীর অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়ের GK প্রশ্ন এখানে।