Others

৪১০২ জন প্রবেশনারি অসিসার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে

৪১০২ জন প্রবেশনারি অসিসার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেঃ দেশের ২০ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ‘প্রবেশনারি অফিসার’ ও ম্যানেজমেন্ট ট্রেনি’  পদে ৪১০২ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে। এই পদের নিয়োগের জন্য যোগ্যতামান যাচাইয়ের পরীক্ষা নেবে কেন্দ্রীয় স্বশাসিত সংস্থা ‘ ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)। প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৩ , ১৪, ২০, ২১ অক্টোবর এবং মেন পরীক্ষা হবে ১৮ নভেম্বর। পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের কলকাতা, শিলিগুরি, আসানসোল, হুগলি ও কল্যাণী পরীক্ষা কেন্দ্রে।    [ Common Recruitment Process (CRP) for Recruitment of Probationary Officers/ Management Trainees in Participating Organisations- (CRP PO/MT-VIII) ]

শিক্ষাগত যোগ্যতাঃ যে-কোন শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল্য পাশ।

বয়সঃ ১-৮-২০১৮ তারিখে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এছারা তপসিলিরা ৫, ও বি সি রা ৩, প্রতিবন্ধীরা ১০ বছর এবং প্রাত্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

দরখাস্তের সময় তারিখঃ ১৪ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।

এছারা যাবতীয় তথ্য পাবেন – www.ibps.in ওয়েবসাইটে।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button