পড়াশোনাসংবাদস্কলারশিপ

১৭ হাজার প্রতিবন্ধী ছাত্রছাত্রীকে কেন্দ্রীয় সরকারি স্কলারশিপ

১৭ হাজার প্রতিবন্ধী ছাত্রছাত্রীকে কেন্দ্রীয় সরকারি স্কলারশিপঃআম্ব্রেলা স্কিমের‘ অধীনে দৈহিক প্রতিবন্ধী ১৭ হাজার ছাত্রছাত্রিদের স্কলারশিপ দেবে প্রতিবন্ধী ক্ষমতা প্রদানদপ্তর (দিব্যাঙ্গজন).[Department of Empowerment of Persons with Disabilities (Divyangjan)] এটি একটি কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতা প্রদান মন্ত্রকের অধীনস্থ দপ্তর।  ‘ পোস্ট- ম্যাট্রিক ‘ স্কলারশিপ স্কিমের মাধ্যমে একাদশ- দ্বাদশ থেকে স্নাতকোত্তর ডিগ্রী বা ডিপ্লমা বা সার্টিফিকেট কোর্সে পাঠরতরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

স্কলারশিপের পরিমাণঃ ৫৫০-৭৫০ টাকা করে দেওয়া প্রতিমাসে। এছাড়া হস্টেলে থেকে পাঠরত ছাত্রছাত্রিরা পাবে প্রতিমাসে ৯০০ থেকে ১৬০০ টাকা। বইপত্র কেনার জন্য বছরে দেওয়া হবে ১৫০০ টাকা ।

স্কলারশিপের জন্য আবেদন করতে হবে অনলাইনে https://scholarships.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ – ৩১ অক্টোবর। এছাড়াও বিশদ জানার জন্য দেখতে পারেন https://disabilityaffairs.gov.in এই ওয়েবসাইটি।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button