ইংরেজিপড়াশোনা

টেনস শেখার সহজ পদ্ধতি – Tense

টেনস শেখার সহজঃ মাষ্টার অফ টেন্স  পর্ব ২- মাষ্টার অফ টেন্স, Tense শিখুন নিমিষে পোস্টে টেন্সের বেসিক জিনিস গুলো আলোচনা করা হয়েছে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন।  আজ আমরা আলোচোনা করব ইংরেজি টেনস এর বাকি বিষয়গুলো নিয়ে। এটা আমাদের ২য় পর্ব। আগের পর্বে  আমরা আলোচনা করেছিলাম তিন প্রকার টেনস এর প্রত্যেক indefinite Tense  গুলো।

টেনস শেখার সহজ

অর্থাৎ,
  • Present indefinite or simple.
  • Past indefinite or simple.
  • Future indefinite or simple.

এটি অবশ্যই পড়ুন – মাষ্টার অফ টেন্স, Tense শিখুন নিমিষে

Indefinite নিয়ে আগের পোস্টে আলোচনা করার পর, আজ আলোচনা করব প্রত্যেক টেনসের পরেরটি অর্থাৎ অর্থাৎ Continuous নিয়ে –
  • ১)Present continuous Tense. চলমান বর্তমান কাল ।
  • ২)Past continuous Tense . চলমান অতীত কাল।
  • ৩)Future continuous tense. চলমান ভবিষ্যৎ কাল।

2) Present continuous. চলমান বর্তমান কাল ।

যে টেনস দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে বুঝায় তাকে Present continuous Tense (চলমান বর্তমান কাল) বলে।
যেমন,
সে খাচ্ছে, আমি যাচ্ছি, তুমি পড়ছ, তারা ঘুমাচ্ছে। আমরা দৌড়াচ্ছি। রতন লিখছে। রিয়া বসছে। তুমি পরিকল্পনা করছো। আমি ফেইসবুক ব্যবহার করছি। তুমি রান্না করছো। সে জল পান করছে। তোমরা হাটছো।

বাংলায় চেনার উপায়

বাংলায় present continuous Tense চেনার উপায়- উপরের উদাহরণ গুলোর ভালো ভাবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বাংলায় প্রতিটি  বাক্যের শেষে চ্ছো/ চ্ছে/ চ্ছি/ বা ছো/ ছে/ ছি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি বাংলায় এরকম থাকলে ইংরেজি Present continuous Tense হবে। অর্থাৎ চলমান বর্তমান কাল চেনার উপায় হচ্ছে শেষে উপরে উল্লেখিত শব্দগুচ্ছ হওয়া।
আমরা এবার আরো সহজ করে বুঝার জন্য নিচের উদাহরণ এর দিকে লক্ষ্য করি।
I am writing a letter. আমি একটি চিঠি লিখছি- ছি
He is eating rice. সে ভাত খাচ্ছে-চ্ছে
You are going to school. তুমি স্কুলে যাচ্ছো-চ্ছো

গঠন প্রণালীঃ

Present Continuous এর গঠন প্রণালী (Sentence structure) –

Subject+am/are/is +verb+ing+extension
I am writing a letter. আমি একটি চিঠি লিখছি।
 এই বাক্যে I হচ্ছে subject আর Am হচ্ছে Auxiliary verb আর write ভার্ব এর সাথে ing যুক্ত হয়েছে। আর extension হিসেবে আছে a letter.
বিঃদ্রঃ
বাক্যের সাবজেক্ট এর উপর ভিত্তি করে অক্সিলিয়ারি (সাহায্যকারী) verb পরিবর্তন হবে। অর্থাৎ সাবজেক্ট যদি 1st person (I,we) হয় তাহলে I এর জন্য Am হবে আর we হলে are হবে। বাকী person গুলোতে একবচন ও বহুবচনের উপর ভিত্তি করে কখনো is আবার কখনো are হবে। যেমন,
  1. He is reading.
  2. They are reading.
  3. We are reading.
  4. I am reading.

২) Past continuous Tense. চলমান অতীত কাল।

যা দ্বারা অতীত কালে কোনো কাজ চলছিল হা হচ্ছিল বুঝায় তাকে Past continuous Tense (চলমান অতীত কাল) বলে।
যেমন,
সে যাচ্ছিল। সে খাচ্ছিল। সে বসছিল। তারা ঘুমাচ্ছিল। আমরা পড়ছিলা। তোমরা খেলছিলে। আমরা রান্না করছিলাম। ইত্যাদি

চেনার উপায়

বাংলায় Past Continuous Tense চেনার উপায় হল -সাধারণত চলমান অতীত কালে বাংলায় বাক্যের শেষে চ্ছিল/চ্ছিলে/ চ্ছিলাম বা ছিল/ ছিলে/ ছিলাম থাকে।

যেমন,
He was going. সে যাচ্ছিল- চ্ছিল
They were cooking. তারা রান্না করছিল- ছিল
I was reading. আনি পড়ছিলাম-ছিলাম
We are running. আমরা দৌড়াচ্ছিলাম-চ্ছিলাম
আমরা দেখতে পেলাম সাধারণত বাংলায় Past continuous Tense এর শেষে উল্লেখিত শব্দগুচ্ছ হয়ে থাকে।

গঠন প্রণালীঃ

ইংরেজিতে Past continuous Tense দিয়ে বাক্য তৈরি করার কৌশল-

Sentence structure
Subject + was/were+verb+ing+extension
যেমন,
  1. I was reading book.
  2. We were writing letter.
  3. He was walking.
  4. They were cooking.
এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি বাক্যের শুরুতে সাবজেক্ট I/We/He/they ইত্যাদি। তারপর Was/ were. তারপর verb +ing +extension. সাবজেক্ট অনুযায়ী was/ were হবে। অর্থাৎ সাবজেক্ট একবচন হলে was আর বহুবচন হলে were হবে।

2)Future continuous Tense (চলমান ভবিষ্যৎ কাল)

যা দ্বারা ভবিষ্যৎ কালে কোনো কাজ করা হতে থাকবে বোঝায় তাকে Future continuous Tense ( চলমান ভবিষ্যৎ কাল) বলে।
যেমন,
আমরা খেতে থাকব, তারা যেতে থাকব, সে বলতে থাকবে, তোমরা চলতে থাকবে, আমরা খেতে থাকব, তোমরা পড়তে থাকবে, সে লিখতে থাকবে। ইত্যাদি

চেনার উপায়

বাংলায় Future continuous Tense চেনার উপায়- সাধারণত বাংলায় বাক্যের শেষে,  ব/বে থাকে।

যেমন,
He will be going. সে যেতে থাকবে-বে
I shall be writing. আমি লিখতে থাকব-ব
They will be calling. সে ডাকতে থাকবে-বে
We shall be reading. আমরা পড়তে থাকব-ব

বাক্য গঠন করার নিয়ম

ইংরেজিতে Future Continuous Tense বাক্য তৈরি করার কৌশল-

Sentence structure

Subject +shall be/ will be + read+ing + extension.
যেমন,
  • He will be reading.
  • I shall be going.
  • You will be writing.
এখানে he/I/You হচ্ছে সাবজেক্ট। তবে একটি কথা মনে রাখতে হবে। সাধারণত সাবজেক্ট যদি 1st person হয় তাহলে Shall be হয় আর অন্য পারসন হলে will be হয়।
#ট্যাগঃ ফ্রী টেনস শেখার সহজ পদ্ধতি, টেনস শেখার সহজ পদ্ধতি PDF সহ, ডাউনলোড টেনস শেখার সহজ পদ্ধতি, ইংরেজি টেনস শেখার সহজ পদ্ধতি
এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button