একাদশ কম্পিউটার

একাদশ কম্পিউটার অ্যাপ্লিকেশন মডেল প্রশ্ন Latest Update 2020

একাদশ শ্রেণীর একাদশ কম্পিউটার অ্যাপ্লিকেশন মডেল প্রশ্ন অন্তর্ভুক্ত ‘ কম্পিউটারের বিবর্তন ও কম্পিউটারের সংগঠন ‘ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শেয়ার করা হল। আশা করি সকল একাদশ শ্রেণীর ( মডার্ন কম্পিউটার আপ্লিকেশন) সকল ছাত্র-ছাত্রীদের কাজে আসবে।  [ অন্যন্য অধ্যায়ের একাদশ কম্পিউটার অ্যাপ্লিকেশন মডেল প্রশ্ন এখানে]

 

একাদশ কম্পিউটার অ্যাপ্লিকেশন মডেল প্রশ্ন

অধ্যায়- কম্পিউটারের বিবর্তন ও কম্পিউটারের সংগঠন

১. চারটি স্পেশাল কী এর নাম লিখ।
২. OMR এর পুরো নাম কী?
৩. MICR এর পুরো নাম কী?
৪. প্লটার এর একটি ব্যবহার লেখো।
৫. RAM ও ROM এর মধ্যে পার্থক্য লিখ?
৬. ROM এর পুরো নাম লিখ?
৭. ডেটা কাহাকে বলে?
৮. ফার্মওয়্যার কাহাকে বলে?
৯. CD এর ধারন ক্ষমতা কত?
১০. POST এর পুরো নাম লিখ?
১১. DVD এর পুরো নাম লিখ?
১২. CD এর পুরো নাম লিখ?
১৩. ক্যাশ মেমরির কাজ কী?
১৪. ফ্ল্যাশ মেমরি কী?
১৫. বাস (BUS) কী?
১৬. LED এর পুরো নাম কী?
১৭. দুটি সেকেন্ডারি ও প্রাইমারী মেমরির উদাহরণ দাও।
১৮. Information এর দুটি বৈশিষ্ট্য লেখ।
১৯. লজিক্যাল ডেটার উদাহরণ [Yes, No, দুটোই, কোনটি নয়] ২০ .গাড়ির নম্বর কোন ধরনের ডেটা। [ নিউমেরিক, আলফা নিউমেরিক, গ্রাফিক্স, সবকটি] ২১ .সহজে বহনযোগ্য কম্পিউটার এর নাম কী? [মিনি, মাইক্রো, ল্যাপটপ, সুপার] ২২. 1 এবং 0 দ্বারা নির্দেশ দিয়ে কাজ ক্রে _____ কম্পিউটার। [ ডিজিটাল, আন্যালগ] ২৩. নিউমেরিক ডেটার উদাহরণ। [ A, 9, @, কোনটি নয়]

২৪. প্রথম প্রজম্মনের কম্পিউটারের ভাষা হল। [ মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, COBAL, সবকটি ] ২৫. CD এর ধারন ক্ষমতা কত?
২৬. সেক্টর কী?
২৭. ENIAC এর সম্পূর্ণ নাম লিখ?
২৮. কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য লিখ?
২৯.  EDSAC এর সম্পূর্ণ নাম লিখ?
৩০. মাইক্রো কম্পিউটার কাহাকে বলে?
৩১. CU এর কাজ লিখ?
৩২. প্লাটার এর ব্যবহার লিখ?
৩৩. DRAM এর বৈশিষ্ট্য লিখ?
৩৪. সুপার কম্পিউটার এর একটি বৈশিষ্ট্য লিখ?
৩৫. ডেটা ও ইনফর্মেশন এর মধ্যে পার্থক্য লিখ?
৩৬. টীকা লিখঃ- DVD, MICR, ল্যাপটপ,  OMR, হার্ডডিস্ক, প্লাটার
৩৭. বারকোড রিডারের কাজ লিখ?
৩৮. কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য লিখ?
৩৯. দুই প্রকার মাউসের নাম লিখ?
৪০. চারটি স্পেশাল কী এর নাম লিখ?
৪১. স্ক্যানার কত প্রকার ও কী কী?
৪২. Graphic Table কোন ধরনের ডিভাইস লিখ?
৪৩. দুটি প্রাইমারী ও সেকেন্ডারি মেমরির উদাহরণ লিখ?
৪৪. প্রথম প্রজন্মের কম্পিউটারের ভাষার নাম কী?
৪৫. কম্পিউটারের জনক কাহাকে বলা হয়?

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button